|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

ভ্রমর কইও গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া
গীতিকার ও সুরকারঃ রাধারমণ দত্ত
মূল গায়কঃ রাধারমণ দত্ত।
বাংলাদেশী গায়কঃ ফেরদৌসী রহমান, দিলরুবা খানমসহ অনেকে। এদের গাওয়া গানটি অপেক্ষাকৃত দ্রুতলয়ের।
ভিডিওতে গেয়েছেনঃ আরমিন মুসা। ফুয়াদ আল মুক্তাদিরের ফিচারিঙে আরমিন মুসার গানটি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। এটি অপেক্ষাকৃত ধীরলয়ে গাওয়া হয়েছে। রোমানীয় এবং তাজিক ভার্সন দুটিতে প্রায় একই বিট ব্যবহৃত হয়েছে।
প্রথমে মিক্সড ভিডিওটি দেখুন।
এর পরেরটি তাজিক ভার্সন
রোমানীয় ভার্সন
তাজিক ভার্সন এটিও - ভিডিওর মান ভালো
নস্টালজিয়া - পুরোনো ব্লগারদের কথা মনে পড়লে এটি দেখবেন, কেমন? এটি বোনাস ভিডিও 
আরেকটি বোনাস। এটা না দেখলেও হবে, কারণ, এখানে আপনাদের কারো ছবি নেই 
বিশেষ দ্রষ্টব্যঃ যাঁদের কোনো ছবি এখানে দেওয়া সম্ভব হয় নি, তাঁদের প্রতি দুঃখ প্রকাশ করছি। যাঁদের ছবি বিনা অনুমতিতে ব্যবহার করেছি বলে ক্ষুব্ধ হয়েছেন, তাঁরা অনুগ্রহ পূর্বক ক্ষমা করে দেবেন।
 ২২ টি
    	২২ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৩ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:০৪
১৩ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি যে গানটির কথা বলছেন, ওটি উপরে ২ নম্বরে আছে।
২|  ০৪ ঠা অক্টোবর, ২০১৭  সকাল ৮:৩৪
০৪ ঠা অক্টোবর, ২০১৭  সকাল ৮:৩৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লেগেছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
  ১৩ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:০৫
১৩ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী।
৩|  ০৪ ঠা অক্টোবর, ২০১৭  সকাল ১০:০৪
০৪ ঠা অক্টোবর, ২০১৭  সকাল ১০:০৪
নীলপরি বলেছেন: গান শোনানোর জন্যে ধন্যবাদ।
  ১৩ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:০৫
১৩ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান শোনার জন্য ধন্যবাদ 
৪|  ০৪ ঠা অক্টোবর, ২০১৭  সকাল ১০:২৭
০৪ ঠা অক্টোবর, ২০১৭  সকাল ১০:২৭
জুন বলেছেন: ছাই ভাই সবগুলো ভিডিওর মধ্যে আমাদের ব্লগারদেরটাই বেষ্ট 
  ১৩ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:০৬
১৩ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তা তো হতেই হবে, আপু  এজন্যই তো ওটা বার বার শেয়ার করি
 এজন্যই তো ওটা বার বার শেয়ার করি 
৫|  ০৪ ঠা অক্টোবর, ২০১৭  বিকাল ৪:২৪
০৪ ঠা অক্টোবর, ২০১৭  বিকাল ৪:২৪
জাহিদ হাসান বলেছেন: আমি ড. মাহফুজুর রহমানের কন্ঠে এই গানটি শুনতে চাই
  ১৩ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:০৯
১৩ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৬|  ০৫ ই অক্টোবর, ২০১৭  রাত ১২:১১
০৫ ই অক্টোবর, ২০১৭  রাত ১২:১১
সুমন কর বলেছেন: 
  ১৩ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:০৯
১৩ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
৭|  ০৫ ই অক্টোবর, ২০১৭  রাত ১২:১৯
০৫ ই অক্টোবর, ২০১৭  রাত ১২:১৯
মনিরা সুলতানা বলেছেন: ভালো লেগেছে ভাইয়া !!
  ১৩ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:১০
১৩ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ গান শোনার জন্য।
৮|  ০৭ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৫২
০৭ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রিয়তে নিলাম। পড়ে শুনব।
ধন্যবাদ।
  ২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৫২
২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোঃ মাইদুল সরকার।
৯|  ০৭ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:১৪
০৭ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:১৪
জোকস বলেছেন: ব্লগারদের নিয়ে ভিডিও গান ভাল লাগলো। কিছু ব্লগার এখনও দেখা যায়। জানাপুর ভিডিও গুলোও ভাল লাগলো। 
আপনার নিক ফোটো চেঞ্জ করেছেন, বাবুটা কে? 
ভাইজান, যাদের ছবি দিয়েছেন বলে দুঃখ প্রকাশ করেছেন, আবার যাদের ছবি দেননি বলে ক্ষমা চেয়েছেন। কি দরকার ছিল এতো ঝামেলার! 
  ২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৫৬
২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্ট ভালো লাগলো।
ব্লগাররা সাধারণত সবাই সমমনোভাবাপন্ন। ব্লগারদের নিয়ে কোনো পোস্ট দেয়া হলে আমরা চাই সেই পোস্টে যেন আমাদের নামটা থাকে। নাম থাকলে খুব খুশি হই, না থাকলে কষ্ট লাগে। এরূপ ভিডিওর ক্ষেত্রেও ব্যাপারটা ঐরকমই। কিন্তু ফেইসবুকে একবার এক ঘটনা ঘটে গেল। একজন খুব চটে গেলেন তার ছবি ভিডিওতে দিয়েছি বলে। যেখানে অনেকেই রাগ/আফসোস/দুঃখ প্রকাশ করছিলেন তাদের প্রোপ্রিক না নেয়ায়, সেখানে তাঁর এহেন আচরণে খুব আহত হই। এইজন্যই এই ক্ষমা চাওয়া আর কী 
আমার নিকফটোটা আমার ছেলে।
ভালো থাকবেন। ধন্যবাদ।
১০|  ২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:২৭
২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগে এই পোস্ট নজরে এলোনা কেন বুঝতেছিনা!!! 
পোস্ট প্রিয়তে গেল।
  ২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৯
২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, নজরে এসেছে দেখে ভালোই লাগলো 
১১|  ২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:২৭
২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগে এই পোস্ট নজরে এলোনা কেন বুঝতেছিনা!!! 
পোস্ট প্রিয়তে গেল।
  ২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৪০
২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একবার তো বললেনই আগে নজরে আসে নাই  
 
পোস্ট প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ আগে দিতে ভুলে গেছিলাম 
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭  রাত ৩:০১
০৪ ঠা অক্টোবর, ২০১৭  রাত ৩:০১
সচেতনহ্যাপী বলেছেন: আমি নাজিক না কি যেন নাম, তার ভার্সন শুনেছি।। এতসবার না।। স্বভাবতঃই প্রিয়তে গেল।।