![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে হলে চুরি ডাকাতি খুন রাহাজানি ছিনতাই মাদক উৎপাদন, মাদক সেবন ও মাদক ব্যবসা করতে দিতে হবে কি? বরং অনাচারের ক্ষেত্রে ইচ্ছেকে অবশ্যই প্রতিহত করতে হবে।দৈহিক সম্পর্কের ক্ষেত্রে আচার হলো এটা শুধুমাত্র দাম্পত্য ক্ষেত্রে সম্পন্ন হবে। আর দাম্পত্য সম্পর্কের সাক্ষি থাকবে যেন উত্তরাধিকারের দাবী প্রতিষ্ঠিত করা যায়।আর এক্ষেত্রে পায়ুপথ ব্যবহার না করা সংগত।সমকাম, কুমারিমাতৃত্ব ও দৈহিক সম্পর্কে পায়ুপথের ব্যবহার অনাচারের মধ্যে পড়ে।সমকাম দৈহিক সম্পর্কের প্রাকৃতিক নিয়মের পরিপন্থি। কুমারী মাতৃত্ব জটিলতা তৈরী করে।আর দৈহিক সম্পর্কে পায়ু পথের ব্যবহার কূরুচিপূর্ণ।সুতরাং আর দশটা কাজের ন্যায় দৈহিক সম্পর্কের ক্ষেত্রেও আচার অনাচার নিয়ম অনিয়ম রুচি অরুচি কূরুচি ইত্যাদি বিবেচনা থাকতে হবে। কারো ইচ্ছেকে সম্মান জানাতে গিয়ে সমাজ ও সভ্যতার ক্ষতিকরা যাবেনা।
এক কন্যাকে দেখলাম সে কুমারী মাতৃত্বের জয় গান গাচ্ছে। কেনরে বাপু সন্তানের পিতৃ পরিচয় থাকলে অসুবিধা কোথায়? তুমি না চাইলেও তোমার সন্তানতো চাইবে আর সবার মত তারও একজন পিতা থাকুক। তো তোমার ইচ্ছাকে বাস্তবায়িত করতে গিয়ে সন্তানের ইচ্ছাকে কেন জলাঞ্জলি দেওয়া হবে? যৌথ কারবারে সবার ইচ্ছাইতো সম গুরুত্বের হয়।ভদ্রতার ভেসে অনেকেই সমাজ ও সভ্যতায় অনাচার আমদানী করতে চায় যা প্রতিহত করা উচিত।
অনেকে পরকিয়াকেও প্রশ্রয় দিতে চান। অথচ এটা অতিশয় জঘণ্য। বহু বিবাহ ও বিবাহ বিচ্ছেদ না করা উত্তম। অপারগ না হলে এর থেকে দূরে থাকতে হবে এবং এ ক্ষেত্রে অপর পক্ষের মতামতকে গুরুত্ব দিতে হবে।সাকুল্য কথা হলো ইচ্ছাকে অকামের জন্য অবমুক্ত করা যাবেনা।
০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যে কোন মূল্যে ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতেই হবে। নতুবা লাগামহীন ইচ্ছে মহা বিপত্তি ঘটায়।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
সুস্হ জাতির জন্য মানসিক ও শারীরিকভাবে সুস্হ ও পরিত্র মনের মাতার দরকার।
০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একদম ঠিক বলেছেন।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৫
রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক।
০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কারো অযাচিত ইচ্ছেকে সমর্থন করতে গিয়ে সমাজকে ধ্বংস করা একবারেই ঠিকনা কেউ হ্য়তে বলতে পারে এটা তাদের স্বাধীনতা কিন্তু না এটা স্বাধীনতা নয়। স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারীতা নয়।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: স্বাধীনভাবে ধর্ষণ করাও হয়ত কেউ স্বাধীনতা মনে করে। কালে কালে কত কিছু দেখতে হয়। সহ্য না হলেও সহ্য করতেই হয়। আর এ ছাড়া উপায়ও থাকেনা।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনাজারে ভরে গেছে দুনিয়া
ভাল লাগলো আপনার কথা শুনিয়া।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনাচারের ভিড়ে আচার খুঁজে পাওয়াই মুশকিল।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৬
বাংলার মেলা বলেছেন: যে কন্যা কুমারী মাতৃত্বের জয়গান গায়, তার দৃষ্টান্ত হল লেজকাটা শিয়ালের মত। তার প্রেমিক তাকে গর্ভবতী করে ফেলে চলে গেছে - এজন্যে সে চায় সবাই অবিবাহিত অবস্থায় গর্ভবতী হোক। যাতে নিজের খারাপ অবস্থা অন্যে টের না পায়।
শারীরিকভাবে অক্ষম পুরুষেরা বা খারাপ চরিত্রের নারীরা ছাড়া কেউ পরকীয়াকে প্রশ্রয় দেয়না। পরকীয়ার মাধ্যমে এই শ্রেণীর নারী পুরুষ নিজেদের কদর্যতা ঢেকে রাখতে চায়।
কোরআনে আছে, "সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্র নারীর জন্য এবং ব্যভিচারী পুরুষ ব্যভিচারী নারীর জন্য"
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভদ্রতার মুখোশে অনেকেই অনাচারকে আচারের রূপ প্রদান করতে চায়।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমাদের দেশে নারীবাদের নামে যেটা হচ্ছে তা আসলে পুরো উলটো সংস্কৃতি ।
আর এর জন্য নারীরাই দায়ী ।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের সাথে অনেক পুরুষও আছে।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নারীদের সচেতন হতে হবে। পুরুষদের ফুসলানিতে ধরা দেয়া যাবে না...
