নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার চাঁদগাজী

৩০ শে মে, ২০১৭ সকাল ৯:৫৫



নীলাকাশে চাঁদ হাসে সকলের সাথে
সেরকম চাঁদগাজী সামুব্লগে থাকে
দু’চাঁদের মিলদেখি জীবনের বাঁকে
সারাবিশ্ব ভাবনায় অনুপম তিনি।
চাঁদগাজী কথামালা নিত্যদিন গাঁথে
সেসকল হৃদয়েতে খোঁচামারে যাকে
তার রাগ যেন ঢিল মৌমাছির চাকে
কোন ক্ষেত্রে গাজী কথা অমলিন চিনি।

ভাল-মন্দে দুনিয়াটা জানি থাকে ভরা
ইতি মনে মেনে নিলে তাতে লাভ হয়
নেতি মনে কোন ক্ষেত্রে খেতে হয় ধরা
বুদ্ধিমত্তা কোন ক্ষেত্রে আনে বড় জয়।
চাঁদগাজী ওহে চাঁদ জোছনার রাশি
সুকথন সুরে চাই বাজাবেন বাঁশি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৫১ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: গাজী ভাইয়ের মন্তব্য নেই দেখি হাহাহা

সুন্দর হয়েছে

৩০ শে মে, ২০১৭ দুপুর ১:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাঁকে গতরাতে এটা দেখিয়েছি তাঁর পোষ্টে। সেখানে তিনি মন্তব্য করেছিলেন। আবার মনে ধরলে হয়ত আসবেন। নয়ত নয়।

২| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:০৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: ফরিদ ভাই মাহে রমজানের মাস। কবিতার বদলে একটু গজল বা
ইসলামি পোস্ট দিলে হয় না?

৩০ শে মে, ২০১৭ দুপুর ১:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ইসলাম নিয়ে লিখে ফেসাদে পড়ার ভয় পাই।‘আল্লাহ স্বীয় সত্তায় সর্বত্র বিরাজমান, পোষ্টে গেলে দেখবেন ক্যাচালের গোলা।আগামীতে ইসলাম লুকিয়ে পালন করার সময় মনে হয় ঘনিয়ে এল। মনে করেন আমি গজলে একটা কথা লিখলাম আমার বিশ্বাস অনুযায়ী। আরেকজন বলবে এটা হয়নাই। আমি বলব আমরাটা ঠিক আছে। সে বলবে আপনার টা বেঠিক। এই নিন প্রমাণ। আমি আবার আমারটার প্রমাণ দিলাম। সে খান্ত হলোনা। সে আরো প্রমাণ দিল। এভাবেই ক্যাচাল লেগে গেল।

৩| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কাজেরকাম করছেনা প্রিয় কবি। সনেট চমৎকার।+++++

গাজী ভাই আহে না কেন সেটা ভাবছি!

৩০ শে মে, ২০১৭ দুপুর ১:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তিনি গত রাতেই এটা দেখেছেন এবং তার পোষ্টে মন্তব্যও দিয়েছেন।

৪| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:২১

সিফটিপিন বলেছেন: চাঁদগাজী ভাইয়ের ভাল লাগবে বলে মনে হয় না। সরাসরি তোষামোদ উনি পছন্দ করেন না।

৩০ শে মে, ২০১৭ দুপুর ১:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এটা গতরাতেই তাঁকে দেখানো হয়েছে এবং এতে তাঁর অসম্মতি নেই।

৫| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ও ভাই চাঁদগাজী,
গেলেন আপনি কই?
আপনায় নিয়ে চৌধুরীভাই,
সনেট লিখেছেন ঐ।

সনেটের ছন্দে মহানন্দে,
হলাম যে কুপোকাত।
চৌধুরীভাই নিপুণ হাতে,
চিনিয়েছেন তার জাত।

৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চৌধুরীভাই নিপুণ হাতে,
চিনিয়েছেন তার জাত।
তার মানে আপনার কাছ থেকে লুকাতে পারলাম না। ঠিক ধরে ফেলেছেন!

৬| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:১১

নাগরিক কবি বলেছেন: চাঁদগাজী চাঁদগাজী-
ভাইটি আমার বড় পাজি
দিনরাত্রে রাজনীতি
রাজার আবার কিসের নীতি?

