নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক ভালবাসা, ঈদ, মুছাফির এবং সনেট গল্প তরি ও তরুণ

২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৩৬



কাল্পনিক ভালবাসা

কাল্পনিক ভালবাসা কল্পনাতে ধুপ
কাঠি জ্বালে। ধোঁয়া উড়ে,যায় উড়ে ঘ্রাণে
মশকের দল সব, রনে ভঙ্গ দিয়ে
গৃহ ছেড়ে নিরিবিলি, আহা কত সুখ!
মিলাদেতে ব্যবহৃত আকরের বাতি
হিন্দু বাক্যে ধুপ কাঠি, কাজ কিন্তু এক,
গুনগত দিক থেকে; মনে শান্তি আসে।
বাস্তবেতে এ কাঠির মহাগুন আছে ।

কেন বলি ওহে ভদ্র মহাশয় মডু
দেখে যান ব্লগ পাড়া, পতঙ্গের দলে
ভন ভন করে কত ব্লগারের কানে।
বিরক্তিতে নিরিহরা ব্লগ ছেড়ে দ্রুত
চলে যায় অভিমানে, নাহি ফিরে আর।
বলি তাই সুরাহার পদক্ষেপ চাই।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

ঈদ

রমজান শেষ হয়ে ফিরেছে আবার
মুমিনের দারে দারে আনন্দ দরিয়া।
মান্যগন্য অগন্যরা ভাসছে খুশিতে
শুনি ঈদ মোবারক শব্দের ঝঙ্কার।
বাসে ট্রেনে ফিরে লোক গ্রামের ঘরেতে
লঞ্চগুলো লোকে ঠাঁসা ফিরতে আপনে
দূর্ঘটনা না ঘটুক কামনা সবার
স্বজনের মুখে মুখে আল্লাহু আল্লাহ।

অবশেষে সবে মিলে আনন্দ উল্লাস
তারপর ফিরে চলা কাজের গোড়ায়
ক’দিনের প্রিয় স্মৃতি প্রবাহ জোয়ার
সুখ-শান্তি রাখে মানে সকল জনের।
আনন্দের উপলক্ষ্যে একটা সময়
ব্যঞ্জনায় ভরা থাকে পরেও বিস্তর।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট


মুছাফির

আাঁধারে হুতুম পেঁচা ঝিঁঝিঁ পোকাদের
নিজস্ব বয়ান শুনি। দেখি নিরিবিলি
কোথাও মানুষ নেই। পায়ে মেঠো পথ,
পাদুকা ঘর্ষণ ধ্বনি, রাতে পথ চলা।
পথের সমাপ্তি প্রান্তে তুমি প্রতিক্ষায়
নির্ঘুম হয়তো আছো। ভাবি সে কেমন?
সহেনা বিরহ আর, তরা তাড়া করে,
অজান্তে বাড়ায় গতি, এই এসেগেছি!

উচ্ছাস আনন্দ অশ্রু ঝরে মিলনের
সান্নিধ্য সুখের তরে। পরে বিরহের
যাতনা বিদায়ে জ্বলে, মনে অনিবার।
সুখের কোমল পুস্প আর কষ্টকর
সময় থাকেনা কারো, চির কোন জনে
সকল পিছনে ফেলে, যায় মুছাফির!

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ তিন তিন দুই দুই চার
# কবিতা প্রকৃতিঃ সনেট

তরি ও তরুণ

চুপচাপ টুপটাপ ধুপধাপ কিল
দিয়ে চলে যায় তরি তরুণের পিঠে।
খেয়েদেয়ে কিলগুতো বালিকার হাতে
তরুণের ভাবনায় জেগেউঠে তরি।
ওমা ওমা উঠ বাবু হাত ধরে টানে
নিত্য লাই পেয়ে পেয়ে শেষে ধরে কান
ব্যারিষ্টার কিজিনিস বুঝেনাতো তরি
তরুণের মা’র গালে, আলবেলে চায়।