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রত্যেককে নিজের ভাল অবশ্যই বুঝতে হবে।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২
নতুন নকিব বলেছেন:
ফরিদ ভাই, কেমন আছেন? ভালো লিখেছেন।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সভ্যতাকে অনেকেই নোংরারূপ দিতে চায়। সভ্যতার রক্ষকদের এদিকে সজাগ দৃষ্টি থাকতেই হবে।
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭
মা.হাসান বলেছেন: কুমারী মাতৃত্বের জয়গান গাওয়া কারো নাম ঠিকানা ফোন নম্বর জানা থাকলে শেয়ার করুন, লাক ট্রাই করে দেখি।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সামুতেই আছেন। হয়ত এক সময় তার সাথে আপনার সাক্ষাৎ ঘটলেও ঘটতে পারে।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
কারো অযাচিত ইচ্ছেকে সমর্থন করতে গিয়ে সমাজকে ধ্বংস করা একবারেই ঠিক না। এই ভাবেই সমাজ ধংশ হয়ে যায়।
যে কন্যা কুমারী মাতৃত্বের জয়গান গায়, তার দৃষ্টান্ত হল লেজকাটা শিয়ালের মত। তার প্রেমিক তাকে গর্ভবতী করে ফেলে চলে গেছে - এজন্যে সে চায় সবাই অবিবাহিত অবস্থায় গর্ভবতী হোক। যাতে নিজের খারাপ অবস্থা অন্যে টের না পায়।
শারীরিকভাবে অক্ষম পুরুষেরা বা খারাপ চরিত্রের নারীরা ছাড়া কেউ পরকীয়াকে প্রশ্রয় দেয়না। পরকীয়ার মাধ্যমে এই শ্রেণীর নারী পুরুষ নিজেদের কদর্যতা ঢেকে রাখতে চায়। - ১০০% একমত। আসলে সেটাই ঘটছে........
চমৎকার একটা লেখার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সভ্যতার রক্ষকেরা সজাগ থাকলে হয়ত সভ্যতা মহা বিপদ থেকে রক্ষাপেলেও পেতে পারে।
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮
হাবিব বলেছেন:
শারীরিকভাবে অক্ষম পুরুষেরা বা খারাপ চরিত্রের নারীরা ছাড়া কেউ পরকীয়াকে প্রশ্রয় দেয়না।
পরকীয়ার মাধ্যমে এই শ্রেণীর নারী পুরুষ নিজেদের কদর্যতা ঢেকে রাখতে চায়।
- ১০০% একমত। আসলে সেটাই ঘটছে ..........
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবচেয়ে বড় কথা হলো এ সব বিষয়ে সমাজকে সজাগ থাকতে হবে, যেন কেউ সমাজকে নোংরা করতে না পারে।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর একটি বিশয় নিয়ে লিখেছেন।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: লিখতে হয়, কারণ অনেকেই অনাচারের পক্ষেও অবস্থান গ্রহণকরে।
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১৭
রাফা বলেছেন: ছোট করে লিখলেও চমৎকার করে বুঝতে পারার মতই লিখেছেন।সব কিছুই আধুনিকতা নয়।স্বাধীনতার অর্থ যা ,যেমন খুশি করা লেখা বা বলা নয়।সব কিছুতেই সচেতনতা ও পরিমিতিবোধ থাকা আবশ্যিক।
আশরাফুল মখলুকাত এটা প্রমান করার দায়িত্ব প্রতিটি মানুষেরই।ধনবাদ,ফ.আ.চৌধুরি।
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবাইকে অবাক করে দিয়ে ইচ্ছার স্বাধীনতার নামে অনেকে রুচিহীনতার পক্ষ নিচ্ছে। যা মানুষকে জাহেলিয়াতে নিমজ্জিত করার অপচেষ্টা ভিন্ন কিছুই নয়।
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৩
ওসেল মাহমুদ বলেছেন: ভলো মানুষ হোক নারী বা পুরুষ সমাজ থেকে ক্রমশ: হারিয়ে যাচ্ছে !
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এখন উল্টা মানুষ মন্দের পক্ষ নিয়ে মন্দ হওয়ার প্রতিযোগীতায় নেমেছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছোকে নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করাটাই আগে দরকার, কেউ কোন বিষয়ে নেশাগ্রস্থ হয়ে পড়লে সেখান থেকেফিরে আসার ইচ্ছেটা খুব কঠিন...........শুভ সকাল কবি।