![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যের সুষমায় রবীন্দ্রনাথের
শিল্পায়ীত সৃষ্টি সব।ঝিলম তীরেতে
বলাকার রূপ দেখি।কি চিত্র নির্মম
অসহায় ফটিকের, দূর্বার চরিত্র!
হৈমন্তী ও মৃন্ময়ীর আলোক আঁধার
কাহিনির গভীরতা পাঠক হৃদয়ে
সযতনে চিত্রয়িত বিরহ মিলন
রবীন্দ্রের কারুকাজ খচিত বিস্ময়।
বিচরণে বাদ নেই এ কবি গুরুর
সাহিত্যের কোন শাখা, কি গল্প কবিতা
সমাদৃত উপন্যাস গানের ধারায়।
আমাদের ভাগ্য ভাল পেয়েছি এমন
গুণীজন, নক্ষত্রের আলোক উদ্ভাস,
রতনের রাজি মাঝে অমূল্য রতন।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
বিঃদ্রঃ ব্লগার এস এম মামুন অর রশীদ কবিতাটি ভিন্ন রকমে সাজিয়েছেন, যেমন-
রবীন্দ্রনাথ
সাহিত্যের সুষমায় রবীন্দ্রনাথের
শিল্পায়িত সৃষ্টি সব। ঝিলম তীরেতে
হেরি বলাকার রূপ। কিচিত্র নির্মম
অসহায় ফটিকের, দুর্বার চরিত্র!
হৈমন্তীক মৃন্ময়ী সে আলোক আঁধার
কাহিনির প্রগাঢ়তা পাঠক হৃদয়ে
সযতনে চিত্রায়িত বিরহ মিলন
রবীন্দ্রের কারুকাজ খচিত বিস্ময়।
নহে দীন চিহ্নহীন হে কবি গুরুর
সাহিত্যের কোনো শাখা, কী গল্প কবিতা
সমাদৃত উপন্যাস গানের প্রধারা ।
লভিয়াছি অনুগ্রহ মোদের সৌভাগ্য
অপরূপ গুণীজন নক্ষত্র উদ্ভাস
রতনের রাজি মাঝে অমূল্য রতন।
০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।
২| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩১
মো সজীব হাসান খাঁন বলেছেন: তিনি আমাদের জাতীয় সংগীতের রচয়ীতা। তাকে নিয়ে সনেট লেখায় খুশী হয়েছি।
০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ হাসান।
৩| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪১
কাউয়ার জাত বলেছেন: আলোচিত পাতায় যেতে আর কত দেরী, পাঞ্জেরী?
০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কাকতালীয়
কাউয়া শকুনী মিলে জারজ জন্মায়
গড়াই নদীর তীরে, সাহসী সন্তান
মানবী মাসির কোলে লালন পালন
কোথায় ময়লা খোঁজে শেকড় সন্ধানে।
“কূ-জনে কূ-রব করে সুরব নাশিয়া”
কামিনী কথন খানি এখনো অম্লান
অজাত কূ-জাত মুখে কূ-রব কীর্তন
শান্তির বিনাশ করে অকথ্য কথনে।
সুজন তথাপি ভাসে ধৈর্যের ভেলায়
সত্যের অবশ্য জয় নির্ঘাত যে হয়,
কূ-জন তখন করে চেহারা মলিন।
মানব দানব মিলে এবিশ্ব ধরায়
বিচিত্র ধারার স্রোতে উত্থান পতন
পৃথিবী তা’নিয়ে চলে আপন গতিকে।
- পাঞ্জেরী রাত মনে হয় পোহাল। আধমরা অবস্থায় লিখেছি। কাকের ঠোঁকরে জর্জরিত আমি।
৪| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৩
নতুন নকিব বলেছেন:
আমার কিছু ভুল- ভ্রান্তি রয়েছে। আমি সেগুলো দূর করার চেষ্টা করছি। এছাড়া ধারনা করি, কিছু ভুল- ভ্রান্তি আমার ভেতরে এমন রয়েছে যা আমার অজ্ঞাত এখনও। অথবা যে বিষয়ে আমার উদাসীনতা প্রকট এবং পরিষ্কার।
কিছু বিষয় রয়েছে যেগুলো সম্মন্ধে আমি অজ্ঞ। কিছু বিষয়ে আমার খুব সামান্য জ্ঞান রয়েছে। আর মহাবিশ্বের অসংখ্য সৃষ্টির ভেতরে খুবই সামান্য কিছু বিষয়ে একেবারে হালকা ধরনের জ্ঞান রাখার দাবি করি। আর পুরোপুরিভাবে আদ্যোপান্ত জানি না কোন কিছুরই। এমনকি নিজের আত্মা- সত্ত্বারও নয়।
এই যদি হয় মানুষের প্রতিকৃতি তাহলে কিসের এত বাহাদুরি! কিসের বিদ্বেষ! কেন কলহ!
