নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
চুলের ঘ্রাণের সাথে চারদিকে অহংকার ছড়িয়ে
যে-মেয়েটি চলে গিয়েছিল আমাকে পেছনে ফেলে
পাহাড়ভর্তি কবিতার ফুল ফুটিয়েছিলাম যার নামে
যার নামে উদাসী দুপুরে একলা ঘুঘুর কান্না থামিয়ে
তাকে গান শিখিয়েছিলাম, সে আর একদিনও
পুরোনো পথে চরণ রাখে নি
মেয়েরা এমনি অহংকারী হয়। কে তাকে ভালোবাসলো
ভালোবেসে নিজেকে করে ফেললো খুন- এসবে কিচ্ছু
যায় বা আসে না তাদের। প্রেমিকের চোখ শুকিয়ে
মরুভূমি হয়; দেহের প্রতিটি ভাঁজে দুরারোগ্য প্রেম
খাবলে খুবলে খায় ঘুণের মতো; দুর্মর আকাঙ্ক্ষারা
কুরে কুরে সর্বস্ব করে ছাই; হায়, অসূয়াময়ীর উৎচোখ
ঠিকরে বেরিয়ে পড়ে লেলিহান হিংস্রতা, পদতলে পিষ্ট
হতে থাকে উপহৃত পুষ্পকবিতা, মৃত্যুগামী অনুৎকর্ষ প্রেম
অথবা পুণ্যপ্রার্থী পাপ।
আমাকে উত্তরের শ্যেনপাখি তার চোখের আগুন নিভিয়ে
বলেছিল, মেয়েটির চোখেও একদিন আগুন নিভে যাবে,
সেদিন সে ফিরবে প্রেমের অন্বেষায়, কোনো এক সন্ধ্যার
বাতাসে আঁচল উড়িয়ে, পাথরবিছানো পুরোনো পথের
পাড় ধরে; হাসনাহেনার গন্ধে সেদিন বিভোর অন্ধকার
যে আর একদিনও পুরোনো পথে ফিরে আসে নি, সেই
মেয়েটিকেই আমি ভালোবেসেছিলাম; মেয়েটির চোখে
এখনো আগুন জ্বলে, আমি জানি; আর আমার চোখে
আজও জ্বলে অনির্বাণ প্রেম, শুধু সেই অসূয়াবতীর জন্য,
অহংকারই ছিল যার সম্পদ, অথবা সৌন্দর্য।
২১ সেপ্টেম্বর ২০১৭
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কথাগুলোই বলে ফেলেছি নাকি? তাহলে তো কবিতাটা আপনার
তবুও ভালোবাসা সে-পথেই হেঁটে যায়, কখনো কখনো দৌড়ায়ও একলাইনেই তো দেখি কবিতা হয়ে গেছে একটা!
ধন্যবাদ নাঈম ভাই। ভালো থাকবেন।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
শায়মা বলেছেন: অসূয়াবতীর অহংকার জয় হোক!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেখুন, এ লেখাটা পড়ে যে-কোনো পাঠকেরই প্রেমিকের প্রতি করুণা এবং প্রেমিকার উপর ক্ষোভ সৃষ্টি হবার কথা। কিন্তু আপনি বললেন- অসূয়াবতীর অহংকার জয় হোক! বুঝলেন তো, মেয়েরা এমনি হয়
ছ্যাঁকা খাওয়া প্রেমিকদের কবিতায় প্রেমিকাদের জন্য যেমন হাহাকার, বা কান্নাকাটি থাকে, মেয়েদের কবিতায় ওসব কি থাকে? আমার মনে হয় থাকে না। কারণ, মেয়েরা তো ছ্যাঁকা খায় না, গরম চুলার আগুনে ছেলেদের খালি ছ্যাঁকাই দিয়ে থাকে
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। শুভেচ্ছা। আপনার নতুন লেখা কই?
