|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
 
 
আমি এক সহজ-সরল কৃষানের ছেলে। সর্বশরীরে
মাটির তাজা ঘ্রাণ। আমার গলায় 
পল্লী ও বাউলের গান, যা থেকে আমি প্রাণ পাই, 
আর মনে হয়, সত্যিকারের গান যদি কিছু থেকে থাকে- 
তা ঐ ভাটিয়ালি আর ভাওয়ালির সুরে।
তুমি সহজ হও। হও প্রাকৃতিক। মাটির গভীর থেকে উঠে আসা 
শাঁস তোমার অন্তরে শুষে নাও। 
১
নয় দরজা করিয়া বন্ধ
(কবি জসীমউদ্দীনের 'নিশীথে যাইও ফুলবনে রে ভোমরা' আর এ গানটির কথা ও সুর প্রায় অভিন্ন। এটা শেখ ভানুর গান।)
২
সোনাবন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি
৩
ওকি ও বন্ধু কাজল ভ্রমরা রে
৪
দেহতরী দিলাম ছাড়ি ও গুরু
৫
গোলেমালে গোলেমালে পিরিত করো না
৬
তোরে রাং দিল কী সোনা দিল পরখ কইরে দেখলি না
এটা ব্লগারদের প্রোফাইল পিকচার নিয়ে বানানো  কারো প্রোপিক বাদ পড়ে থাকলে দুঃখিত
 কারো প্রোপিক বাদ পড়ে থাকলে দুঃখিত 
৭
বোনাস
প্রেমের মরা জলে ডোবে না
শিল্পীঃ অভি
ফোক গান নিয়ে আরেকটা পোস্ট
ভুলে যাওয়া গান : বহু দিনের পিরিত গো বন্ধু; পথিক নবী ও তাঁর গান; আমার ছেলেমেয়েদের ছড়া
 ১৬ টি
    	১৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:১৬
০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলো গানই সুন্দর জেনে ভালো লাগলো পদাতিক ভাই। শুভেচ্ছা আপনার জন্যও।
২|  ২৮ শে অক্টোবর, ২০১৮  রাত ১১:৫৯
২৮ শে অক্টোবর, ২০১৮  রাত ১১:৫৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: একটা কাজ দিতে চাই, নিবেন?
  ০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:১৭
০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাজের মধ্যেই তো আছি রে ভাই, নতুন আর কী কাজ দেবেন?
৩|  ২৯ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:০৬
২৯ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: 
এই গানগুলো অন্যরকমভাবে টানে। গানের সাথে ছবি ভিডিওগুলো বেশ মানিয়েছে।  ব্লগারদের ছবি দিয়েও দেখছি একটি গানের ভিডিও বেঁধেছেন!  আমার পোস্টারও দেখি ওখানে উঁকি দেয়!!!
  ০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:২০
০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের লাস্ট কথাটায় বেশ মজা পেয়েছিলাম প্রথম দিনই। আজও পাচ্ছি। এগুলো খুব সুন্দর গান। গানপাগলারা অবশ্যই এগুলো খুব পছন্দ করবেন।
ধন্যবাদ আপনাকে।
৪|  ২৯ শে অক্টোবর, ২০১৮  ভোর ৫:৫৬
২৯ শে অক্টোবর, ২০১৮  ভোর ৫:৫৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনি তো খুব সুন্দর লিখেন। আর আমি লিখি পচা। 
  ০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:২১
০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না না, কী বলেন, কেউ পঁচা লেখে না। আপনিও ভালো লেখেন।
ভালো থাকবেন।
আপনার বাড়ি দোহারে। ঠিক?
৫|  ২৯ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১২
২৯ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১২
রাজীব নুর বলেছেন: সামুতে আপনাকে নিয়মিত চাই।
  ০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:২৬
০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সতত এ ব্লগ মোর পড়ে আছে মনে
সতত ব্লগের কথা ভাবি নিরজনে
ধন্যবাদ রাজীব নুর ভাই।
৬|  ৩০ শে অক্টোবর, ২০১৮  ভোর ৬:০১
৩০ শে অক্টোবর, ২০১৮  ভোর ৬:০১
স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুন্দর।
  ০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:২৬
০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্বপ্নীল ফিরোজ।
৭|  ৩১ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:২৯
৩১ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৪:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন: এই গান গুলোর লিংক খুব দরকার ছিলো, ধন্যবাদ, 
ধন্যবাদ সুন্দর কবিতা তুমি সহজ হও। হও প্রাকৃতিক। 
  ০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:৩০
০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো জেনে যে গানগুলোর লিংক আপনার খুব দরকার ছিল। গান শোনার জন্যও ধন্যবাদ ঠাকুর মাহমুদ ভাই।
৮|  ০২ রা নভেম্বর, ২০১৮  রাত ৮:১৯
০২ রা নভেম্বর, ২০১৮  রাত ৮:১৯
খায়রুল আহসান বলেছেন: চমৎকার পোস্ট। গান গুলো খুব ভাল লেগেছে। + +
  ০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:৩২
০৩ রা নভেম্বর, ২০১৮  রাত ১২:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানগুলো শোনার জন্য বিনীত ধন্যবাদ রইল স্যার।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৮  রাত ১১:৪৩
২৮ শে অক্টোবর, ২০১৮  রাত ১১:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: সব গুলোই ভীষণ সুন্দর । +++
অফুরান শুভেচ্ছা নিবেন ।