![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোরবানী
কার্পণ্যের কোরবানী, পশুর জীবন
বিনিময়ে, পায় সবে উত্তম খাবার,
প্রতিবেশী দুঃখি জন আত্মীয় দরিদ্র
পোষ্য ভৃত্য, ভাসে সব ঈদের খুশিতে।
পশুবলি বলে একে নাস্তিক, নাপাক
বচনেতে।অযোক্তিক ভরাট মস্তিষ্ক!
নিরামিষ ভোজি তারা? অথচ তা’নয়
তবে কেন দোষারোপ অন্যের বেলায়?
খাবারের কত স্বাদ! না খেয়ে বঞ্চিত
নিরামিষ খেয়ে থাকে, প্রাণীর দরদে।
কত প্রাণী, খায় প্রাণী, পারলে ঠেঁকাও!
বাস্তবতা প্রকৃতির নিয়ম, যা দিয়ে
স্তরে স্তরে সব কিছু আল্লাহ সাজান;
তাঁরে করে দোষারোপ? অবোধ সকল!
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
মু’মিনের বিশ্বাস
মু’মিনের এ বিশ্বাস বদ্ধমূল আছে
আল্লাহতে, তাঁর ইচ্ছে মত চলে সব,
অনিচ্ছায় বন্ধ থাকে কার্যক্রম যত
এ ধরায়। তাই তাঁকে মেনে চলা ভাল।
চলে যায় কবিতার কথাগুলো, ফের
ফিরে আসে কোথা থেকে? বিস্ময়ের ঘোরে
ভাবি তাঁরে প্রতিক্ষণে। অসামান্য তিনি
প্রতিকাজে।এ বিশ্বাসে কায়মনে থাকি।
অবিশ্বাসী নির্বিকার মনে চায় তার
ইহকাল। অথবা সে পরকাল চায়
অন্যকারো কাছ থেকে, অহেতুক ভুলে।
হে মু’মিন খুশিমনে নেয়ামত চাও
আল্লাহর, অনুগত থেকে তাঁর।আর
একনিষ্ঠ থাক চির, মঙ্গলের তরে।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
আল্লাহর বান্দা
আজ আছে কাল নেই, সামান্য মানুষ
কত কি যে মনে করে নিজেকে! অথচ
ছোট দেহে গুনে খাট, নিতান্ত অলস
সৃষ্টিকূল সেরা জীব, ভাবেনা বাস্তব!
কে কখন চলে যাবে, পাবেনা সময়
বিন্দুমাত্র; সে ভাবনা মনের গভীরে
কারো নেই।অনাচারে যা খুশি সকল
করে চলে অহর্নিশ, রিপুর তাড়নে।
নাস্তিকের দল ভাবে, বেশতো ভালই
‘খাও দাও ফুর্তি কর’-কি বুদ্ধি মাথায়!
ভাবনাটা ভুল হলে, কেমন কি হবে?
আল্লাহর বান্দা থাকে সত্যের সন্ধানে,
তা’ না হয় সত্যের কি গরজ পড়েছে
এমনিতে ধরা দিবে? ভাব হে মানুষ!
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
আল্লাহতে চিরন্তন শান্তি
জড়ায়ে কঞ্চির দেহ লতা বেয়ে উঠে
লিক লিকে ডগা খোঁজে অবলম্বন কোন,
মায়া হয় দেখে উহা। চাষী দৃষ্টি পড়ে,
বাকশূণ্য প্রাণী পরে। কি কর্তব্য বুঝে!
মাচানের সমারোহ ছোঁপ জ্বাল কত
গড়ে উঠে ক্ষেত জুড়ে।সবুজের দলে
ফুলে ফুলে ভরে যায়।বাতাসের দোলে
দলে দলে তরকারী, ঝুলে ঝুলে থাকে!
রাহমান রাহীমের এসকল দান
বিশ্বাসীর মনে আনে শুকরিয়া।আর
অবিশ্বাসী মনে করে, প্রকৃতির শোভা!
