![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনেতে বিজন রয়, বনেতে যে নয়
কাকলী কেমন তুমি? কি চাও হেথায়?
এ কবি এমন নয়। কবির ভাবনা
সুতীব্র গতিতে ছুটে অন্যায় তাড়নে।
কাকলী নারীর প্রেম নিশির শিশির
ঝরেই হারিয়ে যায় মাটির অতলে,
এ কবি বিজন রয়, আসক্ত না এতে,
মানব প্রেমেতে পাবে কবির হৃদয়!
একান্ত চাওকি তাঁকে? কাকলি তা’বলি-
খুঁজবে কল্যাণ কর কাজের নিলয়,
সেথায় আসবে কবি, জুটবে কপালে
তখন সান্যিধ্য সুখ। দেখবে কি আহা!
দোলায় দোলায় দোলে, আনন্দ চন্দ্রিমা!
এভাবে কখনো প্রেম আগায় সম্মুখে।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
কবিতা সম্পর্কে কবি বিজন রয় বলেছেন
হাঁ ঈশ্বর শেষ পর্যন্ত আমাকেও!!
অনেক নতজানু হলাম, গুঁটিসুটি স্থির! মৃত্তিকার কাছাকাছি পৌঁছে দিলেন আমাকে, এখন আমি সম্প্রীতির জলে সবার হৃদয় ভিজিয়ে দিতে পারি। আমি এক অর্ধকবি, অসম্ভবের দরজা খুলে বসে আছি, সেই স্বপ্নলোকের শুভবার্তা নিয়ে........... আজ যে সত্যিই আমি এক পূর্ণকবির ভালবাসায় অস্তিত্বময় হয়ে উঠলাম!!!
কে বলেছে বন্ধু আমাকে এত সুখ দিতে?
কে বলেছে বন্ধু আমায় এত প্রীতি ঢালতে!!
আজ আমার ভিতরে কোন বিপন্নতা নেই, আমার হৃদয়ে কোন নিঃস্বতা নেই, কোন দুঃস্বপ্ন নেই, আমার অন্তর্গত নিঃশ্বাসে কেবল
হৃদ্যতার ফল্গুধারা। আজ আমার সব অশ্রু দিকবদলের প্রীতিকুসুম, আজ আমার সব অহমিকা বন্ধত্বের উষ্ণতা, আজ আমার সব দীর্ঘশ্বাস প্রিয়তার মাধুর্য!!
আমাকে নিয়ে লিখলেন দেখে তাৎক্ষনিকভাবে আমার মনের কিছু উপলব্ধি বা অনুভূতি প্রকাশ করলাম।
আপনার বা আপনাদের ভাল লাগবে কিনা জানিনা।
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর মন্তব্য।
২| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২১
প্রতিভাবান অলস বলেছেন: ভালো লেগেছে
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।
৩| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
প্রতিভাবান অলস বলেছেন: শুভেচ্ছা সাদরে গ্রহন করা হলো
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার প্রতিভা টের পাচ্ছি। তবে দ্রুত প্রতি মন্তব্য করায় অলস হওয়ার ব্যাপারে যথেষ্ট সন্দেহ তৈরী হলো।
৪| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
বিজন রয়ের কবিতায় সমাজ, প্রকৃতি, মানুষ, ভালোবাসা সবকিছুর ছোঁয়া আছে।
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন। তবে ইদানিং আপনাকে বেশ মিস করছি।
৫| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
প্রতিভাবান অলস বলেছেন: ব্লগে নতুন হলে যা হয় আর কি। কাজ কাম নাই। তিন দিন পার হয়ে গেলো তবু প্রথম পাতায় লিখতে দিলোনা। ামামার পোস্টে আপনিই প্রথম মন্তব্য করেছিলেন, সেই কৃতজ্ঞতায় আপনার সব পোস্পে ঢুঁ মারতেসি
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তিন দিনের কথা আর বলবেন না। এদের তিন দিন যে ক’দিনে শেষ হয় বলা মুশকিল। আমিও প্রথম পাতায় নেই, তাই বলে বসে নেই। সুযোগ যা পাওয়া যায় তাই কাজে লাগাতে হয় আর কি?
