নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কবি শাহরিয়ার কবীর

০১ লা জুন, ২০১৭ সকাল ৮:৩৬



শাহরিয়ার কবীর, ধূসর স্মৃতির
অনুভূতির কবিতা স্নায়ুতে ছড়িয়ে
অন্তারালের প্রতিভা মায়ায় জড়িয়েে
ইন্দ্রজালিক সৃষ্টির পিছনে ছুটেন।
মহাকালের মোহনা কবিতা প্রীতির
নিরবতার ধ্যানস্ত আকুতি ভরিয়ে
কাব্যান্তরের জঞ্জাল জঙ্গল সরিয়ে
সুহাস্য কবি সকল মুগ্ধতা লুটেন।

প্রফুল্লতায় আপ্লুত জনতা বিরল
ছন্ধবদ্ধতা আয়েশে থাকেন নির্বাক
আহা কি স্নিগ্ধ মায়ার কবিতা নির্মল
অকল্পনীয় সুখেতে সবাই অবাক।
মনুষ্য বটে আপনি হে কবি প্রশান্ত
চলুক তবে কাব্যের এ যাত্রা নিরন্ত।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ পাঁচ তিন তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৪৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৭ সকাল ১০:৫৯

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: একের পর এক চমৎকার সনেট উপহার দিয়ে যাচ্ছেন।
মাহে রমজানের গানের কথাও ভালো লেগেছে। সুর দিতে পারলে আরো ভালো লাগতো।
নিরন্তর শুভকামনা কবি।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হয়ত আপনাদের দোয়াতে আল্লাহ দয়া করছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন -আমিন।

২| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:০৩

নয়ন কীর্তনীয়া বলেছেন: খুব সুন্দর কবিতা

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ।

৩| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:১৭

নতুন নকিব বলেছেন:



কবি শাহরিয়ার কবির কোথায়?

তাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না!

প্রানঢালা ধন্যবাদ প্রিয় দুই কবিকেই।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার বিগত কয়েকটি পোষ্ট মন ভরে উপভোগ করলাম। সুতরাং অভিনন্দন আপনাকেও।

৪| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৩০

মোস্তফা সোহেল বলেছেন: শাহরিয়ার ভাই আমারও প্রিয় একজন কবি।
শুভ কামনা ভাই আপনার এবং শাহরিয়ার ভাই দুজনের জন্যই।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর আপনার জন্য্ও শুভকামনা নিরন্তর।

৫| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৫৫

ধ্রুবক আলো বলেছেন: শাহরিয়ার ভাই শুধু যে আমার প্রিয় একজন সহব্লগার কবি তা নয়, উনি সকলেরই প্রিয়।
দুজনের জন্যই শুভ কামনা রইলো অনেক।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

৬| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ হয়েছে এবারও। সনেটে মুগ্ধতা কবি, মুগ্ধ কবিতা গাঁথুনিতে, মুগ্ধতা কবিতার কথামালায়, শ্রদ্ধা কবির সম্মানে।

কৃতজ্ঞতা রইল ভাই। সামু ব্লগেজুড়ে মমত্ববোধ জেগে থাকুক অনন্তকাল।

শুভকামনা আপনার জন্য।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর সকলের প্রিয় কবি হিগসেবে আপনার জন্য অনেক শুভ কামনা।

৭| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: মনুষ্য বটে আপনি হে কবি প্রশান্ত
চলুক তবে কাব্যের এ যাত্রা নিরন্ত।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার উপস্থিতি আমার জন্য আনন্দদায়ক কেন বুঝতে পারছিনা। শুভেচ্ছা নিরন্তর জনাব।

৮| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


উনি কি প্রেমের কবি?

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেকটা সেরকম।

৯| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:৪৮

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । +++++
দুজনকেই শুভকামনা।

০১ লা জুন, ২০১৭ রাত ৯:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্যও শুভকামনা প্রিয় কবি।

১০| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:১০

কলিমুদ্দি দফাদার বলেছেন: ব্লগে অনেক কবি আছে। তবে শখের বসে কয়েকবার লিখা খারাপ নাহ। কিন্তু আপনি একজন নিয়মিত কবি হয়ে গেছেন দেখছি।একজন ব্লগার হিসেবে আপনার রাজনৈতিক আর ধর্মীয় দর্শন ও তার যুক্তিসহ পোস্ট গুলো পড়ে ই বেশি মজা পাই।

০১ লা জুন, ২০১৭ রাত ৯:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একেক জনের পছন্দ একেক রকম। আপনার প্রিয় পোষ্ট গুলো যাদের বিপক্ষে যায় তারা আবার সে গুলো অপছন্দ করে। তারা আমাকে সে গুলো লিখতে হুমকি দিয়েছে। ভাবছি তারা রিপোর্ট করলে আবার না সামু আমাকে ব্লক মেরে দেয়।

১১| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৪১

কল্লোল পথিক বলেছেন:

