![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবর্ণ অন্ধকারের গহিনে দেখি প্রস্ফুটিত আলোর ঝিলিক
প্রকাশিত হবে নাকি, বিবর্তীত হয়ে শেষে হতাশার দিক?
ভাবনার অন্তরালে দেখি চেয়ে কত কত আশা দীপ জ্বলে
হবে নাকি এ সফল ভাবি বসে একা একা মহাকৌতুলে!
মিথ্যা এখানে সবাই বলে লজ্জা নেই কারো অনুমাত্র মনে
লুটেরা সবাই তারা পুরাদস্তু দেখা যায় সব জনে জনে
মালিকের অধিকার কেড়ে নেয় তারা সামনে বসে তার
এটাই তাদের বড় গুণকীর্তি উন্নতির অনবদ্য শ্রেষ্ঠ উপহার।
একদা অনেক ছিল বেশুমার মনটান ভক্তি তাদের প্রতি
এখন তা’ উবে গেছে, অনেকটাই বদলেগেছে পুরো মনগতি
প্রতারক মনে হয় সব চেহারার সব লোক যে দিকে তাকাই
হায়, আর কোথাও এখন বুঝি কোন ভাল মানুষেরা নাই!
আমরা আম জনতা বিলিয়ে সকল দেব কেড়ে খাবে তারা?
আনন্দে ওদের সব হয়ে আছে যেন কোন মহাসুখে মহা আত্মহারা
ওরা হাসে আমাদের অধিকার কেড়ে নিয়ে মহাদোস্ত হয়ে কাজে
আর আমাদের হৃদয়ের তারে তারে দুঃখসুর শুধু অমলিন বাজে।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পাঠে ও মন্তব্যে আপনাকে অনেক ধন্যবাদ।
২| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
ভালো মানুষ আছে। অনেক আছে।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু তারা এখন বোতল বন্দ্বী। মন্দলোকেরা তাদেরকে জ্বীনের মত বোতল বন্দ্বী করে রেখেছে। তারা এখন নড়াচঁড়া করতে পারে না।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
কিছু মানুষ অনেক বেশী দখল করেছে, দরকারের চেয়ে অনেক বেশী
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাদের লোভ বেড়েই চলছে।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭
বিজন রয় বলেছেন: সম্ভবত এটাই আপনার সবচেয়ে ভাল কবিতা!!
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কোনটা যে কার কাছে ভাললাগে কে জানে? তবে আপনার এ মন্তব্য আমার জন্য যথেষ্ট প্রেরণা দায়ক।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬
হাবিব বলেছেন:
সনেট কবি, আপনার সনেট খুব মিস করছি।
শীত নিয়ে একটা সনেট লিখুন...........
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু সনেট লেখায় আমার আগ্রহ যথেষ্ট পরিমাণে কমে গেছে। তারচে বরং এখন আপনার সনেট বেশ উপভোগ করছি।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬
অবনি মণি বলেছেন: ভালোলাগা!!