মানুষ তো এমনই, প্রিয় ফরিদ ভাই!
মানব জাতির প্রকৃতি তো এরকমই, প্রিয় কাউয়ার জাত! নয় কি?
দু'জনকেই বিনীত অনুরোধ রাখব,
তাহলে বিশ্বাস রাখুন, ভাই পুরোপুরি নির্ভুল আমরা কেউই নই। কেউ আমাদের ভুল ধরিয়ে দেয়ার চেষ্টা করলে তাকে অবহেলা অবজ্ঞা নয়, বরং পরম বন্ধু মনে করে তার প্রতি কৃতজ্ঞ থাকাটাই কি উচিত নয়। চোখে আঙুল দিয়ে আমার দোষ ধরিয়ে দেয়া ব্যক্তিটিকে বিদ্বেষ নয় বরং আসুন ভালবাসায় বরন করি!
কারও ভুল ভ্রান্তি, দোষ ত্রুটি ধরিয়ে দিতে গেলেও কি আরও সহনশীলতা, আরও কোমলতা, আরও আন্তরিকতার সাথে তা করার চেষ্টা আমরা করতে পারি না? আমরা কি আরেকটু বিনয়ী, আরেকটু নম্রতায় নিজেদের অভ্যস্ত করতে পারি না?
প্লিজ, দু'দিন যাবত আপনাদের অবস্থা পর্যবেক্ষনে অস্বস্তি ফিল করছি। অতি দ্রুত এর পরিসমাপ্তি প্রত্যক্ষ করার প্রত্যাশা। ভাল থাকুন প্রত্যেকে।
০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি ভাল বলেছেন। আপনি যার কথা বলেছেন সে আক্রমনাত্মক। আমার পোষ্টের সার কথাছিল আয়াতে কারিমার বক্তব্য হানাফিরা ধারণ করে যদি তারা নামে গুণে হানাফী হয়। তারা বলছে এ হানাফী সে হানাফী নয়। তাহলে প্রকৃত হানাফীর ভিতর সেই হানাফীর কোন গুণ অনুপস্থিত? অন্যদের মাঝেও যদি সেই গুণ উপস্থিত থাকে তবে অন্তত নামের পয়েন্টে তারা পিছিয়ে। আর হানাফিরা নামে গুণে মিল। কাজেই যারা মুসলমানদের ঐক্যের কথা বলে তারা এ প্লাট ফর্মে ঐক্যবদ্ধ হলে সেটাই বেশী সঠিক হবে।
মহানবী (সঃ) সবদলকে সঠিক বলেননি তিনি একদলকে সঠিক বলেছেন। তো সে দল কোনটি? সঠিক দলে যে থাকতে চায় তার অবশ্য এ সংক্রান্ত গরজ রয়েছে। আমি যদি আমার দলকে সঠিক পাই তো অন্য দলও সঠিক সেটা আমার ভাবার দরকার কি? অন্য দল সঠিক হলে তারা প্রমাণ দিতে পারে তারা কিভাবে সঠিক! গ্রহণ যে করবে সে তার নিজ বুঝমতো গ্রহণ করবে।
আহলে হাদীসরা শুধুই চিৎকার করে বেড়াচ্ছে তারা সঠিক, মাজহাবীরা বেঠিক, তাতে কারো গায়ে লাগছে না। তবে কি তাদের ব্যাখ্যা সব সঠিক? হানাফীরা একই কথা বল্লে তাদের কেন দোষ হয়? নাকি আল্লাহ তাদেরকে ক্বোরআন ও হাদীসের অবারিত অপব্যাখ্যা করার লাইসেন্স দিয়েছেন?
