![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক এমনটাই-
তারপর শুন্য,
কেবলই শুন্য,
দশ দিক শুন্য।
কেবলই মিথ্যা মনে হয়,
শুধু মিথ্যা।
আর ফিকে হয়ে যায়
সব আশা,
আকাঙক্ষা।
ইচ্ছারা যায় উড়ে,
বহু দুরে,
প্রিয় বস্তুটিও যায় চলে
সুরে সুরে,
স্বপ্ন ঘিরে,
নন্দিত স্বপ্নপুরে।
জানি,
স্বীয় ইচ্ছার নেই সমাধি,
আপনার বেগে তাই চলে অবধি।
রয়ে যায়-
কেবলই শুন্য,
পাশে শুন্য, ডানে শন্য,
আমি শুন্য,
ওরা শুন্য।।
২| ০৬ ই মে, ২০১৬ রাত ২:২১
অবনি মণি বলেছেন: ভালো লাগ্লো!
৩| ০৬ ই মে, ২০১৬ রাত ২:২৩
দুঃখিত ফরিদ বলেছেন: ধন্যবাদ
৪| ০৬ ই মে, ২০১৬ রাত ২:২৩
জহিরুল ইসলাম (রেহান) বলেছেন: অনেক সুন্দর হইছে
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৬ রাত ২:১৫
রিপি বলেছেন: রয়ে যায়-
কেবলই শুন্য,
পাশে শুন্য, ডানে শুন্য,
আমি শুন্য,
ওরা শুন্য।।
আসলে দুনিয়ার সবাই শুন্য। শুন্যতার কবিতা ভালো লেগেছে।