নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কবি ধ্রুবক আলোর পদ্যে-

২৯ শে মে, ২০১৭ সকাল ১১:১৩



কবি ধ্রুবক আলোর পদ্যে সূর্যদয়
দেখি একান্তে বুলিয়ে দৃষ্টি নিরিবিলি।
সেথা মুক্তির স্নিগ্ধতা করে ঝিলিমিলি
ঢেউ তরঙ্গে উচ্ছল চলে সোৎসাহে।
কবি কাব্যের দ্যুতির এযে সুসময়
হেতা আলোক বর্তিকা আনে সবেমিলি
প্রতি বক্তব্যে, এছন্দে বলে, কর বিলি
মন হেথায় আনন্দে, সদা অবগাহে।

মুগ্ধ মানুষ খুশীতে দেখে অপলক
কবি কাব্যের বাঁধন, দৃঢ় কর্মপ্রীতি
এযে অনিন্দ এ কোন পূর্ণ চন্দ্রালোক
চির অটুট থাক এ স্নিগ্ধ সু-সম্প্রীতি।
কবি ধ্রুবক আলোয়, চাই সে অম্লান
পদ্ম কোমল ছন্দের দ্যুতি অফুরান।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন দুই চার
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৪০ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:২১

সত্যের ছায়া বলেছেন: ধ্রুবক আলোক ভাই কে নিয়ে যে কবিতা লিখেছেন এক কথায় তা অসাধারণ

২৯ শে মে, ২০১৭ দুপুর ১:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।

২| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:২২

সত্যের ছায়া বলেছেন: পরীর কি অবস্হা?

২৯ শে মে, ২০১৭ দুপুর ১:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপাতত পরী একটু বিরতীতে আছে।

৩| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:২৮

মোস্তফা সোহেল বলেছেন: ধ্রুবক আলো আমারও একজন খুবই প্রিয় ব্লগার। তাকে নিয়ে সনেট লেখার জন্য ধন্যবাদ ফরিদ ভাই।

২৯ শে মে, ২০১৭ দুপুর ১:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাকেও পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

৪| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৯

নতুন নকিব বলেছেন:



কে কবে কখন যে ফরিদ ভা্ইর হাতে ধরা খায়, বুঝা মুশকিল।

ধ্রুবক আলো ভাইকে ভালোভাবেই তো ধরেছেন। তিনি আমাদের অতি প্রিয়জন। তাকে সনেটে স্থান দেয়ায় ফরিদ ভাইকে সকলের হৃদয়ে স্থান দেয়ার অনুরোধ রাখছি।

২৯ শে মে, ২০১৭ দুপুর ১:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

৫| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৮

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

আপনাদের দুজনকেই শুভেচ্ছা ।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর।

৬| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১:২১

সেলিম আনোয়ার বলেছেন: দুজনকেই শুভেচ্ছা অশেষ ।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর।

৭| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাদের দুজনের জন্যই শুভ কামনা রইল ভাই !!

২৯ শে মে, ২০১৭ রাত ১০:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

৮| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনন্য সাধারণ কবিতা! খুব খুব ভালো লেগেছে আপনার এ চমৎকার কবিতাখানী। লিখে চলুন সতত।

২৯ শে মে, ২০১৭ রাত ১০:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাদের দোয়া ও পাশে থাকা আমার একান্ত কাম্য।

৯| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো হয়েছে সনেট। ভালো লাগলো আমার প্রিয় মানুষটি নিয়ে লেখা কথাগুলো। মুগ্ধতা রইল ভাই কৃতজ্ঞতার সাথে।

শুভকামনা দুজনার প্রতিই।

২৯ শে মে, ২০১৭ রাত ১০:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

১০| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


ভালো, ব্লগারেরা উৎসাহিত হচ্ছেন

২৯ শে মে, ২০১৭ রাত ১০:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাকে নিয়ে আরেকটা সনেট লিখেছি, এখনো পোষ্ট করিনি, আপনার মতামত জানার পর কাল পোষ্ট করব ভাবছি। সনেটটি যেমন-



নীলাকাশে চাঁদ হাসে সকলের সাথে
সেরকম চাঁদগাজী সামুব্লগে থাকে
দু’চাঁদের মিলদেখি জীবনের বাঁকে
সারাবিশ্ব ভাবনায় অনুমপ তিনি।
চাঁদগাজী কথামালা নিত্যদিন গাঁথে
সেসকল হৃদয়েতে খোঁচামারে যাকে
তার রাগ যেন ঢিল মৌমাছির চাকে
কোন ক্ষেত্রে গাজী কথা অমলিন চিনি।

ভাল-মন্দে দুনিয়াটা জানি থাকে ভরা
ইতি মনে মেনে নিলে তাতে লাভ হয়
নেতি মনে কোন ক্ষেত্রে খেতে হয় ধরা
বুদ্ধিমত্তা কোন ক্ষেত্রে আনে বড় জয়।
চাঁদগাজী ওহে চাঁদ জোছনার রাশি
সুকথন সুরে চাই বাজাবেন বাঁশি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

১১| ২৯ শে মে, ২০১৭ রাত ৮:০৪

সমাজের থেকে আলাদা বলেছেন: ব্লগে কবিতা বিরোধী যুদ্ধ শুরু করলেন কেন ভাই? আপনার পরিচিত কেউ কি কোনও কবির সাথে ভেগেছে নাকি?

