![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দেরা নিঃশব্দে আসে
মানবিকা তুমি দেখনি তাদের
যারা এসে ছিল কোন এক তারা ভরা রাতে
তাদের ছায়া দেখে তুমি জ্ঞান হারালে
প্রিয়জনকে হারাবার চিত্র না দেখার ভয়ে।
সে মরেনি
এখনো বেঁচে আছে অন্য কোন ঠিকানায়।
তাহলে তোমার জ্ঞান হারানো নিরর্থক ছিল
তা’ ভেবে তুমি এখন নির্বাক!
তোমার শব্দরা এখন নিঃশব্দে আসে
কেউ শুনে না তোমার যন্ত্রণার কথা।
মানবিকা
তোমার ভালবাসার মর্ম যে বুঝেনি
তুমি তাকে দিলে
সে অমূল্য রত্ন যে এর মূল্য বুঝেনি।
অনেকটা আমার মতন
আমার শব্দরা তোমার নিকট নিঃশব্দে আসে
তুমি শুননা।
আমার মানবিকা নির্বাক অন্যের জন্যে
আর আমি বসে দিন গুণি মানবিকা শুধু তোমার জন্যে।
তুমি বুঝনা
কি করে তোমায় বুঝাই জানিনা।
আমার সময় নিঃশব্দে কোথায় যেন হারিয়ে যায়
ক্রমাগত হারানো সময়ের বেদনায়
আমি নিশ্চুপ বসে থাকি একা
তুমিও একা
একাকিত্ব ঘুচলনা আমাদের!
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চেষ্টা করছি ভাল লেখার, কিন্তু কেমন যেন হচ্ছে না।
২| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৩
শাহারিয়ার ইমন বলেছেন: মাঝে মাঝে একাকীত্ব ও উপভোগ্য
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর মাঝে মাঝে বেদনাদায়ক।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিছু কালজয়ী লেখা দরকার কিন্তু পারছি না।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪
নজসু বলেছেন:
দুজন দুজনের কারণে আজ একাকীত্বের ঘানি বয়ে বেড়াচ্ছে।
কবিতা মন ছুঁয়ে গেল।
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক জন এক দিকে বেঁকে গিয়ে একা হয়ে যায়।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
খায়রুল আহসান বলেছেন: দিনশেষে আমরা সবাই একা!
"শব্দেরা নিঃশব্দে আসে" - আবার নিঃশব্দেই যায়ও।
কবিতায় ভাল লাগা + +
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দোয়া করবেন যেন ভাল কিছু লিখতে পারি।
৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
ইমু সাহেব বলেছেন: এক বস্তা ভালোলাগা ।।
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পাঁচ বস্তা শুভেচ্ছা।
৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
হাবিব বলেছেন:
বাহ বেশ বেশ ...... কি দারুন কাব্য
বেশি ভালো লেগেছে
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সে আর যাই বলুন সত্যিকারের কবি থেকে আমরা যেন অনেক দূরে।
৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৫
মাহমুদুর রহমান বলেছেন: কিভাবে যে আপনি এত সুন্দর করে সনেট লিখেন আমার মাথায় ধরে না।
৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! সনেট ছাড়াও যে আপনি চমৎকার ভাবের কবিতা লেখেন, সে কথা তো জানতাম না !
কবিতায় ভালো লাগা
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লিখেছেন