নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কবি নাঈম জাহাঙ্গীর নয়নের ‘লগ্ন’ কবিতার সনেটে রূপায়ন

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০১



গা-জুড়াতে ঘাটে বসি, কলসিটি কাঁখে
নদী ঘাটে আসে কন্যা, সখিগন সনে
হাস্য মুখ, যেন কোন, ঝর্ণা জলে ধোয়া
মধুময় কথামালা মুগ্ধ করে মন।
হে নয়ন, এ লগ্ন এ বসন্তের বায়
দেখ দেখি মৌন-নদ কল কল বহে,
কন্যা যায় টলমলে কচি-কাঁচা দেহ
সে দিকেই চেয়ে আছে, দুরাচার এক!

কি সুন্দরী! যৌবনেতে দেহখানি ভরা,
কূ-দৃষ্টির ঘেরা টোপ তারে ঘিরে ধরে
কন্যা দেহে অপলক, অনা সৃষ্টি কত!
ওরে বেটা শয়তান, অসভ্যের গুরু!
বিনাশিতে এ জীবন ওরে কেরে তুই?
জেনে রাখ, এ আমার জীবনের সব।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

কবি নাঈম জাহাঙ্গীর নয়নের ‘লগ্ন’ -

নদী-ঘাটে ভর দুপুরে কলসি কাঁখে,
জল আনিতে যাও কন্যা সখির সনে।
হাস্য-উজ্জল মুখটি যেনো ঝর্ণা ঝরে,
মিষ্টি মধুর কথায় যেনো মুক্তা পড়ে ;
মৌন-নদে বইছে পানি কল কলিয়ে।
অঙ্গ ভরা যৌবন যেন-দোলে বাতাসে,
প্রেমো হাওয়া লাগলো বুঝি এ-বসন্তে;
বিস্ময়েতে উদাস দেখা, দুচোখ মোহে।
প্রিয় মুখ দেখে আমার হৃদয় নাচে,
বন্ধু ছাড়া কাঙ্ক্ষিত এই সুখ-বসন্তে;
হিজল ডালে কোকিল ডাকে দূর-বনে,
বিরহে দাহ প্রহর গুলো, মন ফাগুনে।
হৃদয় পোড়া কভু কি আর থামে জলে,
লগ্ন বুঝি মন ভাসাতে প্রেমের বানে।

বিঃদ্রঃ লগ্ন কবিতাও চতুর্দশপদী।

মন্তব্য ৩১ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:১৭

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ কবি

১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।

২| ১৪ ই জুন, ২০১৭ রাত ৩:৫৩

মিঃ আতিক বলেছেন: সুন্দর কবিতায় সুন্দর সনেট, সুন্দরে সুন্দরে পাল্লা।

১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যও সুন্দর

৩| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫১

ধ্রুবক আলো বলেছেন: নাঈম জাহাঙ্গীর ভাই খুব ভালো একজন মানুষ, খুব ভালো একজন লেখক, উনি খুব মন খুলে লেখার চেষ্টা করেন। ব্লগেও খুব একটিভ। উনাকে নিয়ে এই সুন্দর দুটি কাব্য, অসাধারণ লাগলো ।

আবারও দুজনকেই অনেক শুভ কামনা জানাই।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।

৪| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৮

বিজন রয় বলেছেন: প্রিয় নাঈমকে নিয়ে লিখলেন।

ভাল করেছেন, নাঈম আজকাল ব্লগঅন্তপ্রাণ।
অনেক সময় দেয় ব্লগে।

কবিতা বড় কথা নয়, আপনি ব্লগারদের এত সন্মান জানাচ্ছেন, এটাতে অাপনি নিজেই সন্মানিত হচ্ছেন।
এটা অব্যাহত থাকুক।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনারা পাশে আছেন বলেই আমিও উৎসাহ পাই।

৫| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এক কবির কবিতার রুপান্তর করলেন আরেক কবি
বাহ,এমন ভাতৃত্যবোধ সকল ব্লগারের মাঝে থাকলে ব্লগ পরিবেশ আরো সুন্দর হয়।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কবিতা নিয়ে মন্তব্য করা আমার পক্ষে দুষ্কর,তাই এ ব্যাপারে চুপ। :(

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভদ্র ঘরের সন্তানেরা এমনটাই বলে!

