![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছন্দগুলো মন্দ নয় বন্ধ দুয়ার খোলা
ফুরফুরে বাতাসেতে চুলগুলো উড়ে
জানালায় বসে দেখে আকাশের নীল
ঠোঁট বেয়ে কবিতারা নেমে আসে নীচে।
শান্তচোখে শান্তি যেন উপচে পড়া ভীড়
উঠনে বাগান আছে ফুলগুলো দোলে
মালঞ্চে রয়েছে বসা দুটি হলদে পাখি
‘বউ কথা কও’ বলে তারা নিরবতা ভাঙ্গে।
লাজুক নয়ন ফিরে আঁকাবাঁকা পথে
অলিগলি সেথা সব আছে পরিপাটি
হৃদয়ের বাঁকে বাঁকে ছোট নদী বয়
দেখে সেথা বহে জল কুলে কুলে ভরা।
‘বউ কথা কও’ পাখি বলে চলে
খানিক কবিতা পড়ে, বউ চুপ চাপ
কুমারী মেয়েকে বউ পাখি বলে যায়
তার সাথে সে শব্দের মিল সুন্দর।
মানুষ কখনো যেন ফুল হয়ে যায়
নজর সেথায় যেন জমে থাকে খুব
গোলাপরাণীও তাতে তুচ্ছ মনে হয়
কবি বলে সুন্দর তাই চেয়ে থাকি।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চোখ যেহেতু আকাশে সেহেতু কবিতা উল্টে নীচে নেমে গেল যেন নীল আকাশে হারিয়ে না যায়। কারণ কবিতা হারালে কবি কষ্ট পায়।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
তারেক ফাহিম বলেছেন: কবির এ নিক থেকে কবিতা খুব কম চোখে পড়ে।
শুভকামনা কবির জন্য।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সনেট ছাড়া অন্য কবিতা এনিক থেকে পোষ্ট দেব ভাবছি। সনেটের চেয়ে এসব কবিতায় কষ্ট একটু কম।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণীত হলাম প্রিয় কবি। আপনাকে অনকে ধন্যবাদ।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭
রাইসা হাছনাত নীলুফার বলেছেন:
কুমারী মেয়েকে বউ পাখি বলে যায়
তার সাথে সে শব্দের মিল সুন্দর।
কবি বুঝার বাহিরে দুটি লাইন!
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কুমারী সখকরে বউ সেজেছিল। সেজন্য পাখি কন্ঠের শব্দের সাথে তার মিল হয়েগেল।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
হাবিব বলেছেন: ভালো লেগেছে প্রিয় সনেট কবি
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
প্রানবন্ত ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
ল বলেছেন: কিছু মনে না করলে!!
কবিতার নেমে আসে নীচে ---এ লাইন টা বুঝলাম না প্রিয় সনেট কবি