ধারণায় তারা সব সত্য ভোলা মনে
আস্ফালন করে নিত্য।মু’মিনের চিত্ত
আল্লাহতে খুঁজে ফিরে চিরন্তন শান্তি।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
হে রব আমার
ঘাঁসের ডগায় জমে হিরক শোভায়
রূপালী শিশির বিন্দু, রোদেলা সকালে;
অরুণ কিরণ স্পর্সে।নির্মল সুন্দর
চাঁদের জোছনা, স্নিগ্ধ রাতের বেলায়।
তারার মেলায় জাগে নীলাভ আকাশে
হরেক রকম মেঘ।নিশির নেশায়
বাতাস দোলায় পাতা, বৃক্ষরা নিশ্চুপ
ভাষায় প্রকাশ করে রবের মহিমা।
‘হে রব আমার, রব সন্তুষ্টি বিধানে
একান্ত তোমার, আর ছাড়ব অন্যায়’
আমার জীবন কালে, মিনিতি জানাই।
কবুল না করে প্রভু ফিরিয়ে দিওনা
সামান্য বান্দার দোয়া। আকুল হৃদয়
শুধুই তোমায় চায়, হে রব আমার।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
বিঃদ্রঃ ৯ম পদ্যের প্রথম রব আরবী আর দ্বিতীয় রব বাংলা শব্দ।
২| ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:১৫
মো নিয়াজ হোসেন বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
০৬ ই জুলাই, ২০১৭ রাত ২:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
শফিকুল ইসলাম ও এভারগ্রিন
কোটি প্লাস সদস্যের প্রাণের স্পন্দন
ফেসবুকে বড় গ্রুপ তৈরীতে বিশাল
সকলের প্রিয় নাম এভার গ্রিনের
ধন্যবাদ এডমিন সকলে জানাই।
বিশেষত যার নাম অধিক স্বীকার্য
‘শফিকুল ইসলাম’ গ্রুপের শুরুতে
যাঁর কথা প্রকাশিত, আমরা সবাই
মন থেকে আপনাকে সালাম জানাই।
‘বিশ্বজুড়ে এবঙ্গের গর্বের এ গ্রুপ
আরো বড় হয়ে হোক, মানব বান্ধব’
মনে প্রাণে একামনা সদস্য সবার।
আল্লাহর দরবারে আকূল প্রার্থনা
এডমিন সদস্যের আত্মিক চেষ্টায়
আমাদের এআলয় ছড়াক জোছনা।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
৩| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ চার চারটি সনেট উপহার দিয়েছেন প্রিয় কবি। মুগ্ধতা রেখে গেলাম কৃতজ্ঞচিত্তে।
তবে, ৩নং আল্লাহ্'র বান্দা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, দুই নম্বরে রাখবো দুই নম্বরকেই।
সবগুলো যথার্থ মানসম্পন্ন তা বলতে কার্পণ্য করি না।
শুভকামনা প্রিয় কবি, শ্রদ্ধা ভালোবাসা জানবেন সবসময়।
(আপনার প্রতি সামান্য কৃতজ্ঞতা জানান দিতে চেষ্টা করেছি আমার ব্লগবাড়িতে, দরশনে ধন্য হবো)
০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:২৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি আমার মনে হয় আপনার সনেট পাঠকগন দারুণ ভাবে উপভোগ করছে। এভাবেই আপনার কলম চলুক অবিরত। আল্লাহ আপনার মঙ্গল করুন-আমিন।
৪| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর চারটি সনেট পড়ে মুগ্ধতা জানিয়ে গেলাম প্রিয় কবি ++++++
০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:২৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য বরাবর উপভোগ করি। শুভেচ্ছা নিরন্তর।
৫| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:০২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কুরবানির আগমনি বার্তা দিয়ে গেলেন।
০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যারা ক্বোরবানীকে গালাগালি করে আমাদের কিসমত নষ্ট করতে চায় তাদেরকে একটু আগাম বার্তা দিয়ে রাখলাম। বুঝালাম যে আমারা কিছুতেই আল্লাহর এ নেয়ামত থেকে নিজেদের বঞ্চিত করতে চাইনা।
৬| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবারো এলাম প্রিয় কবি দরশন করাতে আমার নতুন 'গন্তব্য'কে
সেদিন তোমার চোখে থাকবে মিনতি,
স্বজনে স্বজনে তুমি খুঁজবে আশ্রয়,
ব্যথাহত কান্না বুকে চোখ খরা চৈতি ;
সে- নিষ্প্রাণ আর্তনাদ মৃত্যু-র বিজয়।
ভয়ে কম্পিত স্ব-বুকে বিলীন সম্প্রীতি,
জীবনের বাঁকে বাঁকে দ্বীন শুধু ক্ষয়,
ব্যর্থতা-র গ্লানি মেখে যেতে যদি হয় ;
কি-করে মিলবে বল খোঁদার মহতী।
এসো-ভালোবাসা খুঁজি স্রষ্টা'র সৃষ্টি'তে,
আপনে আপন ভাবী, রাখি মন তুষ্টি;
ভুলে জাতিভেদ প্রাণে প্রাণ বাঁধি, চিত্তে
খুশি দরশন জ-নে, পূঁজি নিজ কৃষ্টি।
মনে রেখো, সে গন্তব্য পথে হ-বে যেতে
আসিবেনা কভু ফিরে, সৃজি স্রষ্টা-সৃষ্টি।
০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:১৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি আপনি এখন আপনার সনেট কবিতাকে সনেট দাবী করতে পারেন। নতুবা পাঠক অনেক সময় সনেট কিনা সেটা খেয়াল করবেনা। আমার মনে হয় পাঠক আপনাকে সনেট কবি হিসেবে পেয়ে দারুন খুশি।
