নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নাগরিক কবি সমাচার

০২ রা জুন, ২০১৭ সকাল ১০:২৪



কবি একটি মৌলিক অটোগ্রাফ তবে,
এটা শুধুই বিনম্র নাগরিক কবি।
তাঁর বাঁচার সাহস আঁধারের ছবি
যাতে মৃত্যুরা হারায় বেঁচেথাকা বাঁচে।
কবি, কুশল জিজ্ঞাসা প্রতারণা হবে?
কেন এমন ভাবনা? ষড়যন্ত্র সবি?
চাঁদ জোছনা আলোক নীলাকাশ রবি
কাটে হতাশা নিয়ত, আনন্দেরা নাচে।

বহে বিরহ ধারায় মিলনের স্রোত
পড়ে উপেক্ষা আক্ষেপ অবিরাম চাপা
ক্রোধ জাগায় জাগ্রত বিবেকের ব্রত
ক্লান্ত নয়নে বিজয় বারতার ছাপা-
নাহ নিষিদ্ধ অক্ষরে দস্তখত নয়
কবি, হবেই বিপ্লবে তারণ্যের জয়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

বিঃদ্রঃ নাগরীক কবির কবিতায় গভীরতা বেশী। তাই তাকে নিয়ে লেখা কবিতায় গভীরতা দিলাম। এবার পাঠক ডুবে না মরলেই হয়।

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ সকাল ১১:১০

নাগরিক কবি বলেছেন: আমি সত্যি একটি বিপ্লবের স্বপ্ন দেখি, যেখানে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা আর অন্যায় কে অন্যায় বলে প্রতিরোধ করা হবে। আমি স্বপ্ন দেখি সেই অবহেলিত মানুষদের নিয়ে যারা মানবতা নামক এক ডুমুরের ফুলের দিকে তাকিয়ে থাকে। মানবতার বুলি আউড়ানো মানুষ গুলো সব পোশাকের আড়ালে মানুষের মনুষ্যত্ব কে নগ্ন করছে।




অত্যন্ত ধন্যবাদ আমকে ও ব্লগে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কামনা আপনার স্বপ্ন সত্য হোক প্রিয় কবি।

২| ০২ রা জুন, ২০১৭ দুপুর ১২:৪৪

হাতুড়ে লেখক বলেছেন: সুন্দর।

০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।

৩| ০২ রা জুন, ২০১৭ দুপুর ১২:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার প্রিয় কবি প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রইল ।


খুব সুন্দর লিখেছেন, ভাই।

০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

৪| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্য বুঝতে কষ্ট হচ্ছে!
তবে দারুন কিছু হয়েছে এমন মনে হচ্ছে। B-) B-)

০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় জিনিয়াসের জিনিয়াস লেখক ও কবি।

৫| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:১৭

নতুন নকিব বলেছেন:



Many thanks, dear poet.

Who is after him?

Continue please.

০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:



কবি নতুন নকিব
মনের আকুতি দীপ্ত সত্যের প্রকাশ
খাটেন সে লক্ষ্যে কবি নতুন নকিব
সে বুঝে সত্যকে যার উত্তম নসিব
অভাগা তলিযে যায় মিথ্যার সাগরে।
কবির সম্মুখে নীল সাধনা আকাশ
সেথায় আছেন কবি সতেজ সজিব
যেন কি নবাব কোন রহিলা নজিব
তলাতে দিবেনা সত্যে আঁধারে বেগরে।

মিথ্যাকে পুতায় পিষে পাটায় বাটেন
করুণা ভিক্ষায় মিথ্যা মস্তক নোয়ায়
সত্যের জন্যেতে কবি এমন খাটেন
পৃখিবী ভরিয়ে দেন সত্যের শোভায়।
দেখনা মানুষ চেয়ে আলোর মশাল
নতুন নকিব পিছে জনতা বিশাল।

রহিলা নজিবঃ ভারতের রহিল খন্ডের নবাব, পানি পথের তৃতীয় যুদ্ধের অন্যতম বীর সেনাপতি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ পুঁথি সনেট

৬| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৫:৪৯

তারছেড়া লিমন বলেছেন: নান্দনিক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

০২ রা জুন, ২০১৭ রাত ১০:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা।

৭| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

ধ্রুবক আলো বলেছেন: দুজনকেই অনেক শুভ কামনা রইলো,

এরকম কবিতার গভীরতায় ডুবে গেলেও শান্তি।

০২ রা জুন, ২০১৭ রাত ১০:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এরকম কবিতার গভীরতায় ডুবে গেলেও শান্তি। দারুন বলেছেন।

৮| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এবারও চমৎকার লিখেছেন প্রিয় কবি। আপনার এইরকম উৎসাহিত পর্বে শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা দুজনের প্রতিই।

০২ রা জুন, ২০১৭ রাত ১০:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার উপস্থিতি ভাল লাগল। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৯| ০৩ রা জুন, ২০১৭ রাত ২:৩৮

উম্মে সায়মা বলেছেন: নাগরিক কবি ভাইয়ের কবিতার মত আপনার সনেটও একটু কঠিন হয়েছে। আপনি পারেনও! শুভ কামনা দুজনের জন্যই।

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চিন্তা করলাম গভীর কবিকে হাাঁটু সমান পানিতে দাঁড় করিয়ে রাখলে কেমন হয়!

১০| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৮:৫০

মোস্তফা সোহেল বলেছেন: নাগরিক কবির কবিতায় আসলেই অনেক গভীরতা থাকে।শুভ কামনা রইল তার জন্য ।
ধন্যবাদ ভাইয়া।

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুধুই কি গভীরতা? এক্কেবারে ডুবে মরার পালা!

১১| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


নগরবাসী কন্ঠ, নগরবাসীর অনুপ্রেরণা

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ইস এ কথাটা আগে পেলেতো কবিতার কাজে লাগিয়ে দেওয়া যেত।

১২| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:৩৩

নতুন নকিব বলেছেন:



Many thanks again. I'm facing some problem to write using bengali.

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার সমস্যা দূর করুন।

১৩| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:৫৫

চিন্তক মাস্টারদা বলেছেন: দেখা গেলো নাগরিক কবির প্রশংসা করতে গিয়ে আপনিও তার মত হওয়ার চেষ্টা করছেন, তবে পারেনও বটে।

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল কবির অনুসরন দোষনীয় নয়।

১৪| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:৫৭

চিন্তক মাস্টারদা বলেছেন:
শুভকামনা রইলো উভয়ের জন্য

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা।

১৫| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১১:১৭

নীলপরি বলেছেন: এটাও ভালো লাগলো । দুজনকেই শুভকামনা ।

০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ভাল লেগেছে এটা অনেক কিছু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.