নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সোনাবন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি /// স্বাগত দে\'র মরমিয়া গান

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৭



আমি এক সহজ-সরল কৃষানের ছেলে। সর্বশরীরে
মাটির তাজা ঘ্রাণ। আমার গলায়
পল্লী ও বাউলের গান, যা থেকে আমি প্রাণ পাই,
আর মনে হয়, সত্যিকারের গান যদি কিছু থেকে থাকে-
তা ঐ ভাটিয়ালি আর ভাওয়ালির সুরে।
তুমি সহজ হও। হও প্রাকৃতিক। মাটির গভীর থেকে উঠে আসা
শাঁস তোমার অন্তরে শুষে নাও।



নয় দরজা করিয়া বন্ধ
(কবি জসীমউদ্‌দীনের 'নিশীথে যাইও ফুলবনে রে ভোমরা' আর এ গানটির কথা ও সুর প্রায় অভিন্ন। এটা শেখ ভানুর গান।)






সোনাবন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি






ওকি ও বন্ধু কাজল ভ্রমরা রে






দেহতরী দিলাম ছাড়ি ও গুরু






গোলেমালে গোলেমালে পিরিত করো না






তোরে রাং দিল কী সোনা দিল পরখ কইরে দেখলি না
এটা ব্লগারদের প্রোফাইল পিকচার নিয়ে বানানো :) কারো প্রোপিক বাদ পড়ে থাকলে দুঃখিত :(






বোনাস
প্রেমের মরা জলে ডোবে না
শিল্পীঃ অভি








ফোক গান নিয়ে আরেকটা পোস্ট

ভুলে যাওয়া গান : বহু দিনের পিরিত গো বন্ধু; পথিক নবী ও তাঁর গান; আমার ছেলেমেয়েদের ছড়া





মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: সব গুলোই ভীষণ সুন্দর । +++

অফুরান শুভেচ্ছা নিবেন ।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলো গানই সুন্দর জেনে ভালো লাগলো পদাতিক ভাই। শুভেচ্ছা আপনার জন্যও।

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: একটা কাজ দিতে চাই, নিবেন?

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাজের মধ্যেই তো আছি রে ভাই, নতুন আর কী কাজ দেবেন?

৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৬

কথাকথিকেথিকথন বলেছেন:










এই গানগুলো অন্যরকমভাবে টানে। গানের সাথে ছবি ভিডিওগুলো বেশ মানিয়েছে। ব্লগারদের ছবি দিয়েও দেখছি একটি গানের ভিডিও বেঁধেছেন! আমার পোস্টারও দেখি ওখানে উঁকি দেয়!!!

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের লাস্ট কথাটায় বেশ মজা পেয়েছিলাম প্রথম দিনই। আজও পাচ্ছি। এগুলো খুব সুন্দর গান। গানপাগলারা অবশ্যই এগুলো খুব পছন্দ করবেন।

ধন্যবাদ আপনাকে।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনি তো খুব সুন্দর লিখেন। আর আমি লিখি পচা।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না না, কী বলেন, কেউ পঁচা লেখে না। আপনিও ভালো লেখেন।

ভালো থাকবেন।

আপনার বাড়ি দোহারে। ঠিক?

৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: সামুতে আপনাকে নিয়মিত চাই।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সতত এ ব্লগ মোর পড়ে আছে মনে
সতত ব্লগের কথা ভাবি নিরজনে


ধন্যবাদ রাজীব নুর ভাই।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:০১

স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুন্দর।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্বপ্নীল ফিরোজ।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: এই গান গুলোর লিংক খুব দরকার ছিলো, ধন্যবাদ,
ধন্যবাদ সুন্দর কবিতা তুমি সহজ হও। হও প্রাকৃতিক।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো জেনে যে গানগুলোর লিংক আপনার খুব দরকার ছিল। গান শোনার জন্যও ধন্যবাদ ঠাকুর মাহমুদ ভাই।

৮| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার পোস্ট। গান গুলো খুব ভাল লেগেছে। + +

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানগুলো শোনার জন্য বিনীত ধন্যবাদ রইল স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.