‘নাহি হবে বিয়ে কোন’ ব্যারিষ্টার বাবু
সাফ সাফ বলে দেয় মা-বাবার কাছে।
একদিন এতরির আঠারোর পরে
ব্যারিষ্টার তরি ধরে নিয়ে আসে ঘরে।
তরি খোঁজে তরুণেরে বাসরের রাতে
বুঝে তার মনে কত ভালবাসা ছিল।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:১২

মো সজীব হাসান খাঁন বলেছেন: সুখের কোমল পুস্প আর কষ্টকর
সময় থাকেনা কারো, চির কোন জনে
সকল পিছনে ফেলে, যায় মুছাফির!

ঠিক বলেছেন।

২৫ শে জুন, ২০১৭ রাত ১২:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।

২| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:১৫

সাহিদা সুলতানা শাহী বলেছেন: সুন্দর ও অনবদ্য কবিতা।

২৫ শে জুন, ২০১৭ রাত ১২:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:১০

বর্ষন হোমস বলেছেন:
লাইনের মাঝে দাড়ি দিলে কবিতার সৌন্দর্য নষ্ট হয়ে যায়।

২৫ শে জুন, ২০১৭ রাত ১২:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আবার অনেকে বলছেন এতে নাকি কবিতা গতিমীল হয়। যা আমি সব রকমের সনেট লেখার চেষ্টা করি এটা তার অংশ। আপনার মন্তব্য বিবেচনায় নিলাম। দেখি অন্যরা কি বলে!

৪| ২৫ শে জুন, ২০১৭ রাত ২:১৬

ডঃ এম এ আলী বলেছেন: অপুর্ব হয়েছে সনেট , পাঠে মুগ্ধ ।
আসছে আনন্দময় পবিত্র দিনটির জন্য রইল

২৫ শে জুন, ২০১৭ ভোর ৪:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: স্বচিত্র মন্তব্যে অনেক খুশী হলাম-ঈদ মোবারক।

৫| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো ++

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্লাসের জন্য অনেক শুভেচ্ছা প্রিয় কবি।

৬| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:



ঈদ মোবারক! ভাইজান
সুন্দর হোক আপনার ও আপনার পরিবারের আগামী।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পবিত্র রমজানের শেষ প্রান্তে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনার ও আপনার পরিবার পরিজনের ইহকালিন ও পরকালিন মঙ্গলের জন্য খালেছ মনে দোয়া করছি-ঈদ মোবারক।

৭| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৫

খায়রুল আহসান বলেছেন: অন্ত্যমিল না থাকাতে মনে হয় সনেটগুলোর কিছুটা অঙ্গহানি ঘটেছে।
তিনটের মধ্যে "মুছাফির"টা বেশী ভাল লেগেছে।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেকে আবার অন্তমিল পছন্দ করেননা। সে জন্য ভাবছি যুগের চাহিদা অনুযায়ী সব রকম লিখব-ইনশাআল্লাহ।

৮| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪০

টুনটুনি০৪ বলেছেন: কবিতায়+++++++++।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ

৯| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যথেষ্ট ভালো লিখেছেন প্রিয় কবি। মুগ্ধতায় লাইক দিতে কৃপণতা করিনি।
পারেনও আপনি!!! এক সঙ্গে তিন!! আবার সনেট!!!! দোআ করি এরকম চলেতেই থাকুক অবিরত।


যথেষ্ট ভালো লিখেছেন প্রিয় কবি। মুগ্ধতায় লাইক দিতে কৃপণতা করিনি।
পারেনও আপনি!!! এক সঙ্গে তিন!! আবার সনেট!!!! দোআ করি এরকম চলেতেই থাকুক অবিরত।


২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি আপনার মনমুগ্ধকর মন্তব্যে হৃদয় ছুঁয়েগেল-ঈদ মোবারক।

১০| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:


সনেট তিনটি যথারীতি ভাল লাগল। নতুন মুক্তছন্দ সনেটের ধারা বেশ ভাল লাগল। মূল বক্তব্য বেশ পাকাপোক্ত!