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
জাহিদ অনিক বলেছেন: মেয়েরা এমনি অহংকারী হয়। কে তাকে ভালোবাসলো
ভালোবেসে নিজেকে করে ফেললো খুন- এসবে কিচ্ছু
যায় বা আসে না তাদের। -
এ কবিতা হাজার হাজার কবিদের কথাই বলে যারা রোজ বিরহ কাব্য রচে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ কবিতা হাজার হাজার কবিদের কথাই বলে যারা রোজ বিরহ কাব্য রচে। আমিও ঐ দলের একজন গর্বিত সদস্য
ধন্যবাদ কবি জাহিদ অনিক।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
ওমেরা বলেছেন: আপনার চোখে যতদিন প্রেম থাকবে ততদিন তার চোখেও অহংকারের আগুন জ্বলতেই থাকবে,জ্বলতেই থাকবে ভাইয়া ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যতদিন চোখ থাকবে, ততদিন চোখে প্রেমও থাকবে। তো আমি এখন কী করবো? প্রেমিকার দিলে কি একটুও দয়া হবে না? প্রেমিকারা এমন হয় কেন?
শুভেচ্ছা।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, সব মেয়ের চরিত্রই কি এমন, নাকি দু'একটা ব্যতিক্রমও আছে?
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেই ব্যতিক্রম প্রেমিকা যদি আমার খপ্পরে পড়তো তাইলে তো আমি কবিতা লিখতাম নাহ আর যদি আপনার খপ্পরে কেউ পড়ে থাকে তাহলেও সেটা তো ব্যতিক্রমই, তাই না? ব্যতিক্রম কোনো উদাহরণ হয় না
তোমাকে পাওয়ার জন্য কবিতা লিখতাম
তোমাকে হারাবার পর কবিতা লিখছি
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ব্যর্থ প্রেমের করুণ কাহিনী, তবে লেখনীতে জোর আছে, একেবারে হৃদয়ে গেথে যায়...........ভালোলাগা জানিয়ে গেলাম।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এসএম আরশাদ ভাই। মনে হয় ৭/৮ বছর পর আপনাকে আমার ব্লগে দেখছি
ভালো থাকবেন।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
মেয়েরা বাংগালী কবিদের জন্য অজানা রহস্য হয়ে রয়ে গেলো; রাম, সামদের কথা কি বলবো!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুধু বাঙালি কবিদের জন্যই না, পৃথিবীর তাবত কবিদের জন্যই মেয়েরা রহস্য হয়ে আছে এজন্য মেয়ে-কবিদের সংখ্যা পুরুষদের চেয়ে এত কম, ৫%-ও হবে কিনা সন্দেহ। রহস্যময়তাই মেয়েদের বৈশিষ্ট্য- এটাই হয়ত এর কারণ।
ধন্যবাদ চাঁদগাজী ভাই।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
শায়মা বলেছেন: ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮ ০
লেখক বলেছেন: দেখুন, এ লেখাটা পড়ে যে-কোনো পাঠকেরই প্রেমিকের প্রতি করুণা এবং প্রেমিকার উপর ক্ষোভ সৃষ্টি হবার কথা। কিন্তু আপনি বললেন- অসূয়াবতীর অহংকার জয় হোক! বুঝলেন তো, মেয়েরা এমনি হয়
ছ্যাঁকা খাওয়া প্রেমিকদের কবিতায় প্রেমিকাদের জন্য যেমন হাহাকার, বা কান্নাকাটি থাকে, মেয়েদের কবিতায় ওসব কি থাকে? আমার মনে হয় থাকে না। কারণ, মেয়েরা তো ছ্যাঁকা খায় না, গরম চুলার আগুনে ছেলেদের খালি ছ্যাঁকাই দিয়ে থাকে
**************
একটি শেকা কাবার রেসিপি
২ কেজি কিমা
কিছু মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি
