নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আকাশের হাতে আছে একরাশ নীল /// সোনালি দিনের একগুচ্ছ বিলুপ্তপ্রায় গান

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৩




যার ছায়া পড়েছে - ফেরদৌসী রহমান (আয়না ও অবশিষ্ট)


তুমি যদি বলে দিতে - ফেরদৌসী রহমান (যে আগুনে পুড়ি)


শোনো গো রূপসী ললনা - মোহাম্মদ আলী সিদ্দিকী (কি যে করি)


বিক্রমপুরে বাপের বাড়ি - আঞ্জুমান আরা বেগম (মনিহার)


কার হাতে যে খুন হইলাম - সাবিনা ইয়াসমিন (নদের চাঁদ)


ও পরানের খইলসা - সাবিনা ইয়াসমি ও খুরশীদ আলম (নদের চাঁদ)


ও কি ও বন্ধু কাজল ভ্রমরা রে - সাবিনা ইয়াসমিন (রাখাল রাজা)


ও কি ও বন্ধু কাজল ভ্রমরারে - রুনা লায়লা (রঙ্গীন রাখাল বন্ধু)


ও কি ও বন্ধু কাজল ভ্রমরারে - ফেরদৌসী রহমান (নোলক)

১০
ও কি গাড়িয়াল ভাই - নীনা হামিদ (বাল্য বন্ধু)

১১
ও কি গাড়িয়াল ভাই - ফেরদৌসী রহমান (নোলক)

১২
আমি জ্যোতিষির কাছে যাব - আবিদা সুলতানা (মান অভিমান)

১৩
মানিকগঞ্জের বড়ো মিয়া - রুনা লায়লা (সীমার)

১৪
আমার নায়ে পার হইতে লাগে ষোলো আনা - সুবীর নন্দী ও শাম্মী আক্তার (মাটির ঘর)

১৫
সোনা চান্দি টাকা পয়সা কিছুই চাই না - রুনা লায়লা (মাটির ঘর)

১৬
রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা - রুনা লায়লা (রাজ মহল)

১৭
ও দরিয়ার পানি - রুনা লায়লা (তুফান)

১৮
এই মনের মানুষ হইল কে - রুনা লায়লা (বাদল)

১৯
আকাশের হাতে আছে একরাশ নীল -আঞ্জুমান আরা বেগম (আয়না ও অবশিষ্ট)

২০
চোখে আমার প্রেমের কাজল - উমা খান ও রুলিয়া রহমান (গাঁয়ের ছেলে)

২১
একা একা কেন ভালো লাগে না - রুনা লায়লা (দি রেইন)

২২
দিন দুপুরে মনে ঘরে - রুনা লায়লা (গাঁয়ের ছেলে)

২৩
দিন দুপুরে মনের মাঝে সিঁধ কাটিল কে - রুনা লায়লা (মূল ভিডিও)

২৪
ওরে কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম তোরে - কান্তা নন্দী (সাম্পানওয়ালা)

২৫
যদি সুন্দর একটা মুখ পাইতাম - সাবিনা ইয়াসমিন (অনুভব)


সবশেষে আপনাদের জন্য বি ----- রা -----ট কুইজ

বাংলা ছবিতে হিব্রু গান - বলুন তো, এটা কোন ছবি?


উৎসর্গ
সুখে ও যন্ত্রণায়, ঘুমে ও জাগরণে, খেয়ে বা না খেয়ে, জলে-স্থলে-অন্তরীক্ষে যাঁরা সর্বত্রই গান শোনেন







মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

হাবিব বলেছেন: দারুণ কালেকশন.........

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জনাব হাবিব।