২৯ শে মে, ২০১৭ রাত ১০:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য সমাজের থেকে আলাদা। একেবারেই অন্য রকম।

১২| ২৯ শে মে, ২০১৭ রাত ৮:১১

ধ্রুবক আলো বলেছেন: এমন এক উপহারে ভাষাহীন হয়ে গেলাম, আসলেই ভাই কি বলবো বুঝতে পারছিনা!! এ এমন এক সম্মান যা নিরন্তর, আমার জন্য অনেক অনেক গর্বের। অশেষ কৃতজ্ঞ র'লাম ভাই....

আপনি ব্লগারদের যেভাবে উৎসাহিত করে লিখে যাচ্ছেন তা অনবদ্য। অনেক অনেক ধন্যবাদ।

অনেক অনেক শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন।

২৯ শে মে, ২০১৭ রাত ১০:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি খুশী হয়েছেন জেনে আমার মনটাও খুশীতে ভরেগেল। আমি অবশ্য সব সময় আপনাকে আমার পাশে পাই এটা আমার বড় শান্তনা।

১৩| ২৯ শে মে, ২০১৭ রাত ১০:৩৮

নাগরিক কবি বলেছেন: বাহ! বাহ! এ বড়ই সৌন্দর্য্য। B-) সনেটের জয় হোক :)

২৯ শে মে, ২০১৭ রাত ১০:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনিও তালিকায় আছেন। জানেনতো কঠিন জিনিস। তাই হয়ত সময় লাগছে।

১৪| ৩০ শে মে, ২০১৭ রাত ১:০৯

তপোবণ বলেছেন: কবিতা ভাল লেগেছে। আপনাদের দু'জনকে শুভেচ্ছা। চাঁদগাজি ভাইকে নিয়ে যেটা লিখেছেন সেটা কবে প্রকাশ করবেন কবি?

৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা। জনাব চাঁদগাজীকে নিয়ে লেখা কবিতা পোষ্ট করেছি।

১৫| ৩০ শে মে, ২০১৭ রাত ১:১৬

শূন্যনীড় বলেছেন: দারুণ সনেট।+++++

দারুণ চাঁদগাজী ভাইকে নিয়ে লেখাটাও। +++++

এখনই পোষ্ট করেন প্রিয় কবি।

৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জনাব মন্তব্য ও প্লাসের জন্য শুভেচ্ছা নিরন্তর।জনাব চাঁদগাজীকে নিয়ে লেখা কবিতা পোষ্ট করেছি।

১৬| ৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৫৫

বিজন রয় বলেছেন: ধ্রুবক আলো বলেছেন: এমন এক উপহারে ভাষাহীন হয়ে গেলাম, আসলেই ভাই কি বলবো বুঝতে পারছিনা!! এ এমন এক সম্মান যা নিরন্তর, আমার জন্য অনেক অনেক গর্বের। অশেষ কৃতজ্ঞ র'লাম ভাই....

আপনি ব্লগারদের যেভাবে উৎসাহিত করে লিখে যাচ্ছেন তা অনবদ্য। অনেক অনেক ধন্যবাদ।

অনেক অনেক শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন।

সুন্দর।

৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি আপনি ও সুমন করের মধ্যে পেঁচিয়ে ফেলি। তবে আপনারা দু’জনই খুব ভালমানের কবি। সুমন করেরতো আবার কবিতার বই বেরিয়েছে। আপনার জন্য শুভ কামনা থাকলো প্রিয় কবি।

১৭| ৩০ শে মে, ২০১৭ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ফরিদ ভাই

প্রিয় ব্লগার ধ্রবক ভাইকে নিয়ে লিখার জন্য ধন্যবাদ আবারও
ভাল লাগল অনেক

৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাকে দেখলেই আমার নজরুলের কথা মনে পড়ে। তারচেয়ে বরং আপনি আধুনিক নজরুল এই বলি কি বলেন?

১৮| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবির সনেটগুচ্ছের বই চাই!

৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দেখি কি করা যায়। দোয়া করবেন প্রিয় কবি।

১৯| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপরে কার সাথে কার তুলনা হাহাহহা

আধুনিক ফাতেমা আমি

৩০ শে মে, ২০১৭ দুপুর ১:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার প্রতিভা আছে। বয়স হয়ত বেশী নয়, হয়ত ছাড়িয়েও যেতে পারেন। আমি সম্ভাবনা দেখছি বলেই বলছি।

২০| ০১ লা জুন, ২০১৭ রাত ১:৫৯

উম্মে সায়মা বলেছেন: ফরিদ ভাইতো একেবারে সনেটের রাজা হয়ে যাচ্ছেন! খুব ভালো। দুজনের জন্যই শুভ কামনা

০১ লা জুন, ২০১৭ রাত ৩:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এখন দোয়া কবুলের সময়। আল্লাহ আপনার দুনিয়া ও আখেরাত শান্তিময় করুন- আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.