এই কথাটি বুঝতে হলে
ভাইকে রাজা হতে হবে,
রাজা হলো গাজী ভাই
বিবি তার রানী তাই।

রাজা রানীর কল্প দেখি
আমরা সবাই গল্প লিখি
সে গল্পে সাগর মাঝে
ট্যাম্পরে খাইলো হাঙর মাছে। B-) =p~

৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় নাগরীক কবি বলে কথা। কাব্য মন্তব্য অসাধারণ!

০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:




নাগরিক কবি সমাচার
কবি একটি মৌলিক অটোগ্রাফ তবে,
এটা শুধুই বিনম্র নাগরিক কবি।
তাঁর বাঁচার সাহস আঁধারের ছবি
যাতে মৃত্যুরা হারায় বেঁচেথাকা বাঁচে।
কবি, কুশল জিজ্ঞাসা প্রতারণা হবে?
কেন এমন ভাবনা? ষড়যন্ত্র সবি?
চাঁদ জোছনা আলোক নীলাকাশ রবি
কাটে হতাশা নিয়ত, আনন্দেরা নাচে।

বহে বিরহ ধারায় মিলনের স্রোত
পড়ে উপেক্ষা আক্ষেপ অবিরাম চাপা
ক্রোধ জাগায় জাগ্রত বিবেকের ব্রত
ক্লান্ত নয়নে বিজয় বারতার ছাপা-
নাহ নিষিদ্ধ অক্ষরে দস্তখত নয়
কবি, হবেই বিপ্লবে তারণ্যের জয়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
বিঃদ্রঃ আপনার কবিতায় গভীরতা বেশী। তাই আপনাকে নিয়ে লেখা কবিতায় গভীরতা দিলাম। এবার পাঠক ডুবে না মরলেই হয়।

৭| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:৪২

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লিখেছেন +++
চাঁদগাজী ভাই কিন্তু খুব একটিভ ব্লগার।

৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সেই সাথে বস, আপনিও কম নন। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: চাঁদ গাজী আমারও প্রিয় ব্লগার । মাঝে মাঝে কড়া মন্তব্যে করেন।

৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আজ আপনার সম্পর্কে আরো কিছু জানা হলো। ছোট-বড় সব ব্লগে গাজীর বিচরণ রয়েছে। আমি এমন আন্তরিক লোক আর দেখিনি। তবে একটু আধটু খোঁচা মারার অভ্যাস আছে। যে বুঝে তার সমস্যা হয়না। যে বুঝেনা সে ফড়িং নৃত্য করে।

৯| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৪১

বিজন রয় বলেছেন: এ যে দেখছি নদের চাঁদ কবিতা।
+++++

৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিজনে আর কত রইবে তাই চাঁদ নিয়ে একটু মাতামাতি। আপনার জন্য অনেক শুভেচ্ছা প্রিয় কবি।

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:



কবি বিজন রয়
জনেতে বিজন রয়, বনেতে যে নয়
কাকলী কেমন তুমি? কি চাও হেথায়?
এ কবি এমন নয়। কবির ভাবনা
সুতীব্র গতিতে ছুটে অন্যায় তাড়নে।
কাকলী নারীর প্রেম নিশির শিশির
ঝরেই হারিয়ে যায় মাটির অতলে,
এ কবি বিজন রয় আসক্ত না এতে,
মানব প্রেমেতে পাবে কবির হৃদয়!

একান্ত চাওকি তাঁকে? কাকলি তা’বলি-
খুঁজবে কল্যাণ কর কাজের নিলয়
সেথায় আসবে কবি, ঝুটবে কপালে
তখন সান্যিধ্য সুখ।দেখবে কি আহা
দোলায় দোলায় দোলে আনন্দ চন্দ্রিমা,
এভাবে কখনো প্রেম আগায় সম্মুখে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

১০| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৭

কাছের-মানুষ বলেছেন: চৌধুরী সাহেব কবিতা ভাল হয়েছে ।আপনার কবিতা লেখার হাত ভাল ।

৩০ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জনাব মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।

১১| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৫:০৪

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো।
দুজনকেই শুভকামনা।

৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইল, প্রিয় কবি।

১২| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই উৎসাহ বোধ করছি, লেখককে ধন্যবাদ! ব্লগারেরা একটি নতুন জেনারেশন, এখানে প্রত্যেকেই স্বীয় মহিমায় উজ্বল, সবার নিজস্ব ভুবন আছে।