৬| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৬

নতুন নকিব বলেছেন:



সনেটায়ন অভিনব!

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৯

কাছের-মানুষ বলেছেন: আপনার সনেট লেখার প্রতিভা অসাধারন। ব্লগে এরকম প্রতিভাদর সনেট লেখক আমি খুব একটা দেখি নাই।
ধন্যবাদ সুন্দর সনেটের জন্য।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাদের অনুপ্রেরণা আমার পথ চলার পাথেয়।

৮| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫২

নীলপরি বলেছেন: সাহিত্য বা সঙ্গীতে রিমেক হয়ে থাকে । আপনি সহব্লগার নাঈম জাহাঙ্গীর নয়নের কবিতা রিমেক করলেন দেখে ভালো লাগলো ।

নাঈম অন্তরের আবেগ থেকে লেখেন । ওনার লেখাগুলো তাই আবেগময় প্রেমকাব্য । এটাও সেরকম । যদিও এই লেখাটা আগে পড়িনি । এখনই পড়লাম ।

আপনার সনেট ভালো হয়েছে । তবে বিষয়বস্তু বদলে গেছে ।
সে দিকেই চেয়ে আছে, দুরাচার এক! -- বোধহয় এখান থেকে ।
যতদূর মনে হয় কবি নাঈমের কবিতায় এক কোনো প্রেমিক কথক তাঁর নীরব প্রেমের স্মৃতিচারণ করছে । কোনো ভিলেন নেই । তবে আমার বোঝার ভুলও হতে পারে ।

দুজনকেই শুভকামনা ।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভিলেন আমি যোগ করেছি নায়কের আবেগের তীব্রতা বাড়ানোর জন্য।

৯| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবি চৌধুরী ভাই আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা দিনদিন বাড়িয়ে চলেছেন নিজের অসাধারণ গুণে প্রতিনিয়ত। কাব্যরসিক প্রিয়ভাজন হয়ে থাকুন ব্লগ জুড়ে এমনটাই প্রত্যাশা সবসময় মনে পোষী। সবচেয়ে কঠিন জিনিসটি আপনি খুব সহজেই করতে পারেন এটা আপনার ঐশ্বীক গুণ মনে হয়ে আমার কাছে। আল্লাহ্ আপনাকে নিজেই দিয়েছেন এমন শ্রেষ্ঠ প্রতিভা। আমার মনের আনন্দ আমি প্রকাশ করতে পারছিনা পুরোপুরিভাবে। আপনার আন্তরিক প্রয়াসে মুগ্ধ হয়ে স্তব্ধ, সকল প্রশংসার ঊর্ধ্বে আপনি। আমার সামান্য লেখাটিকে জাত করে ছেড়েছেন। কৃতজ্ঞতা না জানানোর মতো এত অকৃতজ্ঞ আমি নই। আল্লাহ্ আপনার মনোবাসনা পূর্ণ করুক।

সোহেল ভাই, বিজন দাদা, পরী আপু'র মন্তব্যে কৃতজ্ঞতা জানিয়ে গেলাম। আপনাদের আন্তরিক ভালোবাসাটুকু আমি যেন না হারাই এমন প্রত্যাশা। ব্লগে সকলের ভালোবাসা যেন ধরে রাখতে পারি সে দোআ চাই সবার কাছে।

পরী আপুর সমালোচনাটুকু ভালো লাগলো, আপনি ঠিকই ধরেছেন, আমার লেখাটাতে আমি ভিলেন রাখিনি। সব মিলিয়ে একটা সুন্দর প্রেমের লগ্ন বোঝাতে চেয়েছি মাত্র।

চৌধুরী ভাই ফরমেট একটু চেঞ্জ করে ভিন্নমাত্রা যোগ করেছেন। আপনার ফরমেটে আপনি সুন্দর ফুটিয়ে তুলেছেন।
আপনার জন্য কেবল শ্রদ্ধা আর ভালোবাসা ছাড়া সুন্দর মন্তব্যে খুশি করার মতো অভিজ্ঞ আমি নই।
শুভকামনা জানবেন সবসময়।

