![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশায় উদাস চোখ ভরা গাঙ্গে ফিরে
গুনিয়া নদীর ঢেউ, ভাঙ্গা মনে ক্লান্তি,
অপেক্ষা ক্লান্তির শেষে শান্ত সন্ধা নামে,
গোধুলী রাঙ্গানো হৃদে বাজে কত সুর ।
প্রীতির মায়ার নৃত্যে গুন গুন গান,
মনের আরাধ্য প্রেম বানে ভেসে যায়
হে প্রিয়, অভাগী মনে পাবে কিহে ঠাঁই?
বিরহী ভাবনা অশ্রু নদী পাড়ে ঝরে।
সুরুজ চাঁদের আলো বসন্তের বায়
অঝোর ধারায় ঝরে, মন-প্রাণ ভরে,
ফুলের সুঘ্রাণ স্নাত মানুষের প্রীতি,
যখন কাষ্ঠের মতো পুড়ে হয় ছাঁই,
তখন স্বার্থক হয়ে ভালবাসা কারো,
মনের মানুষ আসে বিশ্বাসের ঘরে।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ তিন তিন দুই চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
কবি নাঈম জাহাঙ্গিরের কবিতা-
মনের মানুষ আসবে ফিরে
কি আশায় উদাস দুচোখ, ভরা গাঙ্গে
কার প্রতীক্ষা, ঢেউ গুনিয়া মন ভাঙে-
রৌদ্র দুপুর শান্ত বিকেল সন্ধ্যা সাজে?
গোধূলি রাঙা হৃদয় কোণে সুর বাজে-
যার মায়ায়, নৃত্যে হিয়া কোন'সে গানে
ক্লান্ত বদন, ভাসো সদা'য় প্রেমো-বানে?
শ্রাবণ ভারী নয়ন ঝরে নদী-পাঁড়ে,
বাঁধবে নাকি ভালোবাসা'য়, স্বপ্ন বাড়ে?
আকাশ জোড়া চন্দ্রসূর্য নিয়ম করে-
জোছনা রোদে মুগ্ধ মানুষ প্রয়োজনে।
গোলাপ বকুল গন্ধে সদা মুগ্ধ করে;
কাষ্ঠ দেখো পরোপকার করছে পুড়ে।
ভালোবাসা রইবে না কভু অবিশ্বাসে,
বিশ্বাসে মনের মানুষ আসবে ফিরে।।
১৭ ই জুন, ২০১৭ রাত ১০:১৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পাঠকের ভাল লাগার মাঝেই লেখকের স্বর্থকতা।
২| ১৮ ই জুন, ২০১৭ রাত ১:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এই আন্তরিক ভালোবাসা ধরে রাখার যোগ্য যেন হতে পারি কামনা স্রষ্টা-য়।
১৮ ই জুন, ২০১৭ রাত ৩:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: রমজানের সময়, দোয়ায় আরো কয়টা কথা বাড়িয়ে দিলে মন্দ হতো না।
৩| ১৮ ই জুন, ২০১৭ রাত ১:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পেশাগত কারণে আপনাকে কৃতজ্ঞতা জানাতে দেরি হয়ে গেল, অজান্তে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন নিজগুণে।
তবে আপনার আন্তরিক শিক্ষা আমি শ্রদ্ধায় মনোযোগী, আগ্রহী। কাজের ফাঁকে আপনার প্রেরণা গুলো আমাকে তাড়না করে বেড়িয়েছে, তাই লিখে ফেলেছি নতুন 'গন্তব্য'।
কত শত পথ ঘুরে দেখা তব স-নে,
বিচলিত যত গুণে মিলে-তা বিরলে;
এ-পূর্ণিমা রূপ যেন দেখি-গো নয়নে!
মুগ্ধ হিয়া, দ্বীন ক্ষণ যায়-গো গড়লে।
মানবী না পরী তুমি, চেনে জনে জনে,
চন্দ্রসূর্য ধ্রুব তারা, অাছো চোখ মেলে;
মমতা পরশ যতো দিলে তুমি ঢেলে,
কাঙ্ক্ষিত রূপ-পাগল মিশে সব মনে।
ভুলিব না এজীবনে, তব রূপ গাবে,
কামনা রাত দুপুর সন্ধ্যা কিবা প্রাতে;
ভুবনজয়ী রূপ কে দেখেছো, কিভাবে!