সামুর নিয়ম কানুনে কিছু ব্লগার "জেনারেল' স্ট্যাটাসে আটকা পড়ে আছেন, যা হতাশামুলক; সামুর কাছে অনুরোধ, ব্লগারদের লিখতে দিন; ব্লগ থেকে দেশের সেরা লেখকেরা বেরিয়ে আসবেন, এবং ইতিমধ্যে তাঁরা দেশের সাহিত্য অংগনে বিশালভাবে প্রবেশ করেছেন।

আমরা ব্লাগারেরা একে অপরের পাশে আছি, সবাই সবার জন্য!

৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ব্লগে সকল নতুন ও সাধারণ ব্লগারের আপনি প্রেরণার উৎস। যে খানে আর কেউ থাকেনা সেখানে আপনাকে পাওয়া যায়।

১৩| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৩

সত্যের ছায়া বলেছেন: সুন্দর লিখছেন। মেহনত চালিয়ে যান।

৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আলহামদুলিল্লাহ, মেহনততো করতেই হবে।

১৪| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৪

সত্যের ছায়া বলেছেন: জেনারেল থাকা আসলেই কষ্টের। এর নির্দিষ্ট সীমা থাকা উচিৎ।

৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ ব্যাপারে সামু চিন্তায় নতুনত্ব আনতে পারে।

১৫| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:৪১

নাগরিক কবি বলেছেন: হাহাহা, আমার তেমন কোন যোগ্যতা নেই সনেট কবি। আমি নিতান্তই আলাভোলা মানুষ। B-)


আর সনেট কিংবা ছন্দ বন্দে বর্ণনা আমার আসে না। এটা আমার আরেকটি অযোগ্যতার প্রামাণ। #:-S

৩০ শে মে, ২০১৭ রাত ১১:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার তেমন কোন যোগ্যতা নেই সনেট কবি সম্ভবত আপনার যোগ্যতা দেখার দায়িত্ব আপনার নয় বরং অন্যদের!

১৬| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর হয়েছে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

৩০ শে মে, ২০১৭ রাত ১১:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মহোদয়দয় আপনার জন্যও শুভেচ্ছা নিরন্তর। আপনিও সবার সাথে থাকার যথাসাধ্য চেষ্টা করেন যা ব্লগাররা উপলব্ধি করে। আল্লাহ আপনার মঙ্গল করুন-আমিন।

১৭| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:৩২

তপোবণ বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী, ভাই শুভেচ্ছা আপনাকে, আপনার কবিতার হাত খুবই ভালো। চাঁদগাজী যথার্থ মন্তব্য করেছেন আপনার ব্যাপারে আর এটা আসলে দারুণ সত্যকথন "আমরা ব্লাগারেরা একে অপরের পাশে আছি, সবাই সবার জন্য!"

৩০ শে মে, ২০১৭ রাত ১১:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এমনটাই হওয়া দরকার সব সময়। আর চাঁদগাজীর কথা উপলব্ধিগত সমস্যা রয়েছে অনেকের মাঝে। সর্বপরি তাঁকে তাঁর কথায় কিছু পরিবর্তন আনার কথা বলা হয়েছে।

১৮| ৩০ শে মে, ২০১৭ রাত ১১:০৭

ভ্রমরের ডানা বলেছেন:

সুকথন সুরে চাই বাজাবেন বাঁশি- সে আশার গুড়ে বালি!

৩০ শে মে, ২০১৭ রাত ১১:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মাননীয়, চাঁদগাজী কিন্তু অনেক ভাল কথাও বলতে জানেন, তার বহু প্রমাণ ব্লগেই আছে। আর তাাঁর কথায় আপত্তির ব্যাপারেতো কবিতায় বলা আছে। পড়েছেন নিশ্চয়ই।

১৯| ৩১ শে মে, ২০১৭ রাত ১২:৩১

শূন্যনীড় বলেছেন: ভালো লাগছে প্রিয় কবি। গাজী ভাইয়ের সঠিক মূল্যায়ন।

++++++++++

৩১ শে মে, ২০১৭ রাত ৩:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাঁকে সঠিকভাবে উপস্থাপন করতে পেরে আমি নিজেও দারুণ খুশী। তিনি ব্লগে মনে হয় সবচেয়ে বেশী সময় ব্যায় করেন। আর ছোট-বড় সব ব্লগে মন্তব্য করেন। যে ব্লগার একটা মন্তব্যের আশায় তীর্থের কাকের মতো বসে থাকেন তাদের আশা পূরণে সবচেয়ে কার্যকর চাঁদগাজী।

২০| ৩১ শে মে, ২০১৭ রাত ১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: আপনার সনেটগুলো সাবলীল ও মনোমুগ্ধকর!

