|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
 
 
১
হাতের কাঁকন ফেলেছি খুলে, কাজল নেই চোখে - রুনা লায়লা
২
গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে (অরিজিন্যাল ভার্সন) - রুনা লায়লা
৩
গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে (রিরেকর্ডেড ভার্সন, ফাস্ট ট্র্যাক, শর্টেন্ড) - রুনা লায়লা
৪
বুকে আমার আগুন জ্বলে, জলে যেতে দাও (ভার্সন-১, রিমিক্স উইথ স্টিল পিকচার) - রুনা লায়লা
৫
বুকে আমার আগুন জ্বলে, জ্বলে যেতে দাও (ভার্সন-২, রিমিক্স - হিন্দি 'আরাধনা' ছবির 'রূপ তেরা মাস্তানা' গানের ভিডিও) - রুনা লায়লা
৬
আমি নদীর মতো কত পথ ঘুরে তোমার জীবনে এসেছি - রুনা লায়লা
৭
মাঝি তুমি মাঝগাঙে নাও বাইয়া যাও - রুনা লায়লা
৮
সুখ তুমি কী বড়ো জানতে ইচ্ছে করে - রুনা লায়লা
৯
আমার মন বলে তুমি আসবে - রুনা লায়লা]ল
১০
গীতিময় সেইদিন চিরদিন বুঝি আর র'লো না - সাবিনা ইয়াসমিন 
 
১১
তুমি চেয়েছিলে ওগো জানতে কেন এত ভালো লাগে তোমাকে - আবিদা সুলতানা
১২
এ কী বাঁধনে বলো জড়ালে আমায় - আবিদা সুলতানা 
 
১৩
ফুলের মালা পরিয়ে দিলে আমায় আপন হাতে - সাবিনা ইয়াসমিন
১৪
আমাকে দেখার সেই চোখ তোমার কই গো - রুনা লায়লা
১৫
যাইবা কেমনে বলো যাইবা কোনখানে - রুনা লায়লা
১৬
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে - রুনা লায়লা
১৭
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে - টনি (ফুয়াদ ফিচারিং)
১৮
ও আমার দরদি আগে জানলে - রুনা লায়লা
১৯
ওকি ও বন্ধু কাজল ভ্রমরারে - রুনা লায়লা। অভিনয়ে - ব্লগার রাজীব ও সুরভি
২০
হায়রে স্মৃতি বড়ো জ্বালাময় (ভার্সন-১, ভিডিও রিমিক্স) - রুনা লায়লা
২১
হায়রে স্মৃতি বড়ো জ্বালাময় (রিমিক্স উইথ স্টিল পিকচার, ভার্সন-২)
২২
ও বন্ধুরে, প্রাণ বন্ধুরে - রুনা লায়লা
২৩
রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে (ভার্সন-১ - কাপড়চোপড়ের বিজ্ঞাপন; যত পারুন দেখুন, কিনুন, পরুন  আমার কোনো আপত্তি নাই; পরের দুইটাসহ) - রুনা লায়লা
  আমার কোনো আপত্তি নাই; পরের দুইটাসহ) - রুনা লায়লা
২৪
রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে (ভার্সন-২) - রুনা লায়লা
২৫
রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে (ভার্সন-৩) - রুনা লায়লা
 ১৩ টি
    	১৩ টি    	 +২/-০
    	+২/-০  ২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৫
২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার পছন্দ আমার ভালো লাগে। আপনার প্রাকৃত ধন্যিক দৃশ্যের ছবিগুলো অসাধারণ। ধন্যবাদ রাজীব ভাই।
  ২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৭
২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবে, আপনি নিশ্চয়ই 'গানের' পছন্দের কথা বলতে চাইছিলেন 
২|  ২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৫২
২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৫২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: 
তেইশ থেকে পঁচিশ নাম্বারটা "শরম" 
  ২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:০৩
২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শরমের কিছু নাই। প্রাণ ভরে আর চোখ ভরে গান শুনুন। 
৩|  ২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:০৪
২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:০৪
শায়মা বলেছেন: সবগুলাই সুন্দর! তবে আমার মন বলে তুমি আসবে এই গানের আবেগ যেন একেবারেই আনারকলির মনের কথা .....
  ২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:১৩
২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবে আমার মন বলে তুমি আসবে এই গানের আবেগ যেন একেবারেই আনারকলির মনের কথা ..... আপনি আমার মনের কথাটাও বলে ফেলেছেন। স্কুলজীবনে 'আনারকলি' দেখেছিলাম। বড়ো হয়ে দেখেছি 'মুগল-এ-আযম'। আনারকলির নিরুদ্দেশ হয়ে যাওয়ার ভেতরে যে একটা অসামান্য বেদনা ঘনীভূত হয়ে আছে, তা ভাবতে গেলে নিজের বুকটাও মোচড় দিয়ে ওঠে।
৪|  ২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:১৪
২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম গানটি প্রথমশুনলাম। বাকীগুলো শুনেছি আগে।
  ২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:৩৬
২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম গানটা কেমন লাগলো?
৫|  ২৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ৮:৩৪
২৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ৮:৩৪
নীল আকাশ বলেছেন: কালেকশন টা রেখে দিলাম। আস্তে আস্ত সব গুলি দেখতে হবে। কিছু গান অনেক দিন আগে শুনেছিলাম। রুনা আমার খুব পছন্দের একজন শিল্পী। 
৬|  ২৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:১৯
২৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:১৯
সোহানী বলেছেন: আহ কি দিলেন সোনাবীজ ভাই, আমার বয়ফ্রেন্ডতো এ লিস্ট দেখলে পাগল হয়ে যাবে। এ সপ্তাহে এ লিস্ট দেখানো যাবে না, বাজারে যেতে হবে। এ লিস্ট পেলে কানে হেডফোন দিয়ে কাজকর্ম সব বন্ধ করে বসে থাকবে................  
   
  
৭|  ২৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:২৭
২৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:২৭
আর্কিওপটেরিক্স বলেছেন: সোহানী বলেছেন: আহ কি দিলেন সোনাবীজ ভাই, আমার বয়ফ্রেন্ডতো এ লিস্ট দেখলে পাগল হয়ে যাবে। এ সপ্তাহে এ লিস্ট দেখানো যাবে না, বাজারে যেতে হবে। এ লিস্ট পেলে কানে হেডফোন দিয়ে কাজকর্ম সব বন্ধ করে বসে থাকবে................  
   
  
         
               
             
৮|  ২৯ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৫১
২৯ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৫১
পবিত্র হোসাইন বলেছেন: সুন্দর ।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩১
২৮ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: আপনার গাছের পছন্দ ভালো।
আমার সাথে মিল আছে।