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চোট্ট হলেও সুন্দর পর্যালোচনা। অনেক ভাল লাগল প্রিয় কবি- ঈদ মোবারক।

১১| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৪

বিজন রয় বলেছেন: বর্ষন হোমস বলেছেন:
লাইনের মাঝে দাড়ি দিলে কবিতার সৌন্দর্য নষ্ট হয়ে যায়।


হা হা হা ............. তাহলে আর সনেট হবে কি করে!!

কাভাকে ও আপনাকে শুভেচ্ছা।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবির প্রাণবন্ত মন্তব্য, অসাধারণ ভাল লাগল।

১২| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাল্পনিক ভালোবাসা ও আপনার জন্য শুভকামনা।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাঁকে নিয়ে আরো অনেক আগেই সনেট লেখব ভেবেছিলাম। কিন্তু তিনি মডু, কেউ আবার তেল দেওয়ার কথা ভাবে কিনা, সেজন্যই লিখতে বিলম্ব করলাম। তবে এটাও হয়ে গেল মডু হিসেবে। ভাবছি তাঁকে নিয়ে ব্লগার হিসেবেও একটা সনেট লিখব-ইনশা আল্লাহ।

১৩| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

নতুন নকিব বলেছেন:



ফরিদ ভাই,
কা_ভা ভাই আমাদের অনেক প্রিয় একটি মুখ। তাকে নিয়ে আপনার সনেট মুগ্ধ করল।

অন্তহীন অভিনন্দন দু'জনকে।

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি আপনাকে ঈদ মোবারক। আরেকটা সনেট পোষ্টে যোগ করেছি। সময় পেলে দেখে যাবেন।

১৪| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


ঈদ মোবারক, অনে অনেক শুভেচ্ছা

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্যও পবিত্র ঈদের শুভেচ্ছা-ঈদ মোবারক।

১৫| ২৫ শে জুন, ২০১৭ রাত ৮:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঈদ মোবারক। ঈদ এখন কি পটুয়াখালী আছেন, নাকি কর্ম স্হলে?

২৫ শে জুন, ২০১৭ রাত ৮:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শাহাদাৎ ভাই আমি আছি ঝালকাঠিতে, তবে বাড়ী লক্ষ্মীপুরে, ঈদের শুভেচ্ছা নিবেন-ঈদ মোবারক।

১৬| ২৫ শে জুন, ২০১৭ রাত ৮:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মনে ছিল না, যদিও এর আগে বলেছিলেন।

ঈদের শুভেচ্ছা রইল।

২৫ শে জুন, ২০১৭ রাত ১০:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর।

১৭| ২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৫০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ঈদ মোবারক।

শুছেচ্ছা রইল ফরিদ ভাই। :)

২৫ শে জুন, ২০১৭ রাত ১০:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দোয়া করবেন যেন আপনাদের ভালবাসার সম্মান রক্ষা করতে পারি- ঈদ মোবারক।

১৮| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:০২

চানাচুর বলেছেন: ঈদের শুভেচ্ছা আবারো :#)

২৫ শে জুন, ২০১৭ রাত ১০:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ঈদ যেন ঈদের মতো হয় সেই কামনা করি-ঈদ মোবারক।

১৯| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৫১

জোকস বলেছেন: "ঈদ মোবারক"

২৬ শে জুন, ২০১৭ রাত ১০:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঈদ মোবারক

২০| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:১২

নাগরিক কবি বলেছেন: খুব সুন্দর
ঈদ মুবারক B-)

২৬ শে জুন, ২০১৭ রাত ১০:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঈদ মোবারক

২১| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক রইল প্রিয় কবি


২৬ শে জুন, ২০১৭ রাত ১০:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঈদ মোবারক

২২| ২৮ শে জুন, ২০১৭ রাত ১০:৩৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ঈদ মোবারক ।

২৯ শে জুন, ২০১৭ রাত ১২:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঈদ মোবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.