নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমি অনলাইনে ঢুকি ২০০০ সালের ডিসেম্বরের দিকে। ২০০১ সালের শুরুর দিকে কিছু ইংরেজি ব্লগে টুকিটাকি ব্লগিং করি। মাঝামাঝি সময়ে অনলাইন বাংলাদেশি পত্রিকা পড়ার সুযোগ পাই। ঐ বছরের কোনো এক সময়ে কবিতা মুক্তমঞ্চ অনলাইন হয়, যাতে ইংরেজি অক্ষরে বাংলা কবিতা পোস্ট করা হতো। আস্তে আস্তে সাইটটি উন্নত হতে থাকে এবং পিডিএফ বা ইমেজ আকারেও কবিতা পোস্ট করার সুবিধা সৃষ্টি হতে থাকে। কবিতা মুক্তমঞ্চের পাশাপাশি কিছু ইয়াহু গ্রুপে সংযুক্ত হই, এবং সেখানে বিবিধ বিষয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন পদ্ধতিতে কবিতা শেয়ার করি, সাহিত্য আলোচনা পড়ি ও মাঝে মাঝে অংশগ্রহণ করি। এভাবে কয়েক বছর কেটে যায় এবং কবিতা মুক্তমঞ্চটি আমার কবিতা পড়া, আলোচনা-সমালোচনা ও শেয়ারিঙের জন্য বিরাট মাধ্যমে পরিণত হয়ে ওঠে। খুব সম্ভবত ২০০৩-২০০৬ সাল ছিল এ সাইটে আমার ব্যস্ততম সময়। এরপর কিছুকাল সাহিত্যে সময় দেয়া কঠিন হয়ে পড়ে।
২০০৭/২০০৮ সালের দিকে কী একটা লিংকের সূত্র ধরে 'আমার ব্লগ'-এর সন্ধান পাই এবং সেখানে স্বল্প সময়ে সক্রিয় হয়ে উঠি। এর মধ্যেই একদিন একজনের আমন্ত্রণে সামহোয়্যারইন ব্লগের খোঁজ পাই। শুরুতে সামহোয়্যারইন ব্লগ আমার বেশি ভালো লাগে নি; ঐ সময়ে সাহিত্যচর্চার জন্য 'আমার ব্লগ'-এ বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। কিন্তু অল্প দিনেই ঐ ব্লগের আকর্ষণ হারিয়ে ফেললাম, এবং ফুলটাইম ব্লগার হয়ে গেলাম সামহোয়্যারইন ব্লগে। এর কিছুদিন পর 'প্রথম আলো' ব্লগ শুরু হলো। ওখানেও যাই, কিন্তু মজা পাই না, ব্লগটা দেখে মনে হয় ঝিমুচ্ছে। পাশাপাশি আরো কিছু বাংলা ব্লগের আত্মপ্রকাশ ঘটে, নিক খুলি, কিন্তু দেহমনে সামহোয়্যারইন ব্লগেই পড়ে থাকি।
২০০৮ সালে আমাদের সাহিত্যপত্রিকা 'সবুজ অঙ্গন'-এর প্রধান সম্পাদক উজ্জ্বল হোসাইন-এর নামে সামহোয়্যারইন ব্লগে 'উজ্জ্বল হোসাইন' নিকটি ওপেন করি। আপনারা কেউ কেউ হয়ত জানেন উজ্জ্বল হোসাইন কে পরে উজ্জ্বল হোসাইন পালটে 'সবুজ অঙ্গন' করি। আরেকটা নিক ওপেন করি আমার ছোটো ছেলে ফারিহান মাহ্মুদের নামানুসারে 'ফারিহান মাহ্মুদ'। পরে এটাও পালটে করি 'সোনাবীজ; অথবা ধুলোবালিছাই'। দিন যায়। 'খলিল মাহ্মুদ' নামেও নিক ওপেন করি একাধিক। টেকনিক্যাল কারণে প্রতি নিকেই কিছু না কিছু ভুল থেকে যায়, সেগুলো কারেকশন করতে না পারায় নতুন নিক খুলি। কয়েকজন পরিচিত লেখক-লেখিকাকে আমন্ত্রণ জানাই ব্লগে আসতে, তাঁদের জন্য নিকও খুলে দিই; কেউ কেউ সেই নিকে আসেন, কেউ কেউ আমাকে টাস্কিং করতে থাকেন তাঁদের লেখাগুলো পোস্ট করে দেয়ার জন্য
