নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কবি কাজী ফাতেমা ছবি

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪



যা খুশি তা’নিয়ে যদি কাব্য লেখা যায়
সকল বিষয় তবে ধন্য কভু হবে
এ কাজী ফাতেমা ছবি বেছে নেয় সবে
একান্ত আপন করে নিজ পদ্য পাতে।
কেমন কোমল স্পর্স মৃদু মন্দ বায়
কবিতা আকুল করে মনে গেঁথে রবে
এমন কবির জন্ম কম হয় ভবে
আমরা পেয়েছি বলে ধন্য সব তাতে।

কবিতা আকুল করা যাতে আছে প্রাণ
হে কবি হে ছবি কবি কত বলি আর
বিলায় কবিতা যেন ছন্দে মায়া ঘ্রাণ
পাঠক মোহীত হয়ে পড়ে বার বার।
এ কবি ও কাব্যে রাখি যোগ্য স্থান নেই
খুঁজেই হয়েছি ক্লান্ত বলি সার এই।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই দুই দুই দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:



আপনি ব্লগারদের উৎসাহিত করছেন, আমাকেও করেছেন; আমিও ব্লগারদের নিয়ে খুবই আশাবদী।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ব্লগিং এ আপনি আমাদের অনুপ্রেরণা।

২| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩২

ঝালমুড়ি আলা বলেছেন: সুন্দর।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এবার তাহলে বিশ টাকার ঝাল মুড়ি দেন!

৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + শুভেচ্ছা কবি ছবির প্রতি ।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ব্লগ এখনো সেভাবে দেখা হয়নি। সময় পেরে হয়ত দেখব। মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার মঙ্গল হোক।

আপনাদের সফলতা কামনা করি।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি সব সময় মনে থাকেন। আপনাকে বুঝার চেষ্টা করছি।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক খুশি হলাম আপনার সনেট এবার ছবি আপুনির জন্য হওয়ায়। গুনি মানুষের কদর করা চাই। আল্লাহ আপনাকে উত্তম যাযা দান করুণ।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য সব সময় আমাকে অনুপ্রেরণা যোগায়। এ সময় আপনাদের মতো ব্লগারের যখেষ্ট প্রয়োজন রয়েছে।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: ছবিটা কি ছবি আপির???

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সে না হোক তার মেয়ে বেলার সাদৃশ্যতো হতেই পারে।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কি উত্তর দিব ভাষাই খুঁজে পাচ্ছি না ফরিদ ভাইয়া
এত সম্মান দিয়ে লিখেছেন -লজ্জাই লাগছে আমার
আমি এত কিছু নই

এ কবি ও কাব্যে রাখি যোগ্য স্থান নেই
খুঁজেই হয়েছি ক্লান্ত বলি সার এই।


এই কথা শুনলে মানুষ আমারে দৌড়াইবো হাহাহা- চাঁদ গাজী ভাই আজ বলেছে আমার লেখা এসব কবিতা হয় না। হাহাহা

ধন্যবাদ দিয়ে ছোট করার কোনো মানে হয় না। শুধু শ্রদ্ধা আর ভালবাসা জানালাম

একদিন হয়তো আপনাকে নিয়েও লিখব আমিও ইনশাআল্লাহ
আল্লাহ আপনার হায়াত দারাজ করুন। সুন্দর থাকুন পরিবারের সকলকে নিয়ে আমিন

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছবি কবির মাঝে আমি একজন নজরুলকে খুঁজি। জাতীয় উন্নয়নে এসব প্রতিভার বিকল্প নেই। কবিকে সম্মাননা জানাতে পেরে নিজেকে কিছুটা নির্ভার মনে হচ্ছে।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: #বিলি ভাইয়া হ আমিই তো
এসব আমি মেয়েবেলার হাহাহাহাহ কত কিউট না
এই কিউটি বেবিটির জন্য কয়টি লাইক হবে ফ্রান্স হাহাহাহা

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবি মনের দিক থেকে এমন কিউট হবেন হয়ত। তাঁর রুচিশীলতা দেখে অনেকটা তেমন মনে হয়।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার প্রিয় কবি নিয়ে লেখা খুব সুন্দর হয়েছে, ভাই।

দুই কবির জন্য শুভকামনা রইল ।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা প্রিয় কবি।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৫

ধ্রুবক আলো বলেছেন: দুজনকেই শুভ কামনা । কবিতায় +++

আর প্রথম কমেন্টেই সব বলা হয়ে গেছে।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বসের ছবি নিয়ে ব্লগে ভালোই আলো ছড়াচ্ছেন। কামনা করি ধ্রুবক আলো থেকে ব্লগ আকাশের ধ্রুব তারা হয়ে উঠুন।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৬

ধ্রুবক আলো বলেছেন: গাজী ভাইও খুব সুন্দর কমেন্ট করেছেন, আজকাল উনার কমেন্ট গুলো সুন্দর হচ্ছে।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চাঁদগাজী শুরুতেই আমার নজরে এসেছিলেন। এখনো আমি তার ব্লগে বলতে গেলে নিয়মিত।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, মনের মানুষ মনে থাকে।
সবাই আসে পাশে থাকে আমি না হয় আপনাদের মনেই থাকলাম।

