![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোৎস্না মাখা মেঘগুলো ঐ নীল নীলিমায় ভাসে
তারা কাছে আসে, সব তারাদের ভালোবেসে
নিশিথ রাতে জেগে থেকে, শূণ্যে হয়ে ভেলা
এমনি করে তাদের যেন মনটা করে খেলা।
নিশাচরের দৃষ্টি গুলো নীল আকাশে উড়ে
তারা যেন লেপ্টে থাকে মেঘের ভেলা জুড়ে
মেঘের দ্বীপে দৃষ্টিরা সব জটলা করে বসে
মনটা তাদের ভরে উঠে মিষ্টি কথার রসে।
আকাশ নীলে তারার ঝিলে চোখ টিপ টিপ চলে
দুষ্ট মেয়ের মত তারা মিষ্টি হেসে বলে
গাও গতরে এমন করে জোৎস্না মাখাও কারা?
চন্দ্রিমাতে ভিজে বুঝি হলে পাগল পারা?
মেঘ বালিকা খিলখিলিয়ে হেসে বলে চুপ!
ঐ দেখনা ঝরছে কেমন আনন্দ টুপ টুপ।
গুঁড়ি গুঁড়ি জোৎস্না কণা পাতায় ফুলে পড়ে
তার পরেতে তারা সবে বাতাস এলে নড়ে।
এমন সময় চোখগুলো যার ঘুমে হলো কাদা
তারা কি আর দেখতে পারে বরপ কুঁচির সাদা
চন্দ্রধোয়া মেঘগুলি সব ভেসে ভেলার মত
দৃষ্টি দলে মিষ্টি স্বরে ডাকছে কাছে কত?
ফেলফেলিয়ে আকাশ দেখে চাঁদের টিপ পরে
সারা জগৎ তার দিকেতে দেখছে কেমন করে
নিশিথ রাতে রূপের মেলা বসে আকাশ তলে
ঘুরে সেথায় ঘুম হারানো দৃষ্টি দলে দলে।
উৎসর্গঃ বেগম রাবু চৌধুরী, যার আব্দারে এমন কবিতা লেখা হলো।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার ভাতিজার মনে নিশ্চয়ই আজ অনেক শান্তি!
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দুষ্ট মেয়ের মত তারা মিষ্টি হেসে বলে
গাও গতরে এমন করে জোৎস্না মাখাও কারা?
চন্দ্রিমাতে ভিজে বুঝি হলে পাগল পারা?
......................................................................................
সবাই ভোট নিয়ে ব্যস্ত,
আপনি বুঝি চন্দ্রিমাতে প্রেমের পাগল পারা?
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভোটের ফলাফল দেখছি। আমাদের রাজনীতিতে অনেক সমস্যা। ভেবে কোন কূল-কিনারা পাচ্ছি না। সে জন্য অন্য কিছু ভাবছি।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
হাবিব বলেছেন: এক কথায় এই কবিতার সৌন্দর্য্য বর্ণনা অসম্ভব.......
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঘরের জনের আব্দারে অবশেষে ছন্দ কবিতার পথে হাঁটা শুরু করলাম।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
হাবিব বলেছেন: জাতির এমন দিনেও আপনার কবিতা পড়ে মন ভরে গেল.......
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জাতির দিনটা আপনার কেমন মনে হয়? আসলে আমাদের জাতি তাদের মতই আছে।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।