নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমার নির্বাচনী ভাবনা

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫



আমাদের উর্বর মাটিতে ভাবনারা গজায় আগাছার মত। তাতে কোন ফসল ফলেনা।তেমনি এক ভাবনার অন্তজালে আটকা পড়ে আছি আমি।নির্বাচন সংক্রান্ত আমার ভাবনার জাল বিস্তার নিম্নরূপঃ-

# নির্বাচন ব্যবস্থায় সভ্যহতে না পারলে আমরা বিশ্বসভ্যতায় সভ্যতার স্বীকৃতি পাবনা। আমরা উন্নতি করছি, সেটা সভ্যতায় না অসভ্যতায় আমি এখন সেটাই ভাবছি।

# আমি কি ভোট দিতে পারব? আমার ভোট কি সঠিকভাবে গণণা হবে? নির্বাচনের ফলাফল কি সঠিকভাবে ঘোষণা হবে?

# আমরা প্রতিপক্ষের পোষ্টার ছিড়ি। প্রতিপক্ষের প্রচারে বাধা দেই। প্রতিপক্ষের মিছিলে হামলা করি। আমরা কি অন্ধকার যুগে আছি না আলোর ভূবনে আছি?

# আমাদের ব্যবস্থাপকগণ কি ভাবেন যে তাঁরা আমাদের জন্য কি ব্যবস্থা রেখে যাচ্ছেন? ইতিহাস কি তাদের জন্য চোখ বন্ধ করে অন্ধ হয়ে থাকবে?

# এখন যা হচ্ছে অতঃপর একদিন কি হবে? মানুষ কি সব ভুলে যাবে? মানুষ কেন ভবিষ্যতের কথা ভাবেনা?

অন্তহীন ভাবনায় সময়গুলো গড়িয়ে চলে যায়। আশার আলোর ছিঁটেফোটাও কোথাও দেখা যাচ্ছেনা।আক্ষেপের সাথে শুধু এটুকু বলতে পারি যারা মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলে তারা ঘৃণারও অযোগ্য। মির্জাফর ও রাজাকার থেকে তাদেরকে আমি উন্নত কিছু ভাবতে পারি না।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

পবিত্র হোসাইন বলেছেন: লাস্টের তিনটি লাইন চরম লাগলো।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আপনাকে নিরন্তর শুভেচ্ছা।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

নজসু বলেছেন:




যতদিন না আমাদের মন থেকে হিংসা দ্বেষ আর লোভ দূর না হচ্ছে
ততোদিনে আপনার স্বপ্ন বাস্তবায়ন হওয়া সম্ভব নয়।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমাদের মানুষ হওয়ার শুভক্ষণ মনে হয় এখনো অনেক দূরে।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: একমত্ । তারা রাজাকারের চেয়ে ঘৃণ্য ।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তারা অমানুষ!

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

পক্ষবাদী বলেছেন: এখন আমাদের যেখানে ভোট দেয়ার মত অধিকারটুকো নেই সেখানে আমাদের দেশের নেতারা দেশ কত ভালো চালাচ্ছেন বোঝাই যাচ্ছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটা সুন্দর ভোটের ব্যবস্থা করতে না পারা চরম অযোগ্যতা।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

যোখার সারনায়েভ বলেছেন: না জানি আমার ভোট কে আগেই দিয়ে দেয় ।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভোট গ্রহণে যেমন অনেক লোক থাকে তেমনি ভোট প্রদানেও অনেক লোক থাকে যারা কষ্ট করে অপরের ভোটগুলো দিয়ে দেয়।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


বদির বউ, শামীম ওসমান, মওদুদ, আমান উল্লাহ আমান, ড: খোন্দকার মোশারফ, ধনকুবের সেলিমা(কুমিল্লা), হাজী সেলিম, ২৪ জন জামাতী, ইত্যাদি যদি পারলামেন্ট ভোটে প্রার্থী হয়, সঠিক ভোট কখনও হবে না।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এমন আইন করলেই হয় যাতে সঠিক ভোটের অন্তরায় যে সব লোক তারা যেন ভোটেই দাঁড়াতে না পারে। তথাপি সঠিক ভোট হওয়ার দরকার আছে। কতিপয় লোকের জন্য গোটাদেশের লোককে ঠকানো কেমন কথা?

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

হাবিব বলেছেন: আসসালামু আলাইকুম... প্রিয় সনেট কবি কেমন আছেন?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অসুস্থতা অনেক। আল্লাহর দয়ায় ঠেলেঠুলে জীবনটা কেটে যাচ্ছে। সব সময় মনে ভয় কখন ডাক পড়ে!

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: যে সময়ের যে ভাও উল্টা পাশে নৌকা বাও।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: উল্টাই যেন আমাদের কপাল!

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে। দেশের কিছু সমস্যা নিয়ে আলোচনা করবো। চুপ করে থাকলে হবে না। জয় বাংলা।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হয়ত একটা কারণেই তাঁর সব অবদান ঢাকা পড়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.