কিছু কাঁচা মরিচ কুচি
রসুনের কোয়া কুচি
আদা কুচি
লেবুর রস
টেবিল চামচ মাখন
এলাচ গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
তেল
প্রণালী:
১। মাংসের সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনে পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, লেবুর রস, লবণ, এলাচ গুঁড়ো, চ্যাট মশলা, এবং গরম মশলা গুড় দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
২। এখন চুলায় গ্রিল প্যান বা তাওয়া বসান।
৩। গরম হয়ে এলে এতে তেল দিয়ে দিন।
৪। কাঠের স্টিকগুলো পানিতে ভিজিয়ে রাখুন। এতে করে কাঠি পুড়ে কালো হয়ে যাবে না।
৫। এখন মাংসগুলো হাতে নিয়ে কাঠির মাঝে দিয়ে দিন।
৬। এখন কাঠিটি প্যানে দিয়ে দিন।
৭। মাঝারি আঁচে কাবাবগুলো রান্না করুন।
৮। একপাশ হয়ে গেলে অপরপাশ পরিবর্তন করে নিন।
৯। বাদামী রং হয়ে গেলে নামিয়ে ফেলুন।
১০। ব্যস তৈরি হয়ে গেলে মজাদার শেকা/ ছ্যাকা কাবাব।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রেসিপিতে কিছু আইটেম বাদ পড়ে গেছে।
****
একটি শেকা কাবাব রেসিপি :
প্রেমিকের হৃৎপিণ্ডের কিমা
কিছু মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি
কিছু কাঁচা মরিচ কুচি
রসুনের কোয়া কুচি
আদা কুচি
লেবুর রস
টেবিল চামচ মাখন
এলাচ গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
তেল
প্রণালী:
১। কিমার সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনে পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, লেবুর রস, লবণ, এলাচ গুঁড়ো, চ্যাট মশলা, এবং গরম মশলা গুড় দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
২। এখন চুলায় গ্রিল প্যান বা তাওয়া বসান।
৩। গরম হয়ে এলে এতে তেল দিয়ে দিন।
৪। কাঠের স্টিকগুলো পানিতে ভিজিয়ে রাখুন। এতে করে কাঠি পুড়ে কালো হয়ে যাবে না।
৫। এখন কিমাগুলো হাতে নিয়ে কাঠির মাঝে দিয়ে দিন।
৬। এখন কাঠিটি প্যানে দিয়ে দিন।
৭। মাঝারি আঁচে কাবাবগুলো রান্না করুন।
৮। একপাশ হয়ে গেলে অপরপাশ পরিবর্তন করে নিন।
৯। বাদামী রং হয়ে গেলে নামিয়ে ফেলুন।
১০। ব্যস তৈরি হয়ে গেলে মজাদার শেকা/ ছ্যাকা কাবাব।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দরী মেয়েদের অহংকার থাকবেনা তা কি হয়!++
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এজন্যই এ কবিতাটা লেখা হয়েছে
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
ওমেরা বলেছেন: ভাইয়া প্রমন্তব্যে তিনখানা প্রশ্ন ছুড়ে দিলেন কিন্ত জবাব তো আমার জানা নেই তবে এটুকু বলতে বলতে পারি আপনি চোখ বন্ধ করে রাখেন তাহলেই তার অহংকার আর থাকবে না ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাইরের চোখ বন্ধ রাখলে কী হবে, অন্তরের চোখ তো ঠিকই খোলা। ওটা বন্ধ করবো কীভাবে? আর আমার চোখ বন্ধ রাখলেই যে তেনার অহংকার পতিত হবে, তাহার গ্যারান্টি ক্যাডা দিবে?
এবারও প্রশ্ন করলাম দেখি
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০২
ভ্রমরের ডানা বলেছেন:
ছলনার খল....