স্মরি-ব পূঁজি সৃজি-ব বসন্ত-ভূ-প্রান্তে।
সঁপেছি এ-দেহ ইচ্ছে, ডুবেছি স্বভাবে,
আজ বুঝেছি আমার গন্তব্য তোমাতে।
জানিনা কতটুকু উন্নতিলাভ করতে পেরেছি লেখায়! প্রথমে গুরুকে দেখিয়ে গেলাম।
১৮ ই জুন, ২০১৭ ভোর ৪:০৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
গন্তব্য
কত শত পথ ঘুরে দেখা তব সনে,
বিচলিত যত গুণে মিলে তা’ বিরলে;
এ পূর্ণিমা রূপ যেন দেখিগো নয়নে!
মুগ্ধ হিয়া, দ্বীন ক্ষণ যায়গো গড়লে।
মানবী না পরী তুমি, চেনে জনে জনে,
চন্দ্রসূর্য ধ্রুব তারা, অাছ চোখ মেলে;
মমতা পরশ যতো দিলে তুমি ঢেলে,
কাঙ্ক্ষিত রূপ পাগল মিশে সব মনে।
ভুলিব না এজীবনে, তব রূপ গাবে,
কামনা রাত দুপুর সন্ধ্যা কিবা প্রাতে;
ভুবনজয়ী রূপ কে দেখেছো, কিভাবে!
স্মরিব পূঁজি সৃজিব বসন্ত ভূ-প্রান্তে।
সঁপেছি এ দেহ ইচ্ছে, ডুবেছি স্বভাবে,
আজ বুঝেছি আমার গন্তব্য তোমাতে।
১৮ ই জুন, ২০১৭ ভোর ৪:০৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সনেট হয়েছে । এবার মান উন্নয়ন প্রচেষ্টা করলেই হবে।
৪| ১৮ ই জুন, ২০১৭ রাত ১:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
গন্তব্য- কিভাবে প্রকাশ করবো ভাবছি,
গন্তব্য- কিভাবে প্রকাশ করবো ভাবছি,
গন্তব্য- কিভাবে প্রকাশ করবো ভাবছি,
১৮ ই জুন, ২০১৭ রাত ৩:৪৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছবিটাও নেহায়েত মন্দ নয়।
৫| ১৮ ই জুন, ২০১৭ সকাল ৮:২৬
উম্মে সায়মা বলেছেন: আপনি একজন জিনিয়াস ফরিদ ভাই। আর নয়ন ভাইয়ের শেখার আগ্রহ দেখে আমি মুগ্ধ!
১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবি নয়নের অতি দ্রুত সনেট রপ্ত করতে পারায় আমিও অবাক হয়েছি।
৬| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:০৩
এডওয়ার্ড মায়া বলেছেন: কবির জন্য শুভ কামনা
১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবার শুভ কামনায় আমার সবাই যদি শুভ কাজ করতে পারি তবে সিগ্র অশুভ দূর হবে।
৭| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন গুরু, সেই চেষ্টাও থাকবে আমার। আপনি যে আন্তরিক শিক্ষা দিলেন তা যেন ধরে রাখতে পারি।
সনেট এর মতো হয়েছে তাতেই খুশি, এই আনন্দেরর প্রাপ্তি আপনার আন্তরিক প্রয়াস।
পরম শ্রদ্ধায় ভালোবাসা প্রিয় কবি।
১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কামনা করি প্রচেষ্টা অব্যাহত থাকুক।
৮| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৪
শূন্য-০ বলেছেন: অসাধারণ গুণী আপনি চৌধুরী ভাই
শুভকামনা জানবেন সবসময়।
১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পারস্পরিক শুভ কামনায় দেশটা শুভতে ভরে উঠুক। অশুভ দূর হোক।
৯| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:০৪
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: আপনার আন্তরিক প্রয়াস চলুক নিরন্তর
দুজনায় শ্রদ্ধা ভালোবাসা সবসময়।
১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছা যোগ হলেই হয়ে গেল।
