![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা মেয়ের একটা নির্ভরযোগ্য হাত লাগে
যা ধরে সে চলতে পারে
জীবনের অলিগলি
নির্ভয়ে
বিশ্বস্ততায়
তাই সে দেখে যে তাকে চায়
বুঝার জন্য
এই কি হবে সেই লোক যেমনটা সে চায়?
সুতরাং তাকে বুঝতে দাও
তোমাকে
পর্যাপ্ত সময়।
সে তোমায় বিশ্বাস করতে না পারলে ফিরে এস
জোর করোনা।
তুমি শুধু তাকে চাও যে তোমাকে চায়
তাহলেই পাবে
সুখ
একাজে ভুল হলে জীবন পানসে হয়ে যাবে।
# পরিস্থিতি
এখন ফুল নয়
একটা ডিম দাও ভেজে খাব
পেটে ভীষণ খিদে
ফুল এখন ভাল লাগেনা।
২| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
সাইন বোর্ড বলেছেন: সুন্দর বোধ এবং সময়কে ধারণ, অনবদ্য লাগল ।
৩| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
নজসু বলেছেন:
পরিস্থিতিতে যে লাইন চারটে পেলাম
তা বাস্তবতায় পরিপূর্ণ।
৪| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: শেষের ৪টি লাইনে, বাস্তব চিত্র তুলে ধরেছেন।
আপনার জন্য শুভ কামনা।
৫| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম চাচা।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
আমার জন্য দোয়া করবেন।
৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩
এস এম ইসমাঈল বলেছেন: ছোট্ট এ জীবনটাতে নেইকো সুখের অন্ত,
দয়াল আল্লাহ দিয়েছেন নেয়ামত অফুরন্ত ।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যথার্থই বলেছেন শ্রদ্ধেয়।