|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
 
 
তোমার বুকে আমি জীবনে মরণে গরবিনি
তোমার সুখের কাছে আমার সকল সুখ ঋণী
ও আমার দেশ
তোমাকে চিনেই আমি নিজেকে চিনি
১
স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে আমার অনেক ঋণ আছে - রুনা লায়লা
২
আমার মনপাখিটা যায়রে উড়ে যায় - রুনা লায়লা 
 
৩
জন্ম আমার ধন্য হলো মা গো - সাবিনা ইয়াসমিন
৪
একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় - শাহনাজ রহমতউল্লাহ (ভার্সন-১)
৫
একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় - শাহনাজ রহমতউল্লাহ (ভার্সন-২) 
 
৬
একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় - ডলি সায়ন্তনী (ভার্সন-১) 
 
৭
একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় - ডলি সায়ন্তনী (ভার্সন-২)
৮
এ দেশ আমার চোখের আলোয় আলো ছড়ায় ভালোবেসে - রুনা লায়লা
৯
তোমার বুকে আমি জীবনে মরণে গরবিনি - রুনা লায়লা
১০
আমাকে একটি দোয়েল বলেছে - রুনা লায়লা 
১১
ও আমার স্বপ্নঝরা আকুল করা জন্মভূমি - সাবিনা ইয়াসমিন ও সঙ্গীরা (জীবন থেকে নেয়া)
 ১৩ টি
    	১৩ টি    	 +৫/-০
    	+৫/-০২|  ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৫১
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ পোস্ট
৩|  ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৪২
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৪২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসাধারণ পোস্ট। ধন্যবাদ। প্রিয়তেই রাখলাম। যদিও দেশাত্ববোধক গানের বিশাল ভান্ডার আমার কাছেই রয়েছে।
৪|  ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৫০
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৫০
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো কাজ করেছেন।
৫|  ২১ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
২১ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই গান গুলো শুনলে অনেক শান্তি লাগে মনে। দেশ প্রেম বেড়ে যায়।
৬|  ২১ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৭
২১ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৭
শায়মা বলেছেন: এবারের বিজয় দিবসে গানগুলিকে কাজে লাগাবো ভাইয়া।
তাই পোস্টটা প্রিয়তে নিয়ে রাখছি।
৭|  ২১ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২৬
২১ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২৬
ল বলেছেন: অসাধারণ দেশাত্ববোধক গান
৮|  ২১ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪৯
২১ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪৯
হাবিব বলেছেন: প্রতিঠি গানই খুব ভালো লাগে
৯|  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:৪১
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১০|  ২২ শে নভেম্বর, ২০১৮  সকাল ৮:২০
২২ শে নভেম্বর, ২০১৮  সকাল ৮:২০
সোহানী বলেছেন: বিশ্বাস করবেন এ ক'দিন ধরে গানগুলো খুব মনে পড়ছিল।
আসলে যারা আমরা দেশের বাইরে থাকি তাদের দেশের প্রতি ফিলিংস, ভালোবাসা অন্যরকম। দেশে থাকতে এতোটা ফিল করিনি এখন যেমন করে ফিল করি।
ভালোলাগলো প্রিয় কিছু গানকে একই সাথে পেয়ে...........
  ২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:০১
২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেশের বাইরে থাকা অবস্থায় এ গানগুলো শুনলে মন খুব অস্থির হয়ে ওঠে দেশ ও দেশের মাটির জন্য। এমনকি দেশের মধ্যে বসে থাকলেও এ গানগুলো বুকের ভেতর ঝড় তোলে।
ধন্যবাদ আপু গানগুলো শোনার জন্য।
১১|  ২৩ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:১২
২৩ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:১২
আখেনাটেন বলেছেন: প্রিয় অনেক গানের সমাহার। 
চমৎকার অায়োজন।
  ২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৫৮
২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আখেনাটেন গান শোনার জন্য।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৮
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: গান কিন্তু আমাদের আত্মাকে শান্তি দেয়।
একটা কবিতার চেয়ে গান অনেক বেশি আনন্দময়।