![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা আশাহত জাতি দেখে
এখনো পরের ঘরে দীপশিখা জ্বলে
নিজের ঘর আঁধার জনারণ্যে
মৃতপ্রায় মনে কাটে নির্জীব জীবন।
এখানে সমস্যা আদিগন্ত
কেউ জানেনা সমাধান কোথায়?
বেকারের চোখে ধোঁয়াশা
মনে হয় মরেগেলে বাঁচি।
মানুষেরা ভিটেমাটি ছেড়ে
একটু আলোর খোঁজে চলে যায় তেপান্তরে
একটু দীপশিখা চাই জীবনের জন্য
আর সবার অনুরূপ আলো ঝলমল
যেথায় উড়বে সুখের প্রজাপতি রঙ্গিন পাখায়।
ওদের জিগ্যেস কর ওরা
নিজের ঘরে জ্বালাতে দীপশিখা
তেপান্তরে গিয়েছে ।
আঁধারে দম বন্ধ হয়ে তাদের এ যাত্রা
ওদের ভুল বুঝলে ওদের মনে কষ্ট হয়
পরবাসে ওরা নিজের মানুষের কথা ভাবে।
দুঃখের আধারে বেঁচে থাকা অর্থহীন মনে হয়
সুখের পাখি হারিয়েছে কোন অরণ্যে
মানুষেরা খুঁজে পায়না সে পাখি।
একজন শিকারী চাই আমাদের
ভোটের হাওয়ায় যে আসবে দৃঢ় পদক্ষেপে
সুখের হারানো পাখি ফিরিয়ে আনতে।
না পাওয়া দীপশিখা এখন অনেক কাম্য
অন্যদের মত দীপ্তি ছড়ানো
জানিনা আসবে কিনা তেমন কোন এক দিন
তথাপি সে দিনের প্রতিক্ষায় থাকি
আশা করতে ভালবাসি বলে।
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
আমাদের মানুষ দেখছেন, ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া এগয়ে গেলো, আমরা পড়ে আছি: ড: কামালেরা, মির্জারা, ওবায়দুল কাদেরা শুধু ভালো করলো নিজেদের অবস্হা।
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দেশের উন্নতি করতে গিয়ে আমাদের শুধু নিজের উন্নতির কথা মনে থাকে এখানেই সমস্যা।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
স্বপ্ন নীর বলেছেন: সুন্দর লেখা
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
রাজীব নুর বলেছেন: রাজনীতিতে এখন খুবই তামাশা চলছে।
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একদম ঠিক বলেছেন।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২২
হাবিব বলেছেন: রাজনীতি এখন শুধু আখের গোছানোর নীতি.........
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তেমনটাই তারা করছে।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৫
সাত সাগরের মাঝি ২ বলেছেন: আমরা যতক্ষন পর্যন্ত আল্লাহর নাফরমানী করবো ততক্ষন পর্যন্ত আমাদের মুক্তি হবে না...........
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মুক্তির জন্য আল্লাহর শুকরিয়া প্রয়োজন।
৭| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: দারুণ!
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগছে মামা ।
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! সুন্দর । অনুভবে মুগ্ধতা । ++
বিনম্র শ্রদ্ধা শুভকামনা প্রিয় কবিভাইকে।