নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সামু ও মানবতা

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:১৫


সামু
এক অবলা শিশু
অন্তত নাম দেখে তেমনটাই মনে হয়।

কিন্তু না
এ এক রত্নের প্রান্তর
এ রত্ন জ্ঞান রত্ন
যে যার মতো ফেলবে
যে যার মতো তুলবে
তারপর খুশীমনে ফিরবে বাড়ি।

তবে
এখানে জ্ঞানের সাথে
অনেকে অনেক আবর্জনাও ফেলে
কারো নিকট আবর্জনা, কারো নিকট জ্ঞান
ঘটনা একারণে ঘটে
সুতরাং যে যার মতো তুলে নিবে
নো ঝগড়া, নো মারামারি।

আমরা মানুষকে এক মতে আনতে পারিনি
সবাই সবার মত নিয়ে নিজের মতো থাকুক
এ বিষয়ে অন্তত একমত হই।
সামু ব্লগ মাতা-পিতা
আরিল্ড-জানা হয়ত সেটাই চেয়েছেন,
ভাব বিনিময়ে সবাই সবার কাছে আসুক
তারপর খুঁজে নিক তার পথ।

জয় হোক মানবতার
সবাই সবার সাথে সুখে থাকুক
মানুষগুলো সব মানুষ হোক
এ আমার ছোট্ট কামনা।

# কবিতা প্রকৃতিঃ ভাবছন্দ কবিতা।

বিঃদ্রঃ আমরা মানুষকে একমতে আনতে পারিনি বলে তাদের সুখে থাকার অধিকার কেড়ে নিতে পারিনা। আর ছবিতে সাগর,চাঁদ, ঝর্ণা, সামু ব্লগ মাতা-পিতা এবং ভালবাসার অনুপম দৃষ্টন্ত রয়েছে। সুতরাং ছবি থেকেও শিখার আছে অনেক কিছু।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:২৯

শামীম সরদার নিশু বলেছেন: চমৎকার প্রকাশ স্যার।
যে যার মতো চলুক,
তবু ভালবাসি সামুকে, ভালবাসি সামুতে বিচরণ করা প্রতিটি মানব-মানবীকে।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ভালবাসা গুরুত্বের সাথে গৃহীত হলো।

২| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৪২

হাফসা আক্তার৯৫ বলেছেন: সামু ব্লগ মাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা বলেছেন,‘ব্লগারদের কাছে শুনেছি তা হলো ' এই প্ল্যাটফর্মটি তো আর আপনাদের নয়; এটি সম্পূর্ণ আমাদের। এটি যেকোন কারণে সামান্য সময়ের জন্যে বন্ধ থাকলে আমাদের অস্বস্তি হয়, দম বন্ধ হয়ে আসে"। এটা বড় আনন্দের, আমার জন্যে বড় পাওয়া।

যত্নে তৈরী একটি বাগান যেমন ফুলে-ফলে সেজে ওঠে, সৌরভ এবং সৌন্দর্য বিকাশ করে তেমনি আগাছাও জন্মে। কীট-পতঙ্গও আসে। সঠিক পরিচর্যায় আবার এসব অদরকারী জিনিষগুলোর ক্ষয় হয়, বিলুপ্তি হয়। কিন্তু সৌন্দর্য আর সত্যের ক্ষয় নেই, মৃত্যু নেই, জয় অনির্বায।

আমরা সবাই যেন আমাদের দায়িত্বটুকু থেকে সরে না যাই। ভাল থাকবেন সবসময়। মঙ্গল হোক।’
সুতরাং সামু এখন আমাদের। আমরা এখান থেকে মনবতাবোধ শিখতে চাই।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মানবতাই এখন সবচেয়ে বেশী প্রয়োজন।

৩| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


জয় হোক মানবতার
সবাই সবার সাথে সুখে থাকুক
মানুষগুলো সব মানুষ হোক
এ আমার ছোট্ট কামনা।"-- এই কমনাই করে গেলাম।

প্রিয় কবির জন্য শুভকামনা সবসময়।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমারো প্রিয় কবির জন্য শুভেচ্ছা সব সময়।

৪| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৪৮

নীলপরি বলেছেন: খুব সুন্দর পোষ্ট ।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

৫| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৫০

চাঁদগাজী বলেছেন:

"সুতরাং যে যার মত তুলে নিবে
নো ঝগড়া, নো মারামারি। "

- নো ঝগড়া, নো মারামারি, আমরা সবাই সবার জন্য...

