![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনার ঘোড়াগুলো দাপিয়ে বেড়ায়
যে বুক ফুলিয়ে হাঁটে সে পালিয়ে বেড়ায়
সময়ের কাছে মানুষেরা অসহায়।
বহুজন ছিল যারা আজ মৃত
নতুনের পদভারে হারায় পুরান
আরো কেউ আসবে এদের বিদায় জানাতে।
কে বলে কি বলে শুন
তারপর ভাব কোথায় কি লাভ আছে
নিজের জন্য যেটুকু পার করবে অর্জন।
ভাবনার গভিরে ঢুকে দেখ তুমি একা
কেউ আসে কেউ যায় কিছুক্ষণ সাথে থাকে
তোমার পুরনো বন্ধুরা আজ কোথায়?
এখানে তামাশা চলে তুমি যার দর্শক
এক দিন অন্যেরা তোমার দর্শক হবে
হয়ত কাঁদবে এরপর ভুলে যাবে কর্মব্যস্ততায়
তোমার সম্পদের হবে অন্য মালিক।
এভাবেই ঘটনার পাগলা ঘোড়া দাপিয়ে বেড়ায়
সময়ের স্রোতে ভেসে যায় সব কিছু
কে কখন কোথায় যায় কে রাখে খবর?
ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: বাহ্
আনিন্দ
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
সাগর শরীফ বলেছেন: খুবই ভাল লাগল ।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নিরন্তর শুভেচ্ছা জানবেন।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
শাহারিয়ার ইমন বলেছেন: আমরা যাইনি ম’রে আজো- তবু কেবলই দৃশ্যের জন্ম হয়ঃ
মহীনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে,
প্রস্তরযুগের সব ঘোড়া যেন- এখনও ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর ’পরে।
এই চারলাইন একটু ব্যাখ্যা করে বলতে পারবেন ।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব কঠিন মনে হলো।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪২
মাহমুদুর রহমান বলেছেন: জীবন খুবই সংক্ষিপ্ত।যখন কার কাজ তখনই করে ফেলা উচিৎ।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একদম ঠিক বলেছেন।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৪
ইব্রাহীম আই কে বলেছেন: ভাবনার গভিরে ঢুকে দেখো তুমি একা,
দেখলাম, সত্যি আজ আমি বড়ই একা
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অথচ মানুষ ঝাঁকের সাথে কূ-পথে গমন করে।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
খুব সুন্দর।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ জনাব।
৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
হাবিব বলেছেন: অনিন্দ সুন্দর
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ স্যার।
৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪
ওমেরা বলেছেন: আজি ভাবলে অনেক কিছু না ভাবলে কিছুই না।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ভাপুকে নিয়ে সনেট লিখলাম, নজরে পড়েছে কি? আমি এখন এটাও ভাবছি।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
মীর সাজ্জাদ বলেছেন: অনেক সুন্দর লেখা।