নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এরশাদ চাচা আপনার নিকট ক্ষমা চাই!

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩



এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি গণতন্ত্র চেয়েছি বলে। খালেদার বিরুদ্ধে আন্দোলন করেছি গণতন্ত্র পাইনি বলে। হাসিনার বিরুদ্ধে আন্দোলন করিনা গণতন্ত্র পাওয়ার আশা হারিয়েছি বলে। গণতন্ত্র ছিনিয়ে এনে কার হাতে তুলে দেব? গণতন্ত্রের আমানত রক্ষা করার মত কেউ আছে কি? যার হাতেই গণতন্ত্র সঁপে দেওয়া হয় সেই গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে। গণতন্ত্রের কাঁন্না কেউ শুনে না।

বিজ্ঞ জনেরা বলে-
১। আমরা গণতন্ত্রের যোগ্য নই।
২। গণতন্ত্র উন্নয়নের অগ্রগতি থামিয়ে দেয়।
৩। গণতন্ত্রের জন্য যথেষ্ট জ্ঞান আমাদের নেই।

কেন বলে? কারণ আমরা দেখেছি-

১। সরকার বদল হলেই নতুন শাসক ভাল মন্দ সব বদলে ফেলতে চায়। এমনকি জাতির ভাগ্য জলাঞ্জলি দিয়ে হলেও তারা চায় অপরের সব স্মৃতি মুছে ফেলতে।
২। গুম খুন হত্যা লুটপাট চলতেই থাকে।
৩। জনগণের দশা হয়, চেয়ে চেয়ে দেখলাম, আমাদের করার কিছু ছিলনা।

এখন এরশাদ বিরোধী আন্দোলনের সময়কে সময়ের চরম অপচয় বলেই মনে হয়। কারণ এরশাদের রেখে যাওয়া চেয়ারে যে বসে সে এরশাদের মত হয়ে যায়। ফলে আমাদের গণতন্ত্রের বঞ্চনা থেকেই যায়। মাননীয় এরশাদ চাচা আপনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য আপনার কাছে ক্ষমাচাই। কেউ কি গণতন্ত্র পেয়েছেন? আমি বলব আমি পাইনি। এখন আর কোন কিছু প্রশ্ন বিঁদ্ধ নয় বরং সব কিছু প্রশ্নাতীত হয়ে পড়েছে। কে কাকে কি বুঝায়। আমাদের বোধ শক্তি এখন ভোঁতা হয়ে গেছে। জেগে থাকতে থাকতে ক্লান্ত হয়ে আমরা এখন ঘুমিয়ে পড়েছি। এখন আমাদের সব কিছু লুন্ঠিত হলেও আমরা টের পাই না। আমাদেরকে যে ঘুম জেঁকে ধরেছে আমাদের সে ঘুম সহজে ভাঙবে বলে মনে হয়না।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

জনতার আদালত বলেছেন: আমাদেরকে যে ঘুম জেঁকে ধরেছে আমাদের সে ঘুম সহজে ভাঙবে বলে মনে হয়না। কথায় মনে হয় যুক্তি ও প্রযুক্তি সব
মিলে ঠিক আছে।

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমাদের গণতন্ত্রের সব প্রচেষ্টা অবশেষে বিফলে গিয়েছে। জাতি হিসেবে আমরা হেরে গিয়েছি।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জাগো বাহে কোন্ঠে বাহে "

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জাগার চেয়ে ঘুমিয়ে থাকাই এখন শান্তি!

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্টে লাইক।



বিজ্ঞ জনেরা বলে-১। আমরা গণতন্ত্রের যোগ্য নই।
২। গণতন্ত্র উন্নয়নের অগ্রগতি থামিয়ে দেয়।
৩। গণতন্ত্রের জন্য যথেষ্ট জ্ঞান আমাদের নেই।

আমাদের দেশের জন্য কথাটা ঠিক।

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এটা অবশ্য এখন অনেকের মত।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৮

বলেছেন: হা হা! সগর্বে সত্য কথা

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ জাতির জন্য সত্য বড় কষ্টের।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: এরশাদ সাহেব কবি মানুষ। তিনি সনেট লিখতে পারেন না।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এমন কি তিনি প্রেমিকও ছিলেন। তবে তাঁর অনেক সমর্থক আছে।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৪

হাবিব বলেছেন: এরশাদ সাহেব কি এখনো কবিতা রচনা করেন?

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবি খেতাব জয়ের পর তিনি মনে করেছেন তাঁর আর ও কাজ করার দরকার নেই।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৫

প্রবালরক বলেছেন: গনতন্ত্রের জন্য এক প্রজন্ম আন্দোলন করেছিল স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে। অনেক রক্ত ঝরেছে। অনেক প্রান বলী হয়েছে।
গনতন্ত্র কিন্তু সে স্বৈরচারকে ক্ষমা করে দিয়েছে।
স্বৈরাচারের কথা বাদ দিন।
গনতন্ত্র কি সেই প্রজন্মকে ক্ষমা করেছে?

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক প্রাণের বিনিময়ে গণতন্ত্র এলেও বার বার রক্তাক্ত হয়ে গণতন্ত্রের ক্ষমা করার ক্ষমতাও শেষ হয়ে গিয়েছে। গণতন্ত্র এখন নিতান্তই অক্ষম।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: তিনি একসময় স্বৈরশাসক ছিলেন। আর এখন স্বৈরশাসকের চাটুকার। শুকরের পছন্দ মানুকচু.......এটাই স্বাভাবিক।।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এদেশে স্বৈর শাসক যে কে নয় সেটাইতো খুঁজে পাচ্ছি না। এদেশে প্রতিপক্ষের কথা কে কানে তুলেছে? স্বৈরাচার মানে নিজমতে চলা। তো এদেশে সব শাসককে তো সেরকমই দেখতে পাচ্ছি! আপনার দৃষ্টিতে স্বৈরাচার কি? আপনার সংজ্ঞা অনুযায়ী আপনি কাকে স্বৈরাচারের বাইরে রাখবেন? তাহলে শুধু শুধু এরশাদের দোষ দেওয়া কেন? নাকি সবাই তার দোষ দেয় বলে, আপনিও তাকে দোষী সাব্যস্ত করলেন?

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত এরশাদকে জেলে রাখা।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক সাথে জোট করলে এক জনকে ছাড়া অন্যজন জেলে থাকে কেমন করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.