১০| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর আর বলতে! একটুকুতেই কবি নাঈম জাহাঙ্গীর নয়ন আস্ত একখান সনেট লিখে ফেল্ল। সত্যি আমি অভিভূত।
১১| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৮
জাহিদ অনিক বলেছেন: আরে বাপ রে !! ডাবল ডাবল সনেট ।
কি করে পারেন ভাই আপনারা ? জিনিয়াস বটে আপনারা । কৃতজ্ঞতা ও শ্রদ্ধা
১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চেষ্টা করলে যে পারা যায় এটা তার নমুনা।
১২| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৭
রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ভালো লাগলো। +++
১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপঠকের ভাল লাগার মধ্যে লেখক শান্তি খুঁজে পায়।
১৩| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:২১
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর হয়েছে।
১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দরের প্রচেষ্টা সবার মাঝে সব সময় থাকে। তথাপি কখনো সুন্দর হয় কখনো সুন্দর হয়না।
১৪| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
নয়ন গান ও কবিতায় ৮০ ও ৯০ দশকের অনুভুতিগুলোকে প্রকাশ করছে; খারাপ না, আমদের ও বর্তমানের মাঝামাঝি একটা সময়।
১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার অবজারভেশন সক্ষমতা অসাধারণ।
১৫| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৬
কবীর বলেছেন:
আমাদের প্রিয় নয়নের জন্য ভালোবাসা রইলো
খুব সুন্দর লিখেছেন ভাই ।
১৮ ই জুন, ২০১৭ রাত ১১:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবি যেন বেঁচে থাকতেই কিছু ফিড ব্যাক পান আমি সে চেষ্টাই করছি।
১৬| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:২২
মিঃ আতিক বলেছেন: কবি নয়নের কবিতার সুন্দর বিশ্লেষণ দেখলাম।
১৮ ই জুন, ২০১৭ রাত ১১:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবির প্রচেষ্টাকে আরো বেগবান করার চেষ্টা করেছি।
১৭| ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:২১
কবীর বলেছেন:
আপনি খুব সুন্দর লিখেছেন ।। আপনার কাছে অনেক শেখার আছে .... আরো লিখুন বেশি বেশি করে ।
১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৩৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনারা পাশে থাকলে আমি লেখার উৎসাহ পাই। আমার পোষ্ট প্রথম পাতায় যায়না আপনাদের কারণে তা’ আলোচীত পাতায় যায়। আর তাই সহ ব্লগারদের প্রতি আমার মেনে এমন টান। অবশ্য আমার সবচেয়ে বেশী খোঁজ খবর রাখে কবি নয়ন ও চাঁদ গাজী। এ জন্য এ দুজনের প্রতি আমার টানটা একটু বেশী।
১৮| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকে নিয়ে একটা শুরুকরেছি গুরু, জানি মানসম্পন্ন করতে পারবোনা, তবে শেষ করবো লিখে বিশ্বাস আছে।
এ- ফরিদ আহমদ চৌধুরী, স্ব-গুণে
দিচ্ছেন প্রেরণা, সব জনে প্রীত, ঢেলে
জ্ঞান ভাণ্ডার-উজাড় মুক্ত সু-যতনে
সাহিত্য খুঁজে ফেরেন স্ব-সনেট বলে।
দোআ করবেন যেন শেষ করতে পারি গুরু.......