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক- ছলনার খল
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭
শায়মা বলেছেন: হি হি হি তাই তো কিসের মাংস কথাটা উহ্য রেখেছিলাম ভাইয়া!!!!!!!!!!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, আমি সবাইকে ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। কেউ যদি ভুলক্রমে প্রেমিকার হৎপিণ্ড ভেবে নিত, তাহলে তো মহাগ্যাঞ্জাইম্যা ব্যাপার হইয়া যাইত।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: এইসব পোস্টে আমি কখনও মন্তব্য রাখতে চাই না। তবুও একটি প্রশ্ন।
অসূয়াবতী যদি কখনও এসিডে পুড়ে দগ্ধ হয়ে সৌন্দর্য হারিয়ে ফেলে, তখনও কি তার প্রেমিক তার জন্য এমনি করে কাদবে?
আমার কিন্তু মনে হয় না।
যাই হোক, আপনার কবিতা ভাল হয়েছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার প্রশ্নটার উত্তর দিব আমার প্রশ্নের উত্তর পাওয়ার পর। কোনো মেয়ে যদি দেখে তার প্রেমিকের চক্ষুদুটি নষ্ট হয়ে গেছে, অথবা অ্যাক্সিডেন্টে দু পা হারিয়ে ফেলেছে, মেয়েটা কি ঐ প্রেমিককে বিয়ে করবে? - উত্তরের অপেক্ষায় রইলাম।
কবিতা ভালো হয়েছে জেনে আমি খুশি। আপনি পড়েছেন সেজন্য ধন্যবাদ।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭
শাহেদ খান বলেছেন: 'দুরারোগ্য প্রেম'-এর কাব্য! চমৎকার লাগলো খলিল ভাই।
সবসময়ের শুভকামনা!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শাহেদ ভাই। শুভকামনা আপনার জন্যও।
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
কানিজ রিনা বলেছেন: কত কত বিশ্বাসের প্রেমের ফসল যুবতীরা মা
হয় সেই সন্তান রাস্তায় নালায় জঙ্গলে শিশু
পড়ে থাকে। যে রাস্তায় একদিন শিশুটির
মা বাবা প্রেমের টানে হাত ধরে হেটে বেড়াত।
বড় সত্য প্রেমিকা মা বিশ্বাস ঘাতকের সন্তান
নারী ছেরা ধন রাস্তায় ফেলে দিতে বাধ্য হয়।
ইস্টেসন রাস্তার পথ কলি তাদের বাবার নাম
জানেনা আছে হয়ত কোথায়। মায়ের খাবারের
জন্য কাগজ কুড়ায় স্টেশনে বোস্কা টানে
নইলে নিজের পেট ভরার জন্য স্টেসনে রাত
কাটায়। ওরা কি ধর্ষনের সন্তান নাকি
বাবারা মাকে ভালবাসার নামে প্রতারনা করে
জম্ম দিয়ে চলে গেছে। তাইত বলব মেয়েদের
চোখেই আগুন ঝড়া প্রয়োজন তানা হলে
বিশ্বাস ঘাতক প্রেমীকের সন্তান রাস্তায় নালায়
জঙ্গলে পড়ে থাকে। নিশ্চয় বুঝতে পারবেন
আমি অসংখ্য পথও শিশুর মুখে বাবার নাম
জানেনা বলতে শুনেছি।
তথাপি প্রেম এক পবিত্র আলো তা যেন
দেহের ভাললাগা ভালবাসায় পরিনত না হয়।
তাই প্রতিটি মেয়ের চোখে আগুন থাকা ভাল।
নরম ভদ্র মেয়েরাই বিপদে পড়ে। ধন্যবাদ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসলে এ কবিতাটা হলো প্রেম নিয়ে। ধর্ষণ, খুন, প্রতারণা ইত্যাদি বিষয়ের উপর আমার অন্যান্য কবিতা আছে, এবং অন্য কবি-লেখকদেরও ঐ বিষয়ে প্রচুর লেখালেখি আছে। আমার মনে হয় সেখানেই ঐ বিষয়গুলো আলোচনা করা প্রাসঙ্গিক হয়।
ধন্যবাদ কিছু বলার জন্য।
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৭
সেলিম আনোয়ার বলেছেন: প্রেমিক হৃদয় দিয়ে যাক ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রেমিক তো শুধু হৃদয় না, নিজের পুরোটাই দিয়ে যাচ্ছে
১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৮
শায়মা বলেছেন: ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২ ০
লেখক বলেছেন: যাক, আমি সবাইকে ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। কেউ যদি ভুলক্রমে প্রেমিকার হৎপিণ্ড ভেবে নিত, তাহলে তো মহাগ্যাঞ্জাইম্যা ব্যাপার হইয়া যাইত।
এহ রে প্রেমিকা দেবে হৃদপিন্ড!!!!!!
