|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
লেটেস্ট ভার্সন  
কতিপয় দুরারোগ্য সংকট
মাথায় আমার টাক পড়েছে
তাই বসি না ফেইসবুকে
হাতের লেখা খারাপ বলে
রাত্রে ঘুমাই সিন্দুকে
শূঁড়ের মতো নাক বেড়েছে
তাই পারি না গাইতে গান
চোখের পাওয়ার কমছে বলে
নুন দিয়ে খাই মিষ্টি পান
দু-চার কলশ পানি খেয়েও
বুকের ভেতর চৈত্রমাস
ঘোড়ার মতো ঘুমের মধ্যে 
হাঁটতে হাঁটতে চিবোই ঘাস
উঠোনখানি লম্বা বলে
নাচতে আমি ভুলেই গেছি
পুরুষ আমি- লজ্জাটা তাই
নারীর চেয়ে অনেক বেশি
চাঁদের আলোয় ঝলসে গেছে
পায়ের তলার চামড়া
পেট ডুবিয়ে খাই গপাগপ
পাইলে পাকা আমড়া
সবচে বেশি ইচ্ছে করে
মাঘ মাসে যে পাই ছুটি
পানির নীচে ডুব দিয়ে খাই
গুঁড়-মাখানো পাউরুটি
এ সংকটের প্রেসক্রিপশন
দিলেন কবি শায়মা হক-
সকাল বিকাল ছ’মাস খাবেন
নিম বাঁটা আর তেঁতুল টক।
১০ নভেম্বর ২০১৭
১০ নভেম্বর ২০১৭
ওরিজিন্যাল ভার্সন
মাথায় আমার টাক পড়েছে
তাই করি না ব্লগিং
হাতের লেখা খারাপ বলে
সকাল বিকাল জগিং
হাতির মতো বিরাট দেহ
তাই পারি না গান
চোখের পাওয়ার বাড়বে বলে
নুন দিয়ে খাই পান
নাচতে আমি ভুলেই গেছি
বাঁকা আমার উঠোন
পুরুষ আমি, লজ্জাটা তাই
মহামূল্য ভূষণ
এ সংকটের কী সমাধান-
জানেন কোনো গুরু?
চাঁদগাজী ভাই? আনোয়ার ভাই?
নূর মোহাম্মদ নূরু?
১০ নভেম্বর ২০১৭
বোনাস - সেই গানটা
 ২৮ টি
    	২৮ টি    	 +৪/-০
    	+৪/-০  ২৯ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:২২
২৯ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাঁর উত্তরের আশায় আছি 
ভালো থাকবেন।
২|  ১০ ই নভেম্বর, ২০১৭  দুপুর ২:১৯
১০ ই নভেম্বর, ২০১৭  দুপুর ২:১৯
উম্মে সায়মা বলেছেন: হাহাহা। মজা পেলাম ছাই ভাই  গুরুদের কাছে সমাধানের আর্জি রইল
 গুরুদের কাছে সমাধানের আর্জি রইল  
  ২৯ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:২৪
২৯ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গুরুগণ বর্তমানে ধ্যানে মগ্ন আছেন। ধ্যান ভঙ্গ হলে আসবেন 
৩|  ১০ ই নভেম্বর, ২০১৭  দুপুর ২:৪৫
১০ ই নভেম্বর, ২০১৭  দুপুর ২:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
দিলেন ভায়া সেইরাম ধা ধা 
ঘুমালে চোখে দেখিনা, খেলে লাগেনা খিদা  
 
নিজের ব্যর্থতা অন্যের ঘাড়ে সমাজ চলছে উলটা
গুরুজনে কিবা বলে, গেলাম বসে দেখতে শেষ খেল্টা   
 
+++++
  ২৯ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:২৭
২৯ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা
৪|  ১০ ই নভেম্বর, ২০১৭  বিকাল ৫:১৮
১০ ই নভেম্বর, ২০১৭  বিকাল ৫:১৮
সুমন কর বলেছেন: হাহাহা.....মজা পেলাম।
  ২৯ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:২৭
২৯ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপারটা জেনে ভালো লাগছে 
৫|  ১০ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:০৭
১০ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:০৭
মো: নিজাম গাজী বলেছেন: হাহাহা দারুন লেখনী। আমি আপনাকে এর সমাধান দিতে পারবোনা কারন আমি গুরু নয়। তবে পরামর্শ হলো চুন আর নুন+ জর্দা ও চিনি মিলিয়ে প্রতিদিন ১০ টি করে পান খাবেন। সমস্যা সব সমাধান। আর মাথায় আরেকটি টাক দিন তাহলে মাথা ভালো হয়ে যাবে এবং ব্লগিং করতে পারবেন- বাংলা সিনেমা হতে সংগৃহীত। শিভকামনা প্রিয় রুপাবীজ থুক্কু সোনাবীজ ব্লাগার ভাই।
  ২৯ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:২৯
২৯ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা আপোনার সমাধান তো সরস আছে দেখছি 
৬|  ১০ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:৪১
১০ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:৪১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দারুন হাসির ছড়া। ধন্যবাদ ভাই। 
 স্টিকি পোস্টের (সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ) ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। 
  ১৮ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৪৮
১৮ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেখেছি আশরাফুল ভাই। ভুলে আমার ই-মেইল দিয়ে ফেলেছি। সমস্যা নাই  আমার ই-মেইল আড্রেস আগে থেকেই ওপেন টু পাবলিক করা
 আমার ই-মেইল আড্রেস আগে থেকেই ওপেন টু পাবলিক করা 
ভালো থাকবেন।
৭|  ১০ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:০৫
১০ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: 
হা হা । আউলাজাউলা ছড়া !  ইন্টারভিউ বোর্ডে যারা ক্যান্ডিডেট আছে তাদের উপস্থিতি কামনা করছি !
  ১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:৪৪
১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  
   