আরো কিছু নিক আছে, যেগুলো ঘনিষ্ঠ জনেরা জানেন। কিন্তু সেখানে আমি সক্রিয় নই। স্বনামে ব্লগিং করেই কুলিয়ে উঠতে পারি না, বেনামে ব্লগিং করার বেল কই? তবে সেগুলো এখনো জীবিত আছে কিনা তা কেবল মডারেটরগণই জানেন অবশ্য, ওগুলো খুবই নিরীহ নিক, কারো চোখে কখনো ঐ নিকগুলো পড়েছে কিনা তা নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক
২০০৯ সালে সামহোয়্যারইন ব্লগের বেশকিছু জনপ্রিয় ব্লগারের প্রোফাইল পিক্সচার সংগ্রহ করি; প্রথম আলো ব্লগ থেকেও কয়েকজনের প্রোফাইল পিক্সচার নিই। তাঁদের নিয়ে একটি ভিডিও তৈরি করলাম। দেখুন, আপনি সেই সময়ে ব্লগে ছিলেন কিনা বা এখনো আছেন কিনা। বা এঁদের ক'জনকে আপনি এখন চিনেন? ক'জন ব্লগে সক্রিয় আছেন?
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
শাহিন-৯৯ বলেছেন: নতুনদের পক্ষ থেকে আপনাকে একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ও অভিনন্দন।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
প্রো-পিকের মালিক সব অগ্রজদের জন্য সন্মান ও শ্রদ্ধা রলো।
মাত্র ৬/৭টি প্রোপিকের ব্লগারদের চিনতে পেরেছি; ভিডিওতে গান ও মিউজিক বিরক্তিকর লেগেছে। পুরানোদের প্রো-পিক দেয়ার জন্য ধন্যবাদ।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: বেশ পরিশ্রমী কাজ ।
পুরানো ব্লগারদের( অনেকেই এখনো সক্রিয়)
প্রোফাইল পিকচার দেখে ভাল লাগল ।
শুভেচ্ছা রইল ।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরোনোদের অনেকে আবার স্ব-নামে বা ভিন্ন নামেও সক্রিয় আছেন বলে ধারণা করছি। ধন্যবাদ ডাঃ আলী ভাই।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
সুমন কর বলেছেন: ছবিগুলো ভিডিও'তে ঘোলা লেগেছে। অনেক'কে পাইনি।
আপনি কেমন আছেন?
০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগের প্রোফাইল আইকনগুলো এমনিতেই ছোটো। ভিডিওতে এগুলো স্ক্রিন-ফিট হওয়ার পর রেজ্যুলেশন কমে যায়, তাই ঘোলা দেখা যায়।
আপনাদের দোয়ায় ভালো আছি।
ধন্যবাদ সুমন ভাই।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৪
নূর-ই-হাফসা বলেছেন: এই ভিডিও র লিঙ্ক আপনি কারো পোষ্ট এ বেশ কিছু দিন আগে দিয়েছিলেন । তখোনি দেখেছিলাম । ভালো লাগলো খুব ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক এই ভিডিও'র লিংক দেয়া হয় নি। তবে ব্লগারদের প্রোফাইল পিকচার নিয়ে আমার আরো অনেক ভিডিও আছে, আপনি সেগুলো দেখে থাকবেন হয়ত।
ধন্যবাদ আপনাকে।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২
কালীদাস বলেছেন: টেনে টেনে পুরা ভিডিওটা চেক করলাম। এদের অনেককেই দেখেছি আমি যখন আসি, সবাই যে ঝাক্কাস ব্লগার ছিলেন তা না। অনেকগুলো নিককেই লাস্ট কবে লগডইন দেখেছি মনে নেই
সোয়া নয় বছর ব্লগিং কি কম সময় মিয়া ভাই?
