নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কবি নীলপরির কবিতায় মন্তব্য

২৬ শে মে, ২০১৭ রাত ১০:১৬



স্বপ্নসেতু কেন এতো ক্ষণস্থায়ী হয়?
এ প্রশ্নের উত্তরটা জানা নেই পরি
গবেষণা করি কত তব প্রশ্ন স্মরি
কত মনে আছে কত স্বপ্নভাঙ্গা ভয়।
সে সকল বাধা সব কেউ করে জয়
সাফল্যের হাসি হাসে সৌভাগ্যকে বরি
সেই দলে নীলপরি অগ্রেগণ্য করি
কামনার সেই সুখ মনে যেন সয়!

কার সাথে কোথা যেন হয়ে ছিল দেখা
প্রদীপের মত কেঁপে বৃষ্টি ভেজা রাতে
অভিব্যক্তি প্রকাশিতে কত কি যে লেখা
ছন্দে ছন্দে অভিভূত হয়েছি যে তাতে।
পাঠে পাঠে মুগ্ধ হয়ে কবি খুঁজে পাই
স্বপ্নসেতু স্থায়ী হোক এমনটা চাই।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৭ রাত ১১:৩৩

নীলপরি বলেছেন: আপ্লুত হয়ে গেলাম আমার মতো সামান্য একজনকে নিয়ে কবিতা লিখেছেন দেখে । মুগ্ধ হলাম আপনার কবিতা পড়ে ও কবিতায় স্থান পেয়ে । ধন্যবাদ ।

শুভেচ্ছা রইলো ।

২৭ শে মে, ২০১৭ সকাল ১১:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সামান্য মনে করেতো কবিতা লিখিনি, অসামান্য মনে করেই লিখেছি। কামনা করি বাংলা সাহিত্যের সাহিত্য সম্পদ হয়ে উঠুন।

২| ২৭ শে মে, ২০১৭ সকাল ১১:২২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
বড় ভাই, আপনি দেখি খুব সুন্দর কবিতা লিখেন ।

শুভ কমনা রইল ।

২৭ শে মে, ২০১৭ সকাল ১১:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৭ শে মে, ২০১৭ সকাল ১১:৫৭

সত্যের ছায়া বলেছেন: সুন্দর লিখনি।

২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন। দোয়া করবেন যেন আরো ভালো লিখেতে পারি।

৪| ২৭ শে মে, ২০১৭ সকাল ১১:৫৯

সত্যের ছায়া বলেছেন: তয় মাগায় দেশে এত পরীকে উড়তে দেখি এই পরীকে দেখি নাইক্যা!

২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ পরি রূপ কথার বাস্তব পরি।

৫| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:১২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আহারে,সবচাইতে বেশি আফসোস লাগে তখন যখন কেউ কবিতা কে উপলব্ধি করে কমেন্ট করে,আর আমি মুর্খের মত তাকাই থাকি। :(
কবিতা বুঝি নাহ।তাই সেটা নিয়ে কিছু বললাম নাহ।কিন্তু পড়ে ভালো লাগছে। :)

২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়ে ভালো লাগছে। ওটুকুতেই চলবে।

৬| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৩

ওমর আল হাসান বলেছেন: খুব সুন্দর কবিতা

২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৭

নতুন নকিব বলেছেন:



ফরিদ ভাই,
কেমন আছেন?

সনেট বরাবরের মত মজার।

২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ কবিতার প্রথম লাইনটি পরির নিজের। অনেক লাইনের একাংশ আমার একাংশ পরির। আর এমন কবিতা আমার এ প্রথম লেখা। এটাকে যৌথ কবিতা বলা যায়।

৮| ২৭ শে মে, ২০১৭ দুপুর ২:৫৭

চানাচুর বলেছেন: কবিতা কম বুঝি :|

২৭ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঝালমুড়ি নিশ্চয়ই ভাল বুঝেন!

৯| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:১৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++
মুগ্ধতা...

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

১০| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম প্রিয় কবি'র প্রিয় কবিকে নিয়ে লেখা কবিতায়। +++++

সুন্দর হয়েছে এবারও।

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি আল্লাহ আপনার মঙ্গল করুন।

১১| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৫

নীলপরি বলেছেন: অনুপ্রেরণাদায়ক প্রতিউত্তরের জন্য ধন্যবাদ ।

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

১২| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ছন্দ আমি খুব পছন্দ করি। যদিও, এর কোন নিয়ম-কানুন জানা নেই।

তবে, সনেট সম্পর্কে শুনেছিলাম, তা নিচের নিয়মে হয়-

ক - খ - ক - খ

গ - ঘ - গ - ঘ

ঙ - ঙ

এটা কি সত্যি?

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সনেট অনেক নিয়মে হয়। আমি যেটা লিখেছি সেটা অমিত্রাক্ষর। আর আপনি দশটি অন্তমিল দেখালেন। আমি দেখিয়েছি চৌদ্দটি।

১৩| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অসাধারণ!

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা নিরন্তর

১৪| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


এতসব সুন্দর প্রশংসা শুনে, শেষ পরী ধুলায় ধরায় থেকে যাবেন

২৭ শে মে, ২০১৭ রাত ৮:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চাঁদ যদি ধরায় থাকতে পারেন তবে পরি কেন নয়?

১৫| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর সনেট প্রচেষ্টা ।

২৭ শে মে, ২০১৭ রাত ৮:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটু আধটু চেষ্টাকরি। আপনাদের দোয়ায় যদি হয়!

১৬| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:২১

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৮ শে মে, ২০১৭ রাত ৩:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা নিরন্তর

১৭| ২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আমাদের প্রিয় কবি নীলপরিকে নিয়ে অসারণ কবিতা +++

আপনাদের দুজনের জন্য শুভ কামনা রইল ভাই ।

২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.