প্রেমিকারা এত বোকা হয় নাকি!!!!!!!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রেমিকারা তো মানুষই, তাই না? ওরাও কি ভুলভাট করতে পারে না?
১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৯
সনেট কবি বলেছেন:
কবি খলিল মাহমুদের‘একজন অসূয়াবতী, অহংকারই
ছিল যার সম্পদ অথবা সৌন্দর্য’ পোষ্টে মন্তব্য-
মেয়েরা অপছন্দের মানুষ এড়িয়ে
চলতে স্বচেষ্ট থাকে আর পছন্দের
মানুষে মনের কথা সহজে বলেনা
প্রত্যাখ্যানের নির্মম আঘাতের ভয়ে।
কিন্তু পছন্দের কেউ তার মন বুঝে
সাড়া দিয়ে দিলে তার হৃদয়ের কড়া
নেড়ে দক্ষতায় তবে প্রেম জোছনায়
দু’জনার হাত ধরে হাঁটা দেখা যায়।
আমি এমন দেখিছি ওরা খোঁজে এক
বিশ্বস্ত হাতের ছোঁয়া নির্ভরতায় যে
তার বিশ্বাস অর্জনে নিখুঁত থাকবে।
এটাই নারী রহস্য, অবোধের বুঝা
বোঝা হয়ে মনে হয় নারীরা রহস্য
অথচ সাবলীল এ মানবী সকল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন ফরিদ ভাই। ধন্যবাদ অক্লান্তভাবে লিখে যাওয়ার জন্য।
২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা ছবি আপু।
২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন:
কবিতা ভাল লেগেছি, প্রেমিকারা অহংকার ছেড়ে সঠিক পথের দেখা পাক !
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম। প্রেমিকারা প্রেমিকদের মন বুঝুক, তাদের প্রতি এই কামনা থাকলো
২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০০
উম্মু আবদুল্লাহ বলেছেন: "আপনার প্রশ্নটার উত্তর দিব আমার প্রশ্নের উত্তর পাওয়ার পর। কোনো মেয়ে যদি দেখে তার প্রেমিকের চক্ষুদুটি নষ্ট হয়ে গেছে, অথবা অ্যাক্সিডেন্টে দু পা হারিয়ে ফেলেছে, মেয়েটা কি ঐ প্রেমিককে বিয়ে করবে? - উত্তরের অপেক্ষায় রইলাম।"
তাহলেই বুঝুন "প্রেম" বিষয়টি আসলে কতবড় ভন্ডামি!