সে যাই হোক উক্ত ব্যক্তি তার গায়ের জোরে আমাকে তার কথা মানাতে পারবে না, যতক্ষণনা সে তার কথা আমাকে বুঝাতে না পারে। আর আমি সে আমার যে ভুল ধরেছে তার ব্যাখ্যা সহ আরেকটা পোষ্ট দেওয়ার ইচ্ছা রাখি ইনশা আল্লাহ। তবে উক্ত পোষ্ট দেওয়ার আগে ভাবছি আপনাকে একটু দেখিয়ে নেব।
উক্ত ব্যক্তির কথায় বুঝা যাচ্ছে তার সংশোধনের নিয়ত নেই। তার নিয়ত হলো ঝাগড়া করা ও গালাগালি করা। তো নিম্নমানের লোকেরা হর হামেশা এটা করে থাকে।
৫| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সবার কাছ থেকে হ্যাপি ব্লগিং কামনা করছি।।
০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সে কামনা সব সময় আমারো রয়েছে। কিন্তু কেউ যদি বলে আমার কথা আমি বলব কিন্তু তোমার কথা তুমি বলতে পারবেনা। তাহলেতো আর হ্যাপি পরিবেশ থাকেনা।
৬| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
কবি সামুতে ব্লগিং করার সুযোগ পেলেন না, দু:খের বিষয়
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কি আর করবেন তিনি। তখন যে সামুই ছিলনা। সে হিসেবে আমরা ভাগ্যবান।
৭| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতা পাঠ করে ভালো লাগলো।
০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি আমার পোষ্টে মন্তব্য করলে আমার অনেক ভাল লাগে, কারণ আপনি সনেট বোদ্ধাদের একজন।
৮| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:০০
জীবন সাগর বলেছেন: ভালো লাগলো এবারও। অনেক সুন্দর, অনেক মানসম্পন্ন লেখা বের হচ্ছে কবিবরের কাছ থেকে।
শুভকামনা জানবেন সবসময়।
০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এতে আপনাদেরও যথেষ্ট অবদান আছে। কারণ আপনারা পাশে থেকে উৎসাহ যোগান।
৯| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৫
কল্লোল পথিক বলেছেন:
বেশ হয়েছে!
০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর। আপনার মঙ্গল হোক।
১০| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫২
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: অসাধারণ সুন্দর লিখেছেন। ভালো লাগলো, প্রিয়তে থাকুন।
০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ অসাধারণের পিছনে রয়েছে আপনাদের অসাধারণ পাশে থাকা নামক সহযোগীতা। অনেক শুভেচ্ছা জানবেন।
১১| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৪
অতৃপ্তনয়ন বলেছেন: শুভকামনা প্রিয় কবির জন্য। অনেকদিন পর ব্লগে এসে ভালো দুটি কবিতা পড়লাম
আপনার সনেটে আগের মতোই মুগ্ধতা রেখে গেলাম।
০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমিও আপনারা পাশে থাকায় মুগ্ধ। আর আজ প্রিয় কবিকে নিয়ে লিখতে পেরে অনেক ভাল লাগছে। যাক ভুলেননি এটা আমার অনেক বড় পাওনা।
১২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৯
অতৃপ্তনয়ন বলেছেন: কেমনে ভুলি ভাই আপনাকে। আপনি যে প্রেরণার আকাশে চাঁদতারা।
দোআ করবেন প্রিয় কবি।
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য আন্তরিক শুভকামনা।
১৩| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি যে প্রিয় কবিকে নিয়ে এত সুন্দর একটা সনেট লিখেছেন তা দেখতে দেরি হয়ে গেল!!
আপনার সনেট গুলো দিনদিন আরো শ্রুতিমধুর হচ্ছে তা বুঝতেই পারছি। খুব সুন্দর হয়েছে এবার। সঠিক মূল্যায়ন আর শ্রদ্ধায় সাজিয়েছেন কবিতা। সেজন্য কৃতজ্ঞতা মন থেকে।
শুভকামনা জানবেন প্রিয় কবি, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।
আপনার সাফল্য কামনায়
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশেষে কবিকে লেখা কবিতা দেখতে কবি এলেন। অনেক খুশী হলাম।
১৪| ০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ আপনার মঙ্গল করুন।
১৫| ০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৮
নাঈমুর রহমান আকাশ বলেছেন: গুনের সমঝদাররা গুনের কদর বোঝে।
কবিতা সুন্দর হয়েছে। ধন্যবাদ।
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬
টুনটুনি০৪ বলেছেন: কবিতা ভাল লেগেছে।