দুজনের জন্যই শুভকামনা।

০১ লা জুন, ২০১৭ রাত ৯:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্যও শুভকামনা নিরন্তর।

১২| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

উম্মে সায়মা বলেছেন: বাহ এবার তবে শাহরিয়ার কবীর ভাইয়ের পালা? বেশ লিখেছেন। আপনি জিনিয়াস ফরিদ ভাই :) শুভ কামনা রইল।

০১ লা জুন, ২০১৭ রাত ৯:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্যও শুভ কামনা নিরন্তর।

১৩| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
এ অধমকে নিয়ে কিছু লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,ভাই ।

শুভ কামনা রইল ।

০১ লা জুন, ২০১৭ রাত ৯:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি অধম হলেতো আমি এত্ত কষ্ট করে আপনার নামে সনেট লিখতামনা। আপনি গুনী বলেই এটা আপনার প্রাপ্য উপহার।

১৪| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:২৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ভাল লাগল ।

০১ লা জুন, ২০১৭ রাত ৯:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগার জন্য শুভেচ্ছা নিরন্তর।

১৫| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৪

নাগরিক কবি বলেছেন: শাহরিয়ার কবিরের যাত্রা পথ যেনো আরো সুন্দর হয়, আমি সে কামনাই করবো। B-) প্রিয় সনেট কবির সনেট ও সুন্দর :)

০১ লা জুন, ২০১৭ রাত ৯:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যে জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

১৬| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: দুপুরে মন্তব্য করার চেষ্টা করেছিলাম কিন্তু লগইন হচ্ছিল না।। ধন্যবাদ

০১ লা জুন, ২০১৭ রাত ৯:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার এ আন্তরিকতায় আমি মুগ্ধ।

১৭| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
নতুন নকিব ভাই আমি এসে পড়েছি !!! ;)

০১ লা জুন, ২০১৭ রাত ৯:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১৮| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:১৫

ভ্রমরের ডানা বলেছেন:



শাহরিয়ার কবীর, ধূসর স্মৃতির
অনুভূতির কবিতা স্নায়ুতে ছড়িয়ে
অন্তারালের প্রতিভা মায়ায় জড়িয়েে
ইন্দ্রজালিক সৃষ্টির পিছনে ছুটেন।
--- চমৎকার বলেছেন। আমার মনের মতই!


সনেটে আপনার হাত দুর্দান্ত হয়েছে সুপ্রিয় সনেটকার। এবার কিছু সনেট আমাদের ভিন্ন আংগিকে দিবেন সে আশায় রইলাম!

০১ লা জুন, ২০১৭ রাত ১০:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য অনুপ্রেরণা হয়ে থাকল প্রিয় কবি।
আমি চাই এসব সনেটের সাথে যাদের নিয়ে সনেট তাদের সংক্ষীপ্ত জীবনী ও তাদের সেরা প্রেজেন্টেশন সহযোগে পুস্তক বের হোক। কোন প্রকাশনী উদ্দৌগ নিলে আমি প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত আছি। তবে এখন আপতত আমার একার পক্ষে এ উদ্দৌগ বাস্তবায়ন করা কঠিন।
আপনি ভাবুন এতে কিন্তু ভাল পুস্তক হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৯| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:১১

ভ্রমরের ডানা বলেছেন:
অবশ্য ই সম্ভব! আমি আপনার সাথে একমত! হয়ত ভবিষ্ণু কালে এবিষয় নিয়ে উদ্যোগ নেওয়া যেতে পারে!

০১ লা জুন, ২০১৭ রাত ১০:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: স্বপ্ন বাস্তবায়নের অপেক্ষায় থাকলাম। আর সে জন্য প্রাথমিক কাজটা সেরে রাখছি।

২০| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:৪৩

শাহারিয়ার ইমন বলেছেন: বেশ লাগল কবি 8-|

০১ লা জুন, ২০১৭ রাত ১০:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।

২১| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ছন্দের সমাহারে প্রস্ফুটিত হলো
প্রিয় এক ব্লগারের নাম।
ধন্যবাদ চৌধুরীভা্ই-কে দিয়ে
হর্ষরবে করি তার সুনাম।

০১ লা জুন, ২০১৭ রাত ১০:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কাব্য মন্তব্য দারুন লাগল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:০৪

তপোবণ বলেছেন: ফরিদ ভাইকে ধন্যবাদ দারুণ সব সনেট উপহার দেয়ার জন্য। যাদের নিয়ে লিখেছেন তারা এবং আপনি; আপনারা সকলেই আপন মহিমায় উজ্জ্বল। বজায় থাকুক এই ভাতৃত্ববোধ সকলের মাঝে সব সময়। আপনার আরো কিছু সনেটের আশায় থাকলাম। কিছু ভিন্ন রসের আশায়। ভাল থাকুন কবি।

০২ রা জুন, ২০১৭ রাত ১২:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্যগুলো অনুপ্রেরণা দায়ক। এতে কাজের স্পৃহা বাড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.