নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দেশের মালিকের সাথে বেয়াদবী

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬



বাংলাদেশের বড় দুই রাজনৈতিক জোটের কেউ যদি মন্দ হয়ে থাকে তবে অন্যরাও ভাল নয়। তাদের কে কার সাথে কি আচরণ করছে এ নিয়ে দেশের মালিক জনগণের মাথা না ঘামালেও চলে। তবে এর জন্য ভোট দিতে বাধা দিয়ে দেশের মালিক জনগণের সাথে বেয়াদবী করা ঠিক নয়। কারণ তারা ছাড়াও নির্বাচনে অন্য আরো বারশত প্রার্থী আছে। কাজেই জনগণের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ জনগণকে দিতে হবে।

বাংলার জনগণ ক্ষেপেগেলে কি হতে পারে সেটা অতীতে বহুবার দেখা গেছে। জনগণের ঘৃণা থেকে রাজাকাররা আজ অবদী রক্ষা পায়নি।জনরোষে পড়ে অতীতে অনেকে বিতাড়ীত হয়েছে।এবার জনগণকে এখনো শান্ত মনে হচ্ছে। শেষ অবদি জনগণ শান্ত থাকলে বুঝতে হবে জনগণ তাদেরকে অবকাশ দিচ্ছে।তবে এমন অবকাশ কেয়ামত পর্যন্ত চলবে, এমন না ভাবলেও হয়। আমার মনে হয় ভাল হওয়া অধীক উত্তম।কারণ জনগণ তাদের ভোটাধিকার হরণ সমর্থন করছে বলে মনে হয় না। সব জনগণ বিদ্রোহ করলে এত অবরাধী রাখার মত কারাগার পাওয়া যাবে না।সে জন্য আমি সবাইকে সৎথাকার পরামর্শ দেব। তবে সেটা মানা না মানা প্রত্যেকের নিজের ব্যাপার।

ত্রিশ তারিখ আমাদের সামনে ভাল কিছু করার সুযোগ রয়েছে। এখন সে সুযোগ আমরা কিভাবে কাজে লাগাব সেটা নিতান্তই আমাদে বিষয়। সবার সুমতি হোক।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮

ডার্ক ম্যান বলেছেন: পরিবারসহ ভোট দিতে যান

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সেখান থেকে কোথায় যাব, উপরে, হাসপাতাল, না বাসায়?

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২

হাবিব বলেছেন: এটা আদর, বেয়াদবী নয়......

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বানরেরা এমন আদর করে।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

ঢাবিয়ান বলেছেন: সেখান থেকে কোথায় যাব, উপরে, হাসপাতাল, না বাসায়?
কিছু বলার আর খুজে পাচ্ছি না ..

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জানি না আমাদের অবস্থার কবে উন্নতি হবে?

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী,




দেশটা যে জনগণের সেটা সবাই ভুলে যায় এমনকি জনগণ নিজেও। আর রাজনীতিবিদরা নিজেরাই যে জনগণ, একথাও মাথায় থাকেনা তাদের!

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ সবাইকে সুবোধ দান করুন।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

ডার্ক ম্যান বলেছেন: আল্লাহ আপনাকে যেখানে নিয়ে যাবে , আপনি সেখানেই যাবেন

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তবে কি নিজস্ব চিন্তা ও চেষ্টা বলতে কিছুই থাকবে না?

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

বাকপ্রবাস বলেছেন: সবাইকে ভোট দিতে যেতে হবে, দানবেরা পেরে উঠবেনা ইশআল্লাহ

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জনগণ সবার উপরই বিরক্ত!

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
জনগণ তাদেরকে অবকাশ দিচ্ছে।
এমন অবকাশ কেয়ামত পর্যন্ত চলবে?

বড় বড় নেতারা দলবেঁধে ৭১ এর ঘাতকদের লেজুড়বৃত্তি শুরু করে দিলে জনগণ কোথায় যাবে?
দেশে কি ভাল মানুষের অভাব ছিল?

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সে সব কিছুর আইনি সমাধান কি করা যেত না? অযুহাত দেখিয়ে কারো পাতের ভাত কেড়ে খেলে সে কত সহ্য করবে? এরপর তারা মোচড় দিলে কি হবে?

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঢাকা তে ধানের শিষ পোস্টার বিহীন নির্বাচন এই প্রথম..

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তবু একটা নতুন সিস্টেম দেখা গেল।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

পক্ষবাদী বলেছেন: ঠিক বলেছেন আপনি আর সেজন্যই আমার মনে হয় একটা কথা আমরা দেশকে যদি সত্যিই ভালোবাসি তারা অবশ্যয়ই আশা করি নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্রে যেয়ে নৌকার প্রতীকে নির্বিগ্নে ভোট দিবো। আর এটাই সত্যিকার অর্থে উচিৎ ।আর আপনেরাও ভুল করবেন না আর দেশকে ভালোবেসে দেশের পাশে সকলের থাকা উচিৎ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নৌকা প্রতিকের লোকেরা তাদের সমর্থকদেরকে বিশ্বাস করবে তো? নাবি আবার জনসমুক্ষ্যে ভোট দিতে হবে? এমন হলে আইন করে একদলীয় শাসন জারি করে দিলেই হতো। এত তিলিসমতির দরকার কি?

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ঢাকার কোথাও ধানওয়ালাদের মাইকিং করতে দেখা গেল না! মনে হচ্ছে বিএনপি বলে কোন দল নেই!

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মানুষের এসব স্মৃতি তাদের বিপদকালে মানুষের তাদের থেকে মুখ ফিরিয়ে রাখতে সহায়তা করবে।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


অনেক লোকজন এই দেশ চাননি, তারা মালিকের বাবা হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে; বেগম জিয়া বৃহত্তর পাকিস্তানে বিশ্বাসী ছিলেন, তিনি ৩৫ বছর বড় মালিক; জামাত মানুষ হত্যা করেছে পুটি মাছে মতো, তারাও মালিক; সেইজন্য সমস্যা হচ্ছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তবে কি বাংলার জনগণ দু’পক্ষে বিভক্ত হয়ে অনন্তকাল যুদ্ধ করতে থাকবে? আপনার বলা সমস্যা দূর করতে হলে তাদের, তাদের স্বজনদের ও তাদের বন্ধু-বান্ধবদের হত্যা করতে হবে, এটা সম্ভব কি? আর যা সম্ভব নয় তা’ বলে সময়ের অপচয় কেন করেন?

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: পাঁচ বছর ধরে পাগলটা বসে আছে ঐ বকুল গাছের তলায় । কিন্তু কেন ?

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এর উত্তর বলবেন দার্শনিক সাহেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.