দোয়া করি সবার মন সুখে ভরে যাক, আত্মা হোক প্রশান্ত। আমিন।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একদম ঠিক বলেছেন। ক্রাউডের ভয়ে সবাইকে আবার মনে স্থান দেওয়া যায়না।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাদের সাথে আড্ডা দিলে আমি আত্মিক সুখ পাই।

আমি সত্যি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হলেন আমাদের একমাত্র গন্তব্য।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি ব্লগারদের প্রিয়জন। জানিনা মডুরা আপনাকে নিয়ে কি ভাবে? আর শেষ কথা যা বল্লেন তা’ হলো ধ্রুব সত্য।

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উনারা আসলে আমার শুভাকাঙ্ক্ষী। পলাশমিঞার গলায় দা লাগিয়ে উনারা আমার মঙ্গল সাধন করেছেন। ২৫ বছর পর আমি পলাশমিঞাকে ছুটি দিয়েছি। এখন আমি আমি হয়ে ব্লগিং করব।

পলাশমিঞা একটু বেশি বাড়াবাড়ি করে :P

দোয়া করবেন ভাইজান, হাতে বই দুইটা আছে।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার সাথে আবার বিটলামি না করলেই হয়। আপনার বইয়ের সাফল্য কামনা করছি।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।

আল্লাহ আপনার মঙ্গল করবেন।

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনাকে হায়াতে তৈয়্যেবাহ দান করুন।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এবারের সনেটটিও সুন্দর হয়েছে। ছবি আপু সত্যিই সবদিক তুলে ধরেন তাঁর কবিতায়। আর ছবি পোষ্ট গুলোতো আরও সুন্দর প্রাণবন্ত, যেন কথা বলে ছবিগুলো।

আপনার প্রতিও অনেক শ্রদ্ধা আর ভালোবাসা প্রিয় কবি।
শুভকামনা রইল। আল্লাহ্ আপনার মঙ্গল করুক সবসময়।

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার কথায় আবার ছবি কবির সাথে আবার কবিতা মিলাতে গেলাম। পরে বুঝলাম আপনারা এমন ক’জন আছেন যাদের নিয়ে লিখতে গেলে যতই লিখি তারপরো যেন লেখায় কমতি থেকেই যায়। আল্লাহ আপনার যোগ্য স্বীকৃতি পাইয়ে দিন, সেই কামনা করি। আসলে উৎসাহের জন্য স্বীকৃতিরো দরকার আছে।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৪১

উম্মে সায়মা বলেছেন: ছবি আপু সত্যিই খুব সুন্দর কবিতা লেখেন। এ সনেটটিও খুব সুন্দর হয়েছে ফরিদ ভাই। শুভ কামনা।

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনিও ভাল লিখেন। আপনার কয়েকটি মনে হয় পড়েছিলাম।

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবিতা যা লিখেছ হে
যাই পুরো চিমসে;
ছবিতরে যা যা ক'লে
শোনে লাগে হিংসে।

অটুকুনি দৌড় মোর
লিখায়তো পারি না;
তাইতো সুযোগ পেলে
খোঁচা মারা ছাড়ি না।

ছন্দের মালা গেঁথে
দিলে যা যা তথ্য;
হিংসিত,তা-ও কই
কথা সবি সত্য।

লেখিকা সে পুরোপুরি
নেই অতে ভ্রান্তি;
অবিরাম লিখে চলে
সতত অক্লান্তি।

যা-ই দেখে তা-ই লিখে
ছবি আঁকে ছন্দে;
সারাদিনি ভাবে থাকে
কি সকাল সন্ধে!!

কথা ফুরোবার নয়
মিটবেনা কয়ে সাধ;
কি করে জানাবো ভাবি
তোমারে ধন্যবাদ।

এঁকেছ নিখুত করে
মোর প্রিয়া ছবিরে;
হৃদয়ের ভালোবাসা
শুধি দু'নো কবিরে।

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তোমার ছড়ার এ কোন সুরভী
হে কবি কবি হে কবি কবি!
- এ এক অনন্য ছড়া
যাক অন্তত একটা কবিতায় কবিকে ধরে রেখেছিতো!
আপনার একটা মন্তব্যে আমার কুলোচ্ছেনা।
- কবির মতো ছবি ছবির মতো কবি ধাৎ মাথা গুলিয়ে যায়। তিনি আবার কবি প্রিয়া। আর একটু খোলাসা করেন মানিক জোড় কিনা!

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছড়ায় যা মন্তব্য দিলেন একে বারে কবিতার পোষ্টমর্টেম রিপোর্ট। আল্লাহ আপনাকে অনেক কাল বাঁচিয়ে রাখুন। বাংলার ছড়া সাহিত্য আপনার সুনিপূণ হাতে আরো সমৃদ্ধ হয়ে উঠুক। আমিন।
‘কিচির মিচির ছি
ডাকছি চড়াই ঝি
লড়বি কিনা বাবুই তোরে
ডাকতে এসেছি’।
এ ছড়া আমার মনে গেঁথে আছে
কিন্তু কবির নাম মনে নেই। এখন মনে প্রশ্ন জাগছে এই সেই কবি কিনা?

