![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়ারিশি সম্পদের আল্লাহ নির্ধারিত অংশযোগে কখনো লব বড় হয় বা কখনো হর বড় হয় বা কখনো লব ও হর সমান হয়। যদিও হিসেব সুবিধায় লব ও হর সমান হলে ভাল হয়। আল্লাহর এ গরমিল হিসাব কেন? এর একমাত্র কারণ অংশিদারি কারবারে এমন সমস্যা দেখা দিলে এর সমাধান দেখানো।এ ক্ষেত্রে সমাধান হলো হর বাড়িয়ে লবের সমান করা যাতে প্রত্যেক অংশিদার অংশহারে কম পায়।আর লব ছোট হলে পুণঃ বন্টন করেও বন্টন অযোগ্য অংশ থাকলে তা’দান করা।বুঝদার লোকেরা এটা বুঝেন।কিন্তু যারা কম বুঝেন তারা উল্টা আল্লাহর ভুল ধরেন। যদিও বিষয়টির মাধ্যমে আল্লাহ গাণিতিক সমস্যার সমাধান দেখিয়েছেন।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এককালে এ নিকে আমি ব্লগে পরিচিত ছিলাম। তারপর আমাকে বোতল বন্দী করা হয়। এখন আবার ছেড়ে দেওয়া হয়। দোয়া করবেন যেন বোতলে আর প্রবেশ করতে না হয়।
২| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: চাচা সমস্যা হলো বুঝদার লোকের সংখ্যা অনেক কম।
আবার যারা বুঝদার- তারা কি আসলেই বুঝদার?
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বে-বুঝ লোক নিয়েই যত সমস্যা।
৩| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৯
হাবিব বলেছেন: কবি সাহেব আপনি বোতলবন্ধি মানে? বুঝলাম না............................
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিছু কিছু বিষয় বুঝের বাইরে থাকলে ক্ষতি নেই।
৪| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪১
ফেনা বলেছেন: খুব ভাল একটা বিষয় উপস্থাপন করেছেন।
ভাল থাকবেন সবসময়।
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর লিখেছেন। স্যার কেমন আছেন? প্রথম পাতায় আপনাকে স্বাগতম। নাম পরিবর্তন করেছেন মনে হচ্ছে।
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নাম পরিবর্তন নয়। এটা আমার প্রথম নিক। যা দীর্ঘ্য দিন পোষ্ট বেন্ড ছিল।
৬| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬
কে ত ন বলেছেন: এমনিতে কোন সমস্যা ছিলনা, হুমায়ুন আহমেদ তার শ্রাবণ মেঘের দিনে উপন্যাসে নায়িকার নাস্তিক বাবাকে দিয়ে ধার্মিক মাকে শায়েস্তা করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে এই ভ্রান্তি ধরিয়ে দিয়েছিলেন। মানুষ তো আর কোরআন পড়েনা, পড়ে হুমায়ুন। তাই এই বিভ্রান্তি তৈরি হয়েছে।
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সম্ভবত হুমায়ূন স্যার এ বিষয়ে নিজেও বিভ্রান্তির মধ্যে ছিলেন।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন কবি ভাইকে। প্রথম পেজে আপনাকে দেখে খুশি হলাম।
শুভেচ্ছা নিয়েন।