৬| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:০২
সত্যের ছায়া বলেছেন: সুন্দর হয়েছে। পোষ্টে লাইক মারছি।
১২ ই জুন, ২০১৭ রাত ১০:০৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নেক খুশী হলাম জনাব।
৭| ১২ ই জুন, ২০১৭ রাত ১০:০৫
কুঁড়ের_বাদশা বলেছেন:
বিজন দাদা নিয়ে অসাধরণ কবিতা লিখেছেন বড়ভাই। পড়ে ভালো লাগলো ।
আর, এ কুঁড়ের_বাদশা’কে নিয়ে কিছু একটা লেখার আশা রাখি ।
১২ ই জুন, ২০১৭ রাত ১০:০৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার প্রেজেন্টেশন চমৎকার। গবেষণা চলছে।
৮| ১৩ ই জুন, ২০১৭ রাত ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কবি বিজন রয় এবং আপনাকে অভিনন্দন ।
১৩ ই জুন, ২০১৭ সকাল ৯:৩১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।
৯| ১৩ ই জুন, ২০১৭ রাত ৩:৪৯
ওমেরা বলেছেন: এক কবি কবিতা লিখে আরেক কবিকে । দুই কবিকে শুভেচ্ছা ।
১৩ ই জুন, ২০১৭ সকাল ৯:৩২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।
১০| ১৩ ই জুন, ২০১৭ সকাল ৯:১৩
বিজন রয় বলেছেন: শুভসকাল।
আপনার এই পোস্ট গতকাল ৪.৪৯ মিনিটে, তখন আমি নেট এবং কম্পিউটার থেকে অনেক দূরে। আর রাত্রেও সময় পাইনি। এখন সকালে ব্লগে এসে দেখি আপনার এই পোস্ট জ্বলজ্বল করছে।
কিন্তু আপনার চাওয়ামতো আমি প্রথম মন্তব্য করতে পারিনি। সেটা কেন নিশ্চয়ই এখন বুঝতে পারছেন।
সনেট কবিতা!!
আপনি কবিতা লিখছেন, সেটা সনেট হোক, অমিত্রাক্ষর হোক, অক্ষরবৃত্তের হোক, মাত্রাবৃত্তের হোক আর পয়ারের হোক, এসব আমার কাছে বড় কথা নয়, আমার কাছে বড় বিষয় হলো আপনি লিখছেন, আপনি সৃষ্টি করছেন। আমার কাছে প্রত্যেক সৃষ্টিই শ্রেষ্ঠ্য।
আর যেহেতু আমাদের জন্ম এই সময়ে তাই কবিতা যে সেসময়ের বেঁধে দেওয়া নিয়ম-কানুনের মধ্যে হতে হবে এই রীতিতে আমি বিশ্বাস করিনা। আমার কাছে বিষয়টি এই, আমি যা সৃষ্টি করবো তা যেন মানুষের কাছে ভাললাগে, তা যেন মানুষের কাজে লাগে।
তাই কবিতা লেখার ব্যাপারে আমি অত নিয়মের মধ্যে থাকতে চাই না।
আপনি লিখুন। আপনার মন যা চায় তাই লিখুন।
আপনি অনেকদিন থেকেই এই ব্লগের ব্লগারদের নিয়ে এই ধরনের কবিতা লিখে পোস্ট করছেন। আপনি ব্লগ নিয়ে, ব্লগারদের নিয়ে যে ভাবছেন, চিন্তা করছেন, তাদেরকে নিয়ে নতুন সৃষ্টি করছেন, আমার কাছে এটাই সবচেয়ে ভাল লাগছে। এটা অব্যাহত থাকবে বলে আশারাখি।
অনেক নামী-দামি ব্লগারদের মাঝে আমিও যে আপনার সৃষ্টিতে স্থান পেলাম, এবং সেই সৃষ্টিকে যে ব্লগে পোস্ট করে সবার মাঝে ছড়িয়ে দিলেন তার জন্য আমি আপনার নিকট কৃতজ্ঞ।
ভাল থাকুন।
অনেক অনেক শুভকামনা।
১৩ ই জুন, ২০১৭ সকাল ৯:৪০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যিনি বলেছেন তিনি সনেট নিয়ে সমস্যার কথা বলেননি। পাঠ্য পুস্তকের কপোতাক্ষ নদের টিকায় যা লিখা ছিল সে অনুযায়ী আমি এতো দিন সনেট লিখেছি। এখন শুনছি অমিত্রাক্ষর হতে হলে অন্তমিল থাকা চলবেনা। আর এর উদাহরণ নাকি মেঘনাদ বদ কাব্য। তো আপনাকে নিয়ে লিখা সনেট মেঘনাদ বদ কাব্য ছন্দে লিখলাম। আসলে আমি যেকোন ছন্দ মিল অমিল সব রকমেই সনেট লিখতে পারি। তবে এটা বুঝি যে কাব্যমান আরো বাড়াতে হবে।
আপনার মন্তব্য পারফেক্ট হয়েছে। মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।
১১| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদ্যতার ফল্গুধারা। আজ আমার সব অশ্রু দিকবদলের প্রীতিকুসুম, আজ আমার সব অহমিকা বন্ধত্বের উষ্ণতা, আজ আমার সব দীর্ঘশ্বাস প্রিয়তার মাধুর্য!!