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:



ছড়া ছড়া ছড়া লিখে
যেন ফল গুচ্ছ
পাখি দেখে কিচিমিচি
করে নেড়ে পুচ্ছ।

এ যে এক ছড়া কবি
যেন কোন রত্ন
এ জাতি এ রত্নের
নাহি করে যত্ন।

সাহিত্য হয় যদি
পরিপাটি গোাঁছগাছ
তবে সেই জাতি পায়
ভাগে তার তালগাছ।

কূ-সাহিত্যে লোকজন
যদি হয় ভন্ড
তবে তারা ভাগে পায়
অশ্বের অন্ড।

কবিদের পরিবার
সরকার দেখলে
কবি মনে নিরভার
কবিতা লিখলে
জাতি পেতো আরো ভালো
রুচিকর কাব্য
যেমনটা নদী হয়
জলে ভরা নাব্য।

এদেশের কবি সব
তথাপিও লিখছে
তবে অপপাঠ্যে
ভুলভাল শিখছে।

এসবের আর নয়
চাই হোক শেষ
বিশ্ব বলুক
সাবাস বাংলাদেশ।

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২১

নতুন নকিব বলেছেন:



সনেটটি অনিন্দ্য।

শুভ কামনা দুই কবিকে। আল্লাহ পাক সকলের মঙ্গল করুন।

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্যে অনেক খুশী প্রিয় কবি।

২০| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৬

সিনবাদ জাহাজি বলেছেন: চমৎকার লিখা।

ছবি আপির ক্ষেত্রে কথাগুলো সঠিক আর সনেট লিখাউ চাট্টিখানি কথা না।

অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা থাকল।

২১| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১১

মানুষ বলেছেন: ও ভাই। আমাকে নিয়ে একটি কবিতা লিখবেন?

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:


গতকাল মধ্যরাতে সিদ্দিকা কবীর এসেছিলেন।
জানালেন, চালেডালে মিশালেই কবিতা হয় না,
তেল নুনের পরিমানটাও জানা চায়।
বললেন, আমি ঠিক মানুষ না।
মানুষেরা খাওয়ার জন্য বাঁচে।

হে সিদ্দিকা কবীর,
কি করবো বলেন?
আমার যে শুধু ঘুম পায়।
ঘুমের কাছে ক্ষুধা হেরে যায়।

আপনি ঘুম থেকে জাগুন, ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, সিদ্দিকা কবির যেন আপনাকে ঠিক মানুষ বলে, তারপর না হয় ভাবব আপনাকে নিয়ে কি কবিতা লেখা যায়!

২২| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৯

মোস্তফা সোহেল বলেছেন: ফাতেমা আপুকে নিয়ে কবিতাটি অনেক সুন্দর হয়েছে।
কি করি আজ ভেবে না পাই, এর ছড়া সাথে আপনার পাল্টা ছড়া ফাটাফাটি।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণীত হলাম প্রিয় কবি।

২৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১১

কলিমুদ্দি দফাদার বলেছেন: বহুমুখী প্রতিভার অধিকারী আমাদের ফরিদ আহমেদ। ইসলামী চিন্তাবিদ তার উপর সুপ্ত কবিতা লেখনীরর অধিকারী ইতিমধ্যে বল্গে আমার আপানজন। আশাকরি সব সময় পাশে পাবো।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহ ব্লগার হিসেবে দফাদার সাহেব বেশ চমৎকার! পাশে আছি ইনশাআল্লাহ আশাকরি পাশে থাকব। তো করিয়া থেকে ফিরলেনকি?

২৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুটো কিউট বাচ্চার ছবি দেখে মনটা ভালো হয়ে গেল।


কাজী ফাতেমা ছবির মতো গুনীজনের প্রতি রইল শ্রদ্ধা। ধন্যবাদ ভাই ফরিদ আহমদ চৌধুরী।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনারমতো অভিজ্ঞ জনের মন্তব্য অনেক গুরুত্বপূর্ণ। অবশ্য আপনি অসাধারণ গল্প লেখক।

২৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৭

নাগরিক কবি বলেছেন: নাগরিক কবি বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশেষে ছবি কবিকে নিয়ে একটা সনেট লিখেই ফেল্লাম।


সনেট হয়নি ;)




;) ;) ++

০১ লা মে, ২০১৭ দুপুর ১:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু কবি সনেট হয়নি কেন একটু বুঝিয়ে বলবেন কি?

২৬| ০১ লা মে, ২০১৭ বিকাল ৩:০০

নাগরিক কবি বলেছেন: ++ দেবার পর যদি আপনাকে ঘটনা খুলে বলতে হয়, তাহলে আমি উগান্ডা চলে যাব ;)

০১ লা মে, ২০১৭ বিকাল ৪:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: উগান্ডা যাওয়ার দরকার নেই। আপনি নাগরিক কবি, নগরেই থাকুন। মন্তব্যে মূল্যায়নের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.