প্রেমের পরিধি যদি বিয়ে পর্যন্ত গড়ায়, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি স্ত্রীরা এরকম পরিস্থিতিতে স্বামীদের খুব একটা পরিত্যাগ করে না। যদিও এক্ষেত্রে স্বামীদের আচরন বেশীর ক্ষেত্রেই সম্পূর্ন বিপরীত। এর একটা কারন হতে পারে নারীরা সন্তান ধারন করে যা তাদের পূর্নতা এনে দেয়। জীবনের দাবীর কাছে তারা খুব সহজে পরাজিত হয় না।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রেম ভণ্ডামি নয়, প্রেম সত্য এবং শাশ্বত। প্রেম ও জীবন সম্পর্কে আপনার অভিজ্ঞতা ও ধারণা হয়ত খুব গভীর ও স্বচ্ছ নয়, তাই প্রেম সম্পর্কে আপনার মনোভাব এমন।
বেশিদূর যেতে হবে না, আমাদের এ ব্লগেই একজন মহান ব্লগার আছেন, যিনি একটা কালো ও বোবা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছেন। তাদের দীর্ঘ দাম্পত্য জীবন সুখে শান্তিতে বয়ে যাচ্ছে। পুরুষের মনে প্রেম আছে, তাই তারা ঘোষণা দিতে পারেন, অমুক ধর্ষিতা, পতিতাকে বিয়ে করে তাকে জীবনের আলো দেখাতে চাই। এরকম হয়েছে এ দেশেই, হচ্ছেও।
জীবন খুব জটিল, হিসাব নিকাশও জটিল। এটাকে এক চোখ, অর্থাৎ শুধু নারী বা পুরুষের চোখ দিয়ে দেখলে হিসাব মিলবে না। প্রতারণার প্রশ্নে নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই খলচরিত্রের সাক্ষাৎ পাওয়া যাবে। একটা ছেলে এক মেয়েকে বিয়ে করলো ভালোবেসে, তাকে লেখাপড়া করিয়ে সরকারী অফিসার বানালো। মেয়েটা একদিন তার কলিগের সাথে প্রেম করে উন্নত জীবনের দিকে পাড়ি জমালো, কারণ, তার আগের প্রেমিক স্বামী স্বল্প শিক্ষিত ছিল। এ উদাহরণ আমার চোখের সামনে দেখা। পুরুষরাও তা করে না সেটা বলছি না। দু পক্ষেই অপরাধী রয়েছে।
তবে, কবিতার মুল সুর এটা নয়; এ কবিতাটি প্রেম নিয়ে- ধর্ষণ, প্রতারণা ইত্যাদির উপর নয়। ঐ বিষয়ে গদ্যপদ্য'র পোষ্ট আছে, আমার আগের পোস্ট দেখতে পারেন, চাইলে সেখানে ভালো আলোচনা হতে পারে।
ধন্যবাদ। ভালো থাকবেন।
২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: যে চলে যায় সে কখনো ফিরে আসে না!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানববন্ধন করতে হবে তাকে ফিরিয়ে আনার জন্য
২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
এডওয়ার্ড মায়া বলেছেন: মেয়েরা আপনার কবিতার মতই !!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা তাহলে সার্থক
২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩
উম্মে সায়মা বলেছেন: শায়মা বলেছেন: অসূয়াবতীর অহংকার জয় হোক!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শায়মার কমেন্টের জবাবে লেখক বলেছেন: দেখুন, এ লেখাটা পড়ে যে-কোনো পাঠকেরই প্রেমিকের প্রতি করুণা এবং প্রেমিকার উপর ক্ষোভ সৃষ্টি হবার কথা। কিন্তু আপনি বললেন- অসূয়াবতীর অহংকার জয় হোক! বুঝলেন তো, মেয়েরা এমনি হয়
ছ্যাঁকা খাওয়া প্রেমিকদের কবিতায় প্রেমিকাদের জন্য যেমন হাহাকার, বা কান্নাকাটি থাকে, মেয়েদের কবিতায় ওসব কি থাকে? আমার মনে হয় থাকে না। কারণ, মেয়েরা তো ছ্যাঁকা খায় না, গরম চুলার আগুনে ছেলেদের খালি ছ্যাঁকাই দিয়ে থাকে
২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভাই।
২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
তারেক ফাহিম বলেছেন: কবিতায় মেয়েলি ভাব দেখা যাচ্ছে।
অনেকের সাথেই আপনার শব্দমালাগুলো মিল রাখে।
ধন্যবাদ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরুষালি ভাবটা কেমন হতে পারতো, একটু উদাহরণ দিয়ে দেখান তো! অনেকের শব্দমালার মিল থাকার কারণ হলো, যাঁরা বাংলায় লেখেন তাঁরা আর আমি একই ভাষাভাষী আর শব্দটা 'শব্দমালাগুলো' না, হয় 'শব্দমালা' অথবা 'শব্দগুলো' হবে।
ধন্যবাদ আপনাকে।
২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
মলাসইলমুইনা বলেছেন: মনে হচ্ছেতো একটা স্বাপ্নিক সংসারের আপনি গর্বিত অধিপতি |তবুও এতো পিছু টান কেন কবি? নো অফেন্স টু আওয়ার ফিমেল ব্লগারস "একজন অসূয়াবতী,অহংকারই ছিল যার সম্পদ অথবা সৌন্দর্য" কবিতার শিরোনাম দুর্ধর্ষ !