১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি আপনি নায়কের অনুভুতি ব্যক্ত করেছেন। আমি ভিলেন সহযোগে সে অনুভুতি তীব্র করার চেষ্টা করেছি। আসল উদ্যেশ্য হলো, আপনার লেখা একটা প্রিয় কবিতা রিমেকের অযুহাতে আবার প্রচার করা। তবে আপনার কবিতাটিও চতুর্দশপদি। আমি পাঠককে বুঝাতে চেয়েছি যে আপনিও চৌদ্দ চৌদ্দ মিলাতে পারেন। সুতরাং সনেটের সম্ভাবনা আপনার মঝেও রয়েছে। যে কোন সময় হয়ে যেতে পারে।

১০| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আন্তরিকতার ছোঁয়া দেখেছি, বুঝেছিও হে প্রিয় কবি। দোআ করবেন যেন আপনার আন্তরিক ভালোবাসা আমি সবসময় ধরে রাখতে সচেষ্ট থাকতে পারি।

আপনার আশাবাদে কৃতজ্ঞতা আর শ্রদ্ধা রাখছি। প্রত্যাশা রইল আপনার এই আশাবাদ যেন আশীর্বাদ হয়ে থাকে আমার প্রতি।

অসাধারণ কাব্যরসিক আপনি। আপনাকে স্যালুট স্যার।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি আপনার সাধনার স্বার্থকতা কামনা করি।

১১| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০০

শূন্য-০ বলেছেন: দারুণ আন্তরিকতার +++++++

১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবার সাখে থাকার একটু-আধটু চেষ্টা করি আরকি!

১২| ১৪ ই জুন, ২০১৭ রাত ৮:৪১

ডঃ এম এ আলী বলেছেন: খুবই সুন্দর হয়েছে সনেটে রূপান্তরিত কবিতা ।
উভয়ের জন্যই রইল শুভেচ্ছা ।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দোয়া করবেন, পাঠকের সময় নষ্ট করারমতো কিছু যেন অন্তত না লিখি।

১৩| ১৪ ই জুন, ২০১৭ রাত ৯:৩৯

নীলপরি বলেছেন: পাঠক হিসাবে কবিতাটা পড়ে আমার যা মনে হয়েছে সেটাই বলেছি । আপনার কাছে যদি সেটা অবাঞ্ছিত মনে হয় , উত্তর দেওয়ার প্রয়োজন মনে না করেন , তবে আমার মন্তব্যটা দয়া করে মুছে দিন ।

মন্তব্য করার জন্য দুঃখিত ।

শুভকামনা রইলো ।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্যটা মুছে ফেলার মতো হয়নি।

১৪| ১৪ ই জুন, ২০১৭ রাত ৯:৪৮

শূন্যনীড় বলেছেন: সুন্দর কবিতা রূপান্তরকরণ ভালো লাগলো। দুজনই প্রিয়, দজনের প্রতিই শ্রদ্ধা ভালোবাসা

১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সাহিত্য ভান্ডার সমৃদ্ধ হলে জাতীয় উন্নয়নে ফলদায়ক হয়। যারা সাহিত্য সাধনা করছেন সম্মাননা তাদের কাজে উৎসাহ বাড়ায়।

১৫| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

যারা সাহিত্য সাধনা করছেন সম্মাননা তাদের কাজে উৎসাহ বাড়ায়। -অসাধারণ চিন্তাভাবনা ভাই। আপনার প্রচেষ্টায় শ্রদ্ধা।
স্যালুট আপনার আন্তরিক ভালোবাসায়।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বাস্তব হলো ফল না ধরলে ফলগাছের যত্নে মানুষ আগ্রহ হারায়।

১৬| ১৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৭

আহমেদ জী এস বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী ,




বাহ ... এ যে দেখছি কবিদের বাহাস ! নাঈম জাহাঙ্গীর নয়নের সনেটে ভিলেন ঢুকিয়েছেন । এবারে দেখি নয়ন কি বলেন !
ওদিকে আবার "নীলপরি" রাগ করেছেন । তাকেও সামাল দিন । তবে "নীলপরি"র প্রথম (৮ নং ) মন্তব্যে সহমত ।

ব্লগারদের জন্যে আপনি যে নিয়ত ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে যাচ্ছেন , তাতে রইলো আন্তরিক অভিনন্দন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.