৮|  ১০ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:০৮
১০ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: 
গানের ভিড়িও মেইক আপনি করেছেন ! সুন্দর হয়েছে ।
  ১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:৩১
১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেই যুগে তো আপনি ছিলেন না- অনেক অনেক দিন আগের কথা 
৯|  ১০ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৯
১০ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেইটা পারেন আর যেটা করে তৃপ্তি পান সেইটাতে ধ্যান দেন। সবাই সবকিছুতে পারদর্শী হয় না। ছড়া ভালো হয়েছে...
  ১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:২৭
১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেরা পরামর্শ। তবে বিচার মানি না, মান্দারগাছ আপনার।
।
।
।
।
।
।
।
।
।
এবং তালগাছটা আমারই।
১০|  ১১ ই নভেম্বর, ২০১৭  সকাল ১১:৩২
১১ ই নভেম্বর, ২০১৭  সকাল ১১:৩২
রাজীব নুর বলেছেন: সুন্দর বিনোদন।
  ১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৫৯
১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাই তো!
১১|  ১১ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:৩৮
১১ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: একে এক টাকের খেলা
সবে কেবল সুরু!!
খোঁজ একটু নেওনা তুমি
টাকলা স্বয়ং গুরু!!
তোমার এমন টাকলা ধাঁধাঁর
উত্তর নাই দাদা!!
টাকলা মাথা ঢাকতে এবার
আসবে বুঝি রাধা!!
  ১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৫৮
১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
আমার ছিল একটি রাধা
নাম ছিল তার নদী
কাজ ছিল তার নিরবধি
সারেগামা সাধা
তার ছিল না প্রেমের মোহ
ছিল ভাতের খিদে
তার ছিল খুব সাদাসিধে
ফুলের সমারোহ
১২|  ১১ ই নভেম্বর, ২০১৭  বিকাল ৩:৪৮
১১ ই নভেম্বর, ২০১৭  বিকাল ৩:৪৮
জাহিদ অনিক বলেছেন: 
হা হা হা, অনেকদিন পরেই ব্লগে এলেন। 
ভাল আছেন আশা করছি।
  ১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৫১
১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহর রহমতে ভালো আছি।
১৩|  ১১ ই নভেম্বর, ২০১৭  বিকাল ৩:৫০
১১ ই নভেম্বর, ২০১৭  বিকাল ৩:৫০
মানিজার বলেছেন: খলসগলগ
  ১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৫০
১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নরমজ
১৪|  ১২ ই নভেম্বর, ২০১৭  রাত ১২:০৬
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ১২:০৬
আমি তুমি আমরা বলেছেন: যদিও পোস্টের মূল ম্যাসেজটা ধরতে পারিনি, তবে ছড়া পড়তে খারাপ লাগেনি। তিনজন ব্লগারকে ছড়ায় আলাদা করে মেনশান করার কোন কারণ আছে?
  ১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৪৮
১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাথায় আমার টাক পড়েছে
তাই ভুলে যাই পড়া
হাতের লেখা খারাপ বলে
আঁচিলে মুখ ভরা
হাতির মতো বিরাট দেহ
তাই পারি না গান
চোখের পাওয়ার কমছে বলে
নুন দিয়ে খাই পান
গেলাস গেলাস পানি খেয়েও
বুকের ভেতর খরা
ঘুমের মধ্যে হাঁটতে থাকি
দোস্তগীরের ঘোড়া
নাচতে আমি ভুলেই গেছি
বাঁকা আমার উঠোন
পুরুষ আমি- লজ্জাটা তাই
মহামূল্য ভূষণ
চাঁদের আলোয় ঝলছে গেছে
সারা দেহের চামড়া
এই ভোগান্তি সারবে কি ভাই
আমি তুমি আমরা?
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:৫১
১০ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:৫১
অন্তরন্তর বলেছেন: হাহ হাহ হাহ-------- খলিল ভাই ছড়া বেশ হয়েছে। আপনার প্রশ্নের উত্তর সবাই দিতে না পারলেও একজন পারবে তা নিশ্চিত। দেখি উনি কি সমাধান দেন। শুভ কামনা । অনেকদিন পর এলাম আপনার ব্লগে।