নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সিঁথি সাহার একটি গান, সাথে বোনাস হিসাবে চিরসবুজ মান্না দে

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬

সিঁথি সাহার গান




কে এই সিঁথি সাহা?



বোনাস গান - শুধুই মান্না দে


ক'ফোঁটা চোখের জল ফেলেছো





এই তো সেদিন তুমি আমাকেই বোঝালে





আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম





মান্না দে'র অনেকগুলো গান একসাথে






উল্লেখ্য, খুব ব্যস্ত ছিলাম বলে খুব ব্যস্ত আছি। একটু সময় পেলাম বলে একটু সময় পেলাম, অমনি একটা পোস্ট দিলাম গানের উপর। যারা গান ভালোবাসে না, তারা ফুলও ভালোবাসে না। যারা ফুল ভালোবাসে না, তারা প্রেমও করতে পারে না। প্রেম করতে না পারলে মানুষ খুন করা যায় না; অর্থাৎ মানুষ খুন করতে না পারলে আপনি যুদ্ধও করতে পারবেন না, কারণ, যুদ্ধে আপনাকে শত্রুকে খুন করতে হবে। ফাইনালি, আপনি যদি দেশের জন্য যুদ্ধ না করেন, তাহলে আপনি দেশপ্রেমিক নন। তাই আসুন, দলে দলে গান শুনুন। গান শুনতে শুনতে কানের বারোটা বাজিয়ে ফেলুন।

গানেই থাকুন, প্রেমেই থাকুন।


মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ দারুণ বললেও কম হচ্ছে , অসাধারন লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই।

২| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০

গেম চেঞ্জার বলেছেন: দারুণ লাগলো ছাইভাই! সাইলেন্ট পরিবেশে গানগুলো শুনছি আর ভাল সময় কাটছে! ধন্যবাদ আপনাকে।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:



মোরা সাইয়া আবেগে ভরপুর.... প্রতিটিই ভাল লাগল!

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩

সুমন কর বলেছেন: আপনি কি, সব স্মৃতি হিসেবে জমা করে রাখছেন............

চমৎকার। কানে-মুখে বলি, আমি কিন্তু আজ সন্ধ্যার পর মান্না দে'র গান শুনছিলাম।

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একবার জীবনের লক্ষ্য ছিল সব বাংলা গানের ভাণ্ডার থাকবে আমার কাছে। নজরুল-রবীন্দ্র গুছিয়ে নিয়ে এসেছিলাম। যখন শুরু করি এই প্রজেক্ট, তখন ইউটিউব ছিল না। আজকের মতো এত গান এতো সহজলভ্যও ছিল না। প্রচুর সিডিও কিনতাম। এখন সময় ও ধৈর্য দুটোতেই ভাটা পড়ে গেছে।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লেগেছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দেশপ্রেমিক বাঙালী। আপনিও ভালো থাকুন।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//একটু সময় পেলাম বলে একটু সময় পেলাম// হাহাহা... সবখানে কাব্য করেন সোনাবীজ ভাই...

গানগুলো আমার অনেক প্রিয়। হৃদয়ের গভীরে গিয়ে স্পর্শ করে। করেছে এতকাল। করবেও। মানুষগুলোও অনেক প্রিয়।

শুভেচ্ছা.....

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানে ভালো লাগার মিলগুলো দেখে ভালো লাগছে মইনুল ভাই।

সময় পাচ্ছি না বলে ব্লগে আসার সময় পাচ্ছি না :) :(

ভালো থাকুন। শুভেচ্ছা আপ্নাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.