কবির বাক্যেই কবির প্রতি নৈবদ্য।
আপানাক্েও শুভেচ্ছা বিজনদাকে নিয়ে দারুন কাব্য লেখায়
+++++++
১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:০৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর আপনার জন্য অফুরন্ত শুভেচ্ছা।
১২| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:১৮
বিজন রয় বলেছেন: হা হা হা ............
আমি অন্য কারো কথার জন্য সনেট বা কবিতা নিয়ে কথা বলিনি আমার আগের মন্তব্যে, আমি শুধু বলেছি কবিতা সম্পর্কে আমি যে ধারণা পোষণ করি তার সামান্যটুকুই।
আমরা পোস্টের ভিতরেই থাকি।
আবারো শুভকামনা।
১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:১০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্যও শুভকামনা।
১৩| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৫
নতুন নকিব বলেছেন:
বিজন দাকে নিয়ে লিখেছেন বলে কৃতজ্ঞতা অশেষ।
অভিনন্দন দুই কবিকে।
ভাল থাকুন অহর্নিশ।
১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্যও অনেক অভিনন্দন প্রিয় কবি।
১৪| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বারবরের মতোই মুগ্ধতা এবারও। তবে দিনদিন আপনার সনেট যে আরও উন্নত হচ্ছে সেটা অস্বীকার করার কোন কায়দা নেই আমার কাছে। আপনার কবি সত্তায় সবসময় শ্রদ্ধা রাখি আমি ভালোবাসার সাথে।
সুপ্রিয় বিজন রয় দাদাকে নিয়ে লেখা সুপ্রিয় কবির সনেট বলেই বলছি না, আপনি সত্যিই জিনিয়াস। কামনা প্রত্যাশা সবই আপনার জন্য সবসময়। ব্লগের প্রাণভ্রমরে পরিণত হচ্ছেন নিজ গুণে।
আমি সনেট লেখার চেষ্টা একবার করেছিলাম, কেউ সনেটই ভাবতে পারেনি, আমিও ভয়ে আর বলিনি আর চেষ্টাও করিনি কখনো। তবে বুঝতে পারি সনেট লিখাটা কতটা কষ্টসাধ্য। আপনি সহজেই লিখতে পারেন, সেটা আপনার ঐশ্বীক প্রদত্ত গুণ বলেই মনে করি। চলতে থাকুক অবিরত।
শুভকামনা দুজনের প্রতিই সবসময়।
১৩ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি সনেট লেখার চেষ্টা একবার করেছিলাম, কেউ সনেটই ভাবতে পারেনি, আমিও ভয়ে আর বলিনি আর চেষ্টাও করিনি কখনো। অবশেষে আপনার সেই কবিতা সনেটে পরিণত হলো। এবার আপনি নীচের প্রতিউত্তর থেকে তা মিলিয়ে নিন।
১৫| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
লগ্ন -
নদী-ঘাটে ভর দুপুরে কলসি কাঁখে,
জল আনিতে যাও কন্যা সখির সনে।
হাস্য-উজ্জল মুখটি যেনো ঝর্ণা ঝরে,
মিষ্টি মধুর কথায় যেনো মুক্তা পড়ে ;
মৌন-নদে বইছে পানি কল কলিয়ে।
অঙ্গ ভরা যৌবন যেন-দোলে বাতাসে,
প্রেমো হাওয়া লাগলো বুঝি এ-বসন্তে;
বিস্ময়েতে উদাস দেখা, দুচোখ মোহে।
প্রিয় মুখ দেখে আমার হৃদয় নাচে,
বন্ধু ছাড়া কাঙ্ক্ষিত এই সুখ-বসন্তে;
হিজল ডালে কোকিল ডাকে দূর-বনে,
বিরহে দাহ প্রহর গুলো, মন ফাগুনে।
হৃদয় পোড়া কভু কি আর থামে জলে,
লগ্ন বুঝি মন ভাসাতে প্রেমের বানে।
বড়ই হাস্যকর চেষ্টা ছিল আমার!!!!
১৩ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
কবি নঈম জাহাঙ্গিরের ‘লগ্ন’ কে সনেটে রূপায়ন
গা-জুড়াতে ঘাটে বসি, কলসিটি কাঁখে
নদী ঘাটে আসে কন্যা, সখিগন সনে
হাস্য মুখ, যেন কোন, ঝর্ণা জলে ধোয়া
মধুময় কথামালা মুগ্ধ করে মন।
হে নয়ন, এ লগ্ন এ বসন্তের বায়
দেখ দেখি মৌন-নদ কল কল বহে,
কন্যা যায় টলমলে কচি-কাঁচা দেহ
সে দিকেই চেয়ে আছে, দুরাচার এক!