৩১ শে মে, ২০১৭ রাত ৩:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দোয়া করবেন যারা বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টির জন্য নিরন্তর খেটে চলছেন, তাঁদের কিঞ্চিত মূল্যায়ন করে যেন তাদের একটুখানি প্রশান্তির কারণ হতে পারি।

২১| ৩১ শে মে, ২০১৭ রাত ২:৪৬

শূন্য-০ বলেছেন: দারুণ!!!! +++++

৩১ শে মে, ২০১৭ রাত ৩:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ব্লগিং যাত্রা শুভ হোক। মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।

২২| ৩১ শে মে, ২০১৭ সকাল ৯:৩৬

রক বেনন বলেছেন: অসাধারন হয়েছে ফরিদ ভাই!! +++++

৩১ শে মে, ২০১৭ সকাল ৯:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি মন্তব্যটাও বেশ সুন্দর করেছেন। আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর।

২৩| ৩১ শে মে, ২০১৭ সকাল ৯:৫৮

নতুন নকিব বলেছেন:



কিছু বিষয়ে বেখাপ্পা এবং কঠিন দু'একটি কথা মাঝে মাঝে বললেও চাঁদগাজী ভাই অনেক গুনের সমাহারে ভিন্ন মাত্রার মজার একজন মানুষ। কখনও কখনও তার কোন কোন লেখা দেখে হয়তো তার প্রতি মনে মনে রাগ অনুভব করি, তবু তাকে পছন্দ করি অনেক। সর্বোপরি তিনি সাহসী। অন্যের শুভাকাঙ্খী। ব্লগারদের প্রেরনার বাঁতিঘর। তাকে সনেটে আবদ্ধ করায় কৃতজ্ঞতা কবি ফরিদ আহমদ চৌধুরীর প্রতি।

৩১ শে মে, ২০১৭ সকাল ১০:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এটা তাঁকে নিয়ে লেখা দ্বিতীয় সনেট। আমি তার কষ্টটা অনুভব করি। আর মানুষের মতভেদতো সাগরের মতো। কাজেই তাঁর কিছু কথায় অমত থাকতেই পারে। তাই বলে তাঁর গুনকে অস্বীকার করা যায়না।

২৪| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উনার সাহস আছে। আমার প্রিয় ব্লগার।


আপনাকে সালাম। রোজা কেমন যাচ্ছে?

দোয়া কাম্য।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ওয়ালাইকুম সালাম। রোজার মতো প্রিয় জিনিস আর নেই। সম্ভবত ক্লাশ থ্রি থেকে সব রোজা রাখি। তবে নফল রোজা মোটেও রাখিনা। আলহামদুলিল্লাহ-সময় গড়িয়ে অনেক দূর এসেছে। ক্রমেই মনে হয় ফেরার পথের দিকে এগিয়ে যাচ্ছি।
আর চাঁদগাজীর মন্তব্যহীন আমার কোন পোষ্ট আছে কিনা আমার মনে পড়ে না। শুরু থেকেই তিনি আমার সাথে আছেন। আমার ব্লগিং এর প্রেরণার মূল উৎস মূলত চাঁদগাজী। আরেক জন আছে মহাসমম্বয় নামে, বেচারা নাস্তিক ছিল। এখন আর পোষ্ট দিতে দেখিনা। আমাকে ফেসবুক থেকে ব্লগে তাড়ায়ে এনে নিজেই কোথায় হারিয়েছে কে জানে?

২৫| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ১:১২

মো সজীব হাসান খাঁন বলেছেন: ভালো লাগছে প্রিয় কবি, গাজী ভাইয়ের সঠিক মূল্যায়ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.