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার নামের উচ্চারণটা খুব সমস্যায় পড়লাম আমি বুঝতে পারছি না উচ্চারণটা কী হবে
মনে হচ্ছেতো একটা স্বাপ্নিক সংসারের আপনি গর্বিত অধিপতি | - সন্দেহ নাই।
তবুও এতো পিছু টান কেন কবি? - নস্টালজিয়া অথবা পিছুটান মানুষের একটা সহজাত প্রবৃত্তি।
"একজন অসূয়াবতী,অহংকারই ছিল যার সম্পদ অথবা সৌন্দর্য" কবিতার শিরোনাম দুর্ধর্ষ! - কবি এখানে সার্থক!
অনেক ধন্যবাদ আপনাকে।
২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:০৩
মলাসইলমুইনা বলেছেন: ওটা কোনো জরুরি বিষয় নয় | যেভাবে ইচ্ছে উচ্চারণ করতে পারেন | কোনো সমস্যা নেই | পরিপূর্ণ গণতন্ত্র আর ভিন্নমতের প্রতি শ্রদ্ধা বাংলাদেশের এই একটি জায়গায় পাবেন তার নিশ্চয়তা দেওয়া গেলো | ভেজালহীন ১০০% গ্যারান্টি সহকারে |
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মলাস ইলমুইনা
মলা সইল মুইনা
মলা সই লমুই না
মলাসইল মুইনা
আল্লাহই জানেন
৩০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫
নীলপরি বলেছেন: কবিতা খুব ভালো লাগলো । তবে প্রেমিকদের প্রতি পক্ষপাতিত্ব হয়ে গেলো নাকি ?
শুভকামনা ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশি কিন্তু প্রেমিকদের প্রতি পক্ষপাতিত্ব কীভাবে হলো ?
৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫০
সেলিম আনোয়ার বলেছেন: অহংকার পতনের মূল এটা তাকে জানাতে হবে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা
৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
মলাসইলমুইনা বলেছেন: মলাসইলমুইনা | লিঙ্গুইস্টিক এনালাইসিস :
ক. মলা সইল মুইনা
খ. মলা সই লমুই না
গ. মলাসইল মুইনা
ঘ. আল্লাহই জানেন
ঙ. উপরের সকল উত্তর সঠিক
সঠিক উত্তর: ঙ
প্রিয় ব্লগার আমার নিক নিয়ে আপনার গভীর চিন্তা ভাবনায় প্রীত হবো না ভীত হবো ঠিক বুঝতে পড়ছি না | ভালো থাকুন | আরো লিখুন | অনেক লিখুন |
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সঠিক উত্তর ঙ দেখে তো যারপরনাই আনন্দিত ও ক্রন্দিত হচ্ছি আল্লাহই জানেন আপনার নাম নিয়ে গবেষণা করার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত ভাবতে শুরু করলাম।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন ভাই, পড়তে পড়তে মনে হল আমার মনের কথাগুলোই বলে গেছেন কবি।
তবুও ভালোবাসা সেপথেই হেটে যায়, কখনো কখনো দৌড়াইও