কি সুন্দরী! যৌবনেতে দেহখানি ভরা,
কূ-দৃষ্টির ঘেরা টোপ তারে ঘিরে ধরে
কন্যা দেহে অপলক, অনা সৃষ্টি কত!
ওরে বেটা শয়তান, অসভ্যের গুরু!
বিনাশিতে এ জীবন ওরে কেরে তুই?
জেনে রাখ, এ আমার জীবনের সব।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
১৬| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:০৪
সামিয়া বলেছেন: বিজন রয় এর কবিতা আমি পছন্দ করি, তাকে নিয়ে আপনার লেখা কবিতা ও অসাধারণ হয়েছে।
১৩ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিজন রয় এর কবিতা আমিও পছন্দ করি
১৭| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:২২
ধ্রুবক আলো বলেছেন: বিজন রয় নিঃসন্দেহে খুব ভালো একজন মানুষ, উনার মত একজন মানুষকে নিয়ে এই সুন্দর সনেট লিখেছেন ব্লগ আলোকিত হয়েছে, অনেক ধন্যবাদ।
দুই কবিকেই অশেষ শুভ কামনা জানাই, ভালো থাকুন নিরন্তর...
লিখে যান অনন্তকাল।
১৩ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশ্য আপনার লেখাও আমরা বেশ উপভোগ করি।
১৮| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৭
কানিজ রিনা বলেছেন: ভাল লাগল বিজন রয়কে নিয়ে লিখেছেন
অসংখ্য ধন্যবাদ।
১৩ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মতো গুনিজন মন্তব্যে ধন্য হলাম।
১৯| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ সনেট গুণ আপনার।
আপনার জন্য শুভকামনা সবসময় অন্তরে পোষণ করি হে প্রিয় কবি।
শ্রদ্ধা ভালোবাসা জানবেন সবসময়।
১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ‘কবি নঈম জাহাঙ্গিরের ‘লগ্ন’ কে সনেটে রূপায়ন’ প্রিয় কবি আপনার লগ্ন ও এর সনেট রূপায়ন এক সঙ্গে পোষ্ট করেছি। আপনার মন্তব্য প্রথমে চাই।
২০| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:২২
অর্ক বলেছেন: ভাল লাগলো। একটা ভুল বানান খুব চোখে পড়ছে,
[সেথায় আসবে কবি, ঝুটবে কপালে]
হবে জুটবে।
১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঠিক করেছি। অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি নজরে আনায়।
২১| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:৪০
বিজন রয় বলেছেন: যারা আমার জন্য শুভকামনা করেছেন, তাদের সবাইকে এবং ফরিদ ভাইকে অফুরন্ত ভালবাসা।
সবাই ভাল থাকুন।
১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি, পাঠক আপনাকে মন থেকে ভালবাসে এটা চমৎকার বিষয়। আপনার প্রতি পাঠকের ভালবাসা আমি আমার ব্লগিই পাব তা’ আমার জন্য অনেক আনন্দ দায়ক। আমি অনেক আগেই আপনার প্রতিভা ও রুচিবোধে আকৃষ্ট হয়েছিলাম। আরো অনেকের প্রতিও আকৃষ্ট হয়েছি যা কালক্রমে হয়ত কবিতায় প্রকাশ করার আশারাখি। আর ইচ্ছা আছে যারা বেশি প্রিয় তাদের নিয়ে তিনটি করে সনেট রচনার।
২২| ১৪ ই জুন, ২০১৭ রাত ৮:৪৫
ডঃ এম এ আলী বলেছেন: আমার প্রিয় দাদাকে নিয়ে সুন্দর কবিতা
অভিনন্দন রইল দুজনের তরে ।
১৫ ই জুন, ২০১৭ রাত ১০:৪৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবি বিজন রয় পাঠকের মনে স্থান করে নেওয়ার মতো অনেক কবিতাই লিখেছেন। সংগত কারণে তিনি পাঠক প্রিয়তা পাচ্ছেন। আর এ পাঠক প্রিয়তা তাঁর অধিকার, কারো করুণা নয়।
২৩| ১৬ ই জুন, ২০১৭ রাত ২:৩৫
উম্মে সায়মা বলেছেন: বিজনদা খুব অমায়িক একজন ব্লগার। তাকে নিয়ে সনেট লেখায় ভালো লাগছে। দুজনের জন্য শুভ কামনা।
১৬ ই জুন, ২০১৭ রাত ৩:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাঁকে আমার ও যথেষ্ট অমায়িক মনে হয়েছে।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪১
মো সজীব হাসান খাঁন বলেছেন: অনেক সুন্দর কবিতা।