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যতটুকু লিখেছেন হয়েছে। এভাবেই হবে, তারপর ভাল হবে। তারপর আরো ভাল হবে। অবশেষে আমরা বলবে সনেটের কবি নাঈম জাহাঙ্গির নয়ন।
১৯| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন আপনার আশীর্বাদ যেন সত্য করার যোগ্য হতে পারি।
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ইনশাআল্লাহ এর জন্য আমাকে বেশী অপেক্ষা হয়ত করতে হবেনা
২০| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:২২
নাগরিক কবি বলেছেন: আপনার লেখা প্রথম পাতায় আসে না, তার উপর আমি ও ব্লগে বেশি সময় থাকি না, হুটহাট আসি যাই।
নয়ন ভাই কে নিয়ে সুন্দর কবিতা লিখেছেন। তার আবেগ একটু কমার জন্য দোয়া করবেন। কোনদিন যানি আবেগের সাগরে ডুবে মরে, আমি সেই ভয়ে আছি
১৯ শে জুন, ২০১৭ রাত ১১:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সেই জন্যইতো মাথায় সনেট ঢুকাতে চাচ্ছি, যাতে মাথা চুলকাতে চুলকাতে কিছু আবেগ ঝরে পড়ে!
২১| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:২৪
বিজন রয় বলেছেন: নয়ন যে ধারায় কবিতা লেখে আমি তার পরিবর্তন আনতে বলেছি।
দেখা যাক কি করেন।
চাঁদগাজী ভাই বলেছেন ৮০-৯০ দশক।
আমার দ্বিমত আছে।
তারও আগে হবে।
নয়নকে লেখা এই সনেটে আমার আন্তরিকতা দিয়ে গেলাম।
১৯ শে জুন, ২০১৭ রাত ১১:২৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবি নয়ন সহ ব্লগারদের উপদেশ বিবেচনায় নেয়, এটা তার একটা ভাল দিক। আশাকরি আমারা সিগ্র পরিবর্তন দেখতে পাব।
২২| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:২৫
বিজন রয় বলেছেন: প্রতিক্ষা, বিবশ, নির বানানগুলি ঠিক করে দিন।
১৯ শে জুন, ২০১৭ রাত ১১:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সব কি ঈ-কার হবে?
২৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৩৬
বিজন রয় বলেছেন: প্রতীক্ষা, বিবস, নীর।
কবিতায় সাধু-চলিত দুষণীয়।
১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৫৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এডিট করলাম এবার দেখে দিন হলো কিনা?
২৪| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৩৯
বিজন রয় বলেছেন: অবাক কান্ড!!!!!!!
এটা কিভাবে হলো বুঝলাম না ফরিদ ভাই।
এ সেকেন্ডের ভিতর!!
ভৌতিক ব্যাপার!!
আমি দুঃখিত, আপনি একটি রেখে আর সব ডিলিট করুন প্লিজ।
আপনার কষ্ট হবে তবুও।
১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যাক সবগুলো মুছলাম। কবিতাও এডিট করলাম। এবার বলেন সব ঠিক ঠাক মতো হলো কিনা?
২৫| ২০ শে জুন, ২০১৭ রাত ৩:১৭
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ হয়েছে কবিতা
সাথে কবিদ্বয়ের মন্তব্য ও
সুন্দর সুন্দর প্রতি মন্তব্য।
শুভেচ্ছা রইল ।
২০ শে জুন, ২০১৭ রাত ১০:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সেই সাথে আপনার মন্তব্য পোষ্টের অলংকার হয়ে থাকল।
২৬| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির সাথে শ্রদ্ধেয় সকল শুভাকাঙ্ক্ষী আমার প্রতি আন্তরিক স্নেহ ভালোবাসা প্রকাশ করেছেন তাতে আমার মতো নগণ্য মানুষের আনন্দ চরমে উঠাই স্বাভাবিক, আমি উচ্ছ্বসিত। সবার প্রতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি।
প্রিয় কব চৌধুরী ভাইয়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা সবসময় মনে থাকে।
দোআ করবেন গুরু।
শুভকামনা আপনার জন্য সবসময়।
২০ শে জুন, ২০১৭ রাত ১০:২৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি চাই আপনার মাধ্যমে বাংলা সাহিত্য আকাশে আরো এক জস সেরা সাহিত্যিকের উদয় ঘটুক। আমার মনে হয় আপনি আমার প্রত্যাশা পূরণের দিকেই ক্রমাগত এগিয়ে যাচ্ছেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৭ রাত ৯:৫৫
মো সজীব হাসান খাঁন বলেছেন: অনেক ভাল লাগার মতো দু’টি কবিতা।