১২ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে সময়ে এই প্রোপিকগুলো কালেক্ট করি, তখন আপনি ছিলেন না নিশ্চিত। কারণ, আপনি শুরু থেকেই খুব অ্যাক্টিভ এবং স্মার্ট ও ইন্টেলিজেন্ট ব্লগার হিসাবে সবার নজর কেড়েছিলেন, আপনার সাথে আমারও ইন্ট্যার্যাকশন হয়েছ।
সোয়া নয় বছর দীর্ঘ সময়। একটা সময় ছিল যখন ব্লগিং ছিল একটা এক্সাইটমেন্ট এবং সারাদিন, এমনকি ঘুমের ভেতরও ব্লগেই থাকতাম কেন যেন সেই স্বাদ আর উত্তেজনা কমে গেছে
উপস্থিতির জন্য অনেক ধন্যবাদ।
৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২
খায়রুল আহসান বলেছেন: সুদীর্ঘ সারি থেকে বেশ ক'টি চেনামুখ উঁকি দিয়ে গেল।
১২ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ স্যার।
৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখতে দেখতে মনে হল জানি বলাটা আসেলই কত কঠিন!!!
তবে অনেকে প্রো-পিক দেখে নষ্টালিজক হয়ে গেছিলাম
অন্তহীন কষ্ট পেলাম ইমন জুবায়ের আর রাজা মশাইর প্রো-পিক দেখে...
অনেক গুলোয় অনেক টক-ঝাল-মিষ্টি স্মৃতি মনে পড়ল
আমারই আরেক ডেড প্রো-পিকে হাসি পেল
অনেক ধন্যবাদ সোনা ভাই এত সুন্দর আয়োজন অনেক কষ্ট করে করায়
++++++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।
১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ+
১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪
প্রামানিক বলেছেন: সুন্দর একটি কাজ করেছেন। ধন্যবাদ
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই।
১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬
محمد فسيح الاسلام বলেছেন: হিসেব করে দেখলাম প্রায় ৮০০ ব্লগারের ফোটো দিয়েছেন!!! এটি একটি দলীল। আপনাকে ধন্যবাদ এজন্যে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ জনাব।
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০
সচেতনহ্যাপী বলেছেন: আপনার সুবাদে দেখে নিলাম সিনিয়রদের।।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।
১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪১
সোহানী বলেছেন: রাগের ইমো..... ... আমিওতো সেই সময় ব্লগিং করতাম... যদিও কোনকালেই জনপ্রিয়র মাত্রায় ছিলাম বলে বিশ্বাস কি না। তারপর ও অনেকেই চিনি বা তাদের লিখার সাথে দারুনভাবে পরিচিত ছিলাম। অসাধারন কিছু লেখক ছিল। যাহোক, সোনাভাই থ্যাংস মনে করিয়ে দেবার জন্য।
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কয়েক কোটি দুঃখ ও আফসোসের ইমো হবে (বুঝে নিন)। আপনার নামখানি কীভাবে মিস হলো তা গভীর রহস্যে আবৃত। এক সদস্য বিশিষ্টি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটি আগামী ৫০ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশ করিবেক।
১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩১
কথাকথিকেথিকথন বলেছেন:
হারিয়ে যাওয়া দিন । এখনের দিনগুলো হারিয়ে যাবে । আগামীতে হয়তো কোন একসময় এই সব দিনের কথা ভেবে নস্টালজিক হবো !
তেমন কাউকে চিনি নি । চেনার কথাও না । তবে এক দু'জনের প্রোফাইল দেখেছি মনে হচ্ছে ।
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার এই কমেন্টটি পড়েই তো আমি বিষাদগ্রস্ত হয়ে পড়লাম
১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩
নীলসাধু বলেছেন: সোনাবীজ ভাই পোষ্টে ভালো লাগা রইলো।
আমিতো অনেককেই চিনি।
কিছু কিছু প্রফাইল পিকতো মনে গেঁথে আছে।
আমার ছবিও আছে দেখি!!
