নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মান্না দে’র কয়েকটি চিরসবুজ গান - ফেইসবুক ফ্রেন্ডদের পিকচার নিয়ে মিউজিক ভিডিও

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২

মান্না দে’র কয়েকটি চিরসবুজ গান নিয়ে এ মিউজিক ভিডিওগুলো। আশা করি গানগুলো আমাদের সবারই ভালো লাগবে।


ও কেন এত সুন্দরী হলো - ভার্সন-১




ও কেন এত সুন্দরী হলো - ফটোমিক্স (ভার্সন-২)




ও কেন এত সুন্দরী হলো - ভার্সন-৩




ও কেন এত সুন্দরী হলো - ভার্সন-৪





তুমি একজনই শুধু বন্ধু আমার




শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর- ভার্সন-১


শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর - (ভার্সন-২)




হয়ত তোমারই জন্য - ভার্সন-১





হয়ত তোমারই জন্য - ভার্সন-২

১০
কতদিন দেখি নি তোমায় - ফটোমিক্স



১১
সব তোমারই জন্য- ভার্সন-১

১২
সব তোমারই জন্য- ভার্সন-২

১৩
সুন্দরী গো দোহাই তোমার মান করো না

১৪
জীবনে কী পাব না

১৫
আমি ফুল না হয়ে মালা হয়েই বেশ ছিলাম

১৬
পউষের কাছাকাছি রোদমাখা সেই দিন - ভিডিও-ফটোমিক্স

১৭
মেনেছি গো হার মেনেছি


১৮
কতদিন দেখি নি তোমায় - ভিডিওমিক্স

১৯
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে - ভিডিওমিক্স

২০
এই কূলে আমি আর ঐ কূলে তুমি

২১
এই তো সেদিন তুমি আমারেই বোঝালে

২২
সবাই তো সুখী হতে চায়


২৩
জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই



২৪
তীরভাঙা ঢেউ আর নীরভাঙা ঝড়

২৫
তুমি নিজের মুখেই বললে যেদিন

২৬
যদি হিমালয় আল্পসের

২৭
দীপ ছিল শিখা ছিল

২৮
ক' ফোঁটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে

২৯
যদি কাগজে লিখো নাম

৩০
আবার হবে তো দেখা

৩১
তুমি আর ডেকো না - ভিডিওমিক্স

৩২
তুমি আর ডেকো না - ফটোমিক্স (ভার্সন-১)



৩৩
তুমি আর ডেকো না - ফটোমিক্স (ভার্সন-২)

৩৪
খুব জানতে ইচ্ছে করে

৩৫
বিশেষ আয়োজন – আমাদের ক্লাসমেটদের গেট-টুগেদারের নিয়ে করা এ ভিডিওটি
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই - ভিডিওমিক্স




মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো গানগুলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:
:-* :D !:#P =p~
প্রথম পাতার সাম্প্রতিক মন্তব্যের ঘরে এই পোস্টের শিরোনাম দেখেই বুঝেছি আপনার পোস্ট। কমেন্ট করতে এসে দেখি ভিডিওর স্টিল অবস্থায় আমার ছবি...দেখে পুরাই বেকুব বনে গেছি হাহাহাহাহাহা

তবে আইডিয়াটা কিন্তু দারুণ।
সেই যে ব্লগারদের প্রোপিক দিয়ে করেছিলেন একবার...আহারে তাতে ডেভিড-এরও প্রোপিক ছিল ...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সোনাবীজ ভাই, এত দীর্ঘ ভিডিও দেখা বেশ কষ্ট সাধ্য ব্যাপার। ভালো হতো যদি ৪/৫ মিনিটের করে কয়েকটি বানাতেন, তাহলে অনেকেই মোবাইল থেকেও হয়ত দেখতে পারত।

তবে আইডিয়াটা দারুন। এর আগেও আপনার এমন একটা পোস্ট ছিলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যারা একনাগাড়ে অনেকগুলো গান শুনতে অভ্যস্ত, বা পছন্দ করেন (আমি এটা পছন্দ করি), তাদের কথা মনে রেখে এটা করা হয়েছে। তাছাড়া প্রতিটা গানের আলাদা ভিডিও-ও আছে। একটা নীচে দিলাম।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

মাহমুদ০০৭ বলেছেন: বাহ । চমৎকার আইডিয়া। রাতে সময় করে দেখব ছাই ভাই ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ আইডিয়া । দারুন সময় ও শ্রম সাপেক্ষ পোস্ট । পোস্টে ভাল লাগা । মান্না দের গান গুলি চির সবুজ । আর সুন্দর ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬

সুপান্থ সুরাহী বলেছেন: বিরাট আইডিয়া...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাইফ সিরাজ ভাই।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

মশিকুর বলেছেন:

নতুনটাতে আমি আছিতো? তার আগে বলেন আপনি আছেনতো?? আপনার ছবি লাগলে বইলেন =p~

আইডিয়াটা কিন্তু দারুন এবং কষ্টসাধ্য। আপনার ধৈর্যশক্তি প্রশংসনীয়।

ধন্যবাদ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি আছেন। কিন্তু আপনার একটা ছবি ছাড়া আর কিছু পাওয়া যায় নি। আপনি হাড়কিপটে ;)

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ আইডিয়া প্রিয় লেখক

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭

বাঘ মামা বলেছেন: ঈদ মোবারক ভাইয়া ।:)

খুব প্রিয় গান, ধন্যবাদ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদ মুবারক ভাইয়া। অনেকদিন পর দেখা। আশা করি ভালো আছেন।

ধন্যবাদ।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদ মুবারক এহসান ভাই। আপনিও সুস্থ থাকুন। ধন্যবাদ।

১২| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৮

ডার্ক ম্যান বলেছেন: X(( :| :-P =p~ :`>

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকগুলো এক্সপ্রেশন! ;) ;)

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১

মহামহোপাধ্যায় বলেছেন: শুনতে বেশ লাগছে। এখনও শোনা শেষ হয়নি। আপনি ব্লগারদের প্রোপিক নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন সেটাও দারুণ লেগেছিল। আমার পিসির হার্ডডিস্কে সযতনে সেটা রাখা আছে। মাঝে মাঝেই দেখি। ভালোলাগা রইলো :)

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায়।

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৮

তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর :)

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.