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যে যার মত তুলে নিবে বানান ভুল হয়েছিল সেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়টি আপনার দৃষ্টি এড়ায়নি বলে।

৬| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:৩৯

ধ্রুবক আলো বলেছেন:
জয় হোক মানবতার
সবাই সবার সাথে সুখে থাকুক
মানুষগুলো সব মানুষ হোক
এ আমার ছোট্ট কামনা।

মন মুগ্ধকর কবিতা +++

০৫ ই মে, ২০১৭ সকাল ৭:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বসের ছবিতে আপনিও ব্লগারদের ক্যাপটেন্সি ভাল করছেন।

৭| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

০৫ ই মে, ২০১৭ সকাল ৭:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৮| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:০৪

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: এ এক রত্নের প্রান্তর
এ রত্ন জ্ঞান রত্ন
যে যার মতো ফেলবে
যে যার মতো তুলবে
তারপর খুশীমনে ফিরবে বাড়ি।


বেশ ভাল লাগল।

০৫ ই মে, ২০১৭ সকাল ৭:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ ও অভিনন্দন আপনার জন্য।

৯| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:৩৮

শাহিন-৯৯ বলেছেন: জীবন মানে গান গাও সুন্দরের, চোখ মেলে দেখ পৃথিবী, ভুলে হিংসা-ফুটাও মানবতা, মেনে নেও অন্যের মত-যদিও তা তোমার চিন্তার বিপরীত

০৫ ই মে, ২০১৭ সকাল ৭:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একশ ভাগ সঠিক কথা বলেছেন। কষ্ট করে মন্তব্য প্রদানের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন

১০| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগিং হোক আনন্দের আরেকটি মাধ্যম।

০৫ ই মে, ২০১৭ সকাল ৭:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বাস্তবিক এতে ভালই সময় কাটে।

১১| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৫:২৬

ডঃ এম এ আলী বলেছেন:



অসাধারণ লেখা
এ এক রত্নের প্রান্তর
এ রত্ন জ্ঞান রত্ন
যে যার মতো ফেলবে
যে যার মতো তুলবে
তারপর খুশীমনে ফিরবে বাড়ি।

একসাথে লাইক ও প্রিয়তে
অনেক শুভেচ্ছা রইল

০৫ ই মে, ২০১৭ সকাল ৭:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মহোদয় আপনার মন্তব্য আমার নিকট আপনার পোষ্টে বর্ণীত সেই কহিনূর মনির মতো।

১২| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: হু ভালা কইছেন মেয়াবাই!:)


পোস্টে পিলাচ!:)

০৫ ই মে, ২০১৭ সকাল ৭:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমিও আপনার পিলাচ পাইয়া খুশী হইয়া আপনার নামে একখান আস্ত পোষ্ট দিয়া ফালাইছি। এখন যদি আপনার নজরে আসে!

১৩| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৩৬

কাছের-মানুষ বলেছেন: সামুর অভিভাবকদের সম্মানিত করেছেন কবিতায় ।
অনেক ভাল লাগা রইল চৌধুরি সাহেব ।

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর।

১৪| ০৫ ই মে, ২০১৭ রাত ১২:১১

ব্লগ মাস্টার বলেছেন: পড়েছি।

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি পড়েছেন জেনে খুশী হয়েছি, মাষ্টার মশায়। তবে মইরা গেছেন বলে উপদেশ দিতে পারেন নাই। সেইটাও বেশ বুঝতে পারছি!

১৫| ০৫ ই মে, ২০১৭ রাত ১২:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সামুর অভিবাবকরা চীর সুখী হউক, আপনিও সম্মানিত হয়ে থাকেন সবার অন্তরে।

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৬| ০৫ ই মে, ২০১৭ রাত ১২:৪৮

কানিজ রিনা বলেছেন: সামুব্লগ হোল সুর্য আর লেখক বৃন্দরা সূর্যের
আলোক রশ্বী। যে আলোয় পাঠক বৃন্দ
আলোকীত হবে। মতামত থাকবে অনুপ্ররনা
সেই সাথে চুলচেরা মন্তব্যেও আবার অনুপ্রেরনা।
আবার যারা সামুর লেখা চুরি করে বা সামুতে
অন্যের লেখা নিজের নামে চালায় তাদের ধরে
নাম সহ লজ্জা দেওয়া।
আসুন আমরা সততার সাথে এই স্বাধীন
প্লাটফর্ম টিকিয়ে রাখি। লেখকের জন্য
শুভ কামনা।

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পুরোনো পোষ্টগুলো ঘাঁটতে গিয়ে দেখলাম, শুরু থেকেই আমি আপনার মন্তব্য পাচ্ছি। আপনার মন্তব্য সবসময় ভাল ভাগে। দোয়া করি ভাল থাকেন। শুভেচ্ছা নিরন্তর।

১৭| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৫২

দৃষ্টিসীমানা বলেছেন: ছবি এবং কবিতায় অনেক ভাল লাগা রইল ।

০৫ ই মে, ২০১৭ রাত ৮:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.