৯৯ শতাংশ ব্লগার এখন আর ব্লগে নেই।
প্রথম আলো ব্লগের বেশ কয়েকজন ব্লগারের ছবিও আছে দেখলাম। আইরিন সুলতানা, আনন্দময়ী, কালপুরুষ দা, তমা, দেবদাস, এরশাদ ভাই, জাকির ব্যাপারী, এদের পিক দেখলাম।
মাহমুদ ভাই আমাদের মাঝে নেই। তাঁর ছবি আছে।
পুরোটা আরো দু একবার দেখলে প্রায় সবার কথাই মনে হয়ে যাবে। কি দিন গেছে। রাত নেই দিন নেই ব্লগে থাকতাম। মনে হতো এখানেই বুঝি সব আছে। তারপর মান অভিমান ঝগড়া গ্রুপিং তর্কাতর্কি কি করিনি!! আজ সবই স্মৃতি।
আশা করছি আপনার শরীর ভালো আছে
ভালো থাকবেন। নিরন্তর শুভকামনা জানবেন।
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিশদ কমেন্টের জন্য ধন্যবাদ নীলসাধু ভাই। ব্লগিং জগৎ ছিল একটা নেশা। আমি অবশ্য এই নেশায় ২০০০/২০০১ থেকেই আসক্ত ছিলাম, তবে বাংলা ব্লগিঙের মতো এতটা না। সামহোয়্যারইন, প্রথম আলো, আমার ব্লগ, মুক্তমঞ্চসহ আরো অনেক ব্লগে ব্লগিং করতে গিয়ে হাঁপিয়ে উঠেছিলাম। ঘুমানোর, গোসলের, খাওয়ার (এবং তা ত্যাগেরও ) সময় জুটতটো না সেই নেশা অবশ্য এখন ছুটে গেছে
আপনাদের দোয়ায় শরীর ভালো।
ভালো থাকবেন।
১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০
জাহিদ অনিক বলেছেন:
গানের আওয়াজ যেমন কিছুটা ঝিরঝিরে ছবিগুলো তেমনি অস্পষ্ট।
সবকিছু মিলিয়ে পুরো ব্যাপারটাই ঝাপসা আমার কাছে।
এত ঝাপসা সব কিছু চারিদিক বলেই হয়ত দুই চার জনকে ছাড়া কাউকেই বিশেষ চিনতে পারলাম না।
আপনি ভালো আছেন ভাইয়া আশা করি।
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা পরিষ্কার গান কোথাও পাই নি। যতগুলো পেয়েছি তার মধ্যে এটাই ভালো।
এ ব্লগাররা হলেন আদিযুগের মানুষ। তারা এখন টায়ার্ড
আমি ভালো আছি। আশা করি আপনিও।
১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ।
পুরাতন ব্লগারদের সম্পর্কে জানানোর জন্য।
১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫
গরল বলেছেন: অনেক কষ্ট করেছেন বুঝা যাচ্ছে, তবে বেশীরভাগকেই চিনলাম না। তবে নষ্টালজিক হয়ে গেলাম, অনেক ধন্যবাদ।
২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবি কালপুরুষ এবং আইরিন সুলতানার কিয়দাংশ আমি পেয়েছি প্রথম আলো ব্লগে।
আমার ব্লগে আর চতুর্মাত্রিকে আমার কিছু পোস্ট আছে।
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই নামটিও আমার কাছে অনেক আকর্ষণীয়, প্রতিভাবান এবং চিন্তাশীল শব্দকারিগরের নিক।
অভিনন্দন কবুল হোক
২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫২
ইমরান নিলয় বলেছেন: কী মায়া মায়া। তারা এখন কেমন আছে, তাদের কণ্ঠ কি এখনো মেঘলা দিনে বিকেল হয়?
২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১২
Sujon Mahmud বলেছেন:
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
২৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন:
শুভ ভোর ২০১৮ !
জীবন হোক আনন্দে সমৃদ্ধময়....
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ সন্ধ্যা। শুভ নববর্ষ ২০১৯। শুভ রাত্রি ০৮ ফেব্রুয়ারি ২০১৮।
সময় ভালো কাটুক।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
তারেক ফাহিম বলেছেন: ভিডিও ভালো লাগলো।
আপনার ব্লগিং পরিসংখ্যন সত্যি বিষ্ময়কর।