৭| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:৫৬
ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ হয়েছে সবগুলি কবিতা ।
প্রিয়তে গেল ।
অনেক শুভেচ্ছা রইল ।
০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:১৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মহোদয় আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনার সনদ আমার নিকট খুব গুরুত্বপূর্ণ মনে হয়।
৮| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতি উত্তরে আপনার সনদ পেয়ে খুব খুশিখুশি অনুভব করছি।
তবুও এতবড় কবিতা'র দাবী করবো আমার মানহীন লেখা, একটু ভয় থেকেই যায়।
আপনার স্নেহাশিস থাকলেই আমার প্রাপ্তি।
শুভকামনা জানবেন সবসময়।
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ১:২৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দাবী করলে কারো আপত্তি থাকলে বলবে। তাহলে আপনি সংশোধনের সুযোগ পাবেন। সবাই আমার সাথে একমত নাওতো হতে পারেন।
৯| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৫৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতা ।
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ১:২৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য আমাকে উৎসাহ যোগায়।
১০| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ২:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
অন্তমিল বিহীন সনেট মন্দ লাগল না! আপনাকে ধন্যবাদ!
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ১:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার কবিতা আমার বিবেচনায় খুব ভাল এর কাতারে আছে। কাজেই আমার নিকট আপনার মন্তব্য গুরুত্ব পূর্ণ। আপনার সাথে আমিও একমত। আমার কবিতার কাব্যিক মান আরো বাড়ানো দরকার।
১১| ০৩ রা জুলাই, ২০১৭ ভোর ৪:৩৫
লেখা পাগলা বলেছেন: ভালো ।
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ১:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ
১২| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ১:২৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ
১৩| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: লাইক রইলো
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ১:৩০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নিরন্তর শুভেচ্ছা কবি।
১৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:১৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: দারি রাখাতে আপনাকে ভালো লাগছে। ইসলামি কবিতার জন্য শুভকামনা।
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:২১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাদের দু’জনের প্রতি শুভেচ্ছা নিরন্তর।
১৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮
কাবিল বলেছেন: চারটাই সুন্দর হয়েছে।
ভাল লাগলো।
ভাল থাকুন সব সময়।
০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যাক অবশেষে এ দিকে আপনার নজর পড়। শুভেচ্ছা নিরন্তর।
১৬| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৮
স্বতু সাঁই বলেছেন: কে যে কি কয় কিছুই বুঝি না। কারটা ঠিক তাও বুঝি না।
০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এগুলো বুঝা খুববেশী জরুরী নয়।
১৭| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৫
স্বতু সাঁই বলেছেন: ঠিকই বলেছেন।
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
১৮| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: সনেট কবিতা সুন্দর হয়েছে।
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ।
১৯| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ২:২২
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো ভাই !
কেমন আছেন ?
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগার জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।
২০| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৫
ওসেল মাহমুদ বলেছেন: শ্রদ্ধা রইল !
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:১৩
আসমা সুলতানা বলেছেন: সব গুলো কবিতা ভাল লেগেছে।