নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মুক্তি কোথায়?

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৮



কিচ্ছু যখন ভাল্লাগেনা করব তখন কি?
গোমরা মুখে একলা বসে চুপমেরে থাকি
নীতির ক্ষেতে চাষ হয়েছে ফসল কিচ্ছু নেই
ভয়ের ক্ষেতের ফসল ভারি সাথে থাকছেই।

শিক্ষা এখন বন্ধী আছে চোরের কারাগারে
বিবেক সেথা বন্ধী থেকে কান্দে বারে বারে।
হাঁড় পিটুনি খাবে কেউ সত্যি যদি বলে
এমনভাবে আটকা মানুষ এখন গেঁড়াকলে।

মুক্তি কোথায় মুক্তি কোথায় শেকল পরা হাতে
চলছে খুঁজে মানুষেরা এখন দিনে রাতে।
বন্ধ খাঁচায় আটকে আছে সবার স্বাধীনতা
সে কারণে জমেছে মনে গভীর নিরবতা।


বিঃদ্রঃ একটা শ্রোগানের কথা তীব্রভাবে মনে পড়লো, ‘হীরো আলমের কিছু হলে জ্বলবে আগুন পাকের ঘরে’ কারণ পাকের ঘরে আগুন না জ্বললে খাব কি? কবিতাটা হীরোর জন্য উৎসর্গ। এদেশে কেউ বিশ্ব বেহায়া, কেউ সৌরজাগতিক বেহায়া। আর কেউ মহাজাগতিক বেহায়া। তাদের সবার থেকে হীরো উত্তম।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

বিজন রয় বলেছেন: মুক্তির সাথে ওই ছবির সম্পর্ক কি?

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এভাবেই সে ভাবার চেষ্টা করছে মুক্তি কোথায়?

২| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর কবিতা, তবে বিজন দার মত কবিতার সাথে ছবির সম্পর্ক জানতে ইচ্ছে হচ্ছে।

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছবির ভাবের সাথে শিরনামের মিল করা হয়েছে।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৬

অবনি মণি বলেছেন: ভেবেছিলাম উনিই মুক্তি।।

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: উনি মুক্তির কথা ভাবছেন!

৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: ছবিটা দেখে আমার মনে হয়েছিল সে একটি মুক্ত জায়গায় মুক্ত অবস্থায় সময়টাকে উপভোগ করছে। সেজন্য আমি আগের প্রশ্নটা করেছিলাম। হয়তো আরো মানানসই ছবি আসতে পারতো।

আসলে যতক্ষন জীবন ততক্ষন মানুষের জীবন বন্দী।
তাই মুক্তি নেই।

কেমন আছেন আপনি?
সনেট কবি নিক থেকে কোন লেখা পাচ্ছি না যে!!

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার উনি আবার ছন্দ কবিতা চাচ্ছেন। হয়ত তিনি সনেট দেখতে দেখতে ক্লান্ত হয়েছেন। তা’ছাড়া সনেটে একটু বেশী কষ্ট করতে হয়। আমি একটা মাইল ফলক চেয়েছি সেটা যখন হয়েছে, তখন ভাবলাম এবার না হয় তার কথাও একটু শুনি। তাঁর কথা না শুনলেওতো বিপদ!

৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭

বলেছেন: ছবির মেয়েটা বিমুগ্ধ হয়ে প্রকৃতির মায়া উপভোগ করছে --- মুক্ত হোক সব আশা আর আকাঙ্খা।



দারুণ লিখেছেন কবি।

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ শিরনামে গুগুল আমাকে এ ছবি বের করে দিয়েছে। ভাবলাম গুগুল মামার পছন্দ যখন আমিও এটাই তবে এ শিরনামের সাথে যুক্ত করেদি!

৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯

বিজন রয় বলেছেন: হা হা হা ..... এই তাহলে রহস্য!!

ঠিক আছে তার কথায় চলুক তবে এমন.................

তবে আমাদের কথা আবার ভুলে না যান!!

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জানেনতো কবিদেরকেও শাসকদেরকে মেনে চলতে হয়। তবে সবার কথা কিঞ্চিত মনে রাখার চেষ্টাও থাকবে আশা করি। আমার উনি বলেন এত কষ্ট করে তোমার কি লাভ হলো? হাবীব স্যার তোমার রেকর্ড ঠিক ভেঙ্গে ফেলবেন। আমি বললাম রেকর্ড মানুষ করে অন্যের ভাঙ্গার জন্য, যেমন আমি অন্যের রেকর্ড ভেঙ্গেছি। তেমনি অন্যে আমার রেকর্ড ভাঙ্গবে এ আর এমন কি? এখন রেকর্ডটা কারো ভাঙ্গার জন্য তাদের নাগালের মধ্যে রাখা নিসন্দেহে পরোপকার, কি বলেন প্রিয় কবি?

৭| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুক্তি'র মা মারা গিয়েছে...

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হাঁড়গোড়ও আছে কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮

ব্লগার_প্রান্ত বলেছেন: উনি কি......?

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার বড় মেয়ে ঘুম থেকে জাগলে এ বিষয়ে তার সাথে আলোচনা করব!

৯| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১২

পবিত্র হোসাইন বলেছেন: শেষ প্যারাটা বাকরুদ্ধ ছিল।

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবার কি আর কথা বলার স্বাধীনতা আছে? সুতরাং বাক তবে রুদ্ধই থাক!

১০| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: জটিল হয়েছে চাচাজ্বী।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। শুভ সকাল।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০২

হাবিব বলেছেন: মেয়েটাও কি মুক্তি খুঁজছে?

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যা খোঁজে খোঁজক। ছবি একটা দেওয়ার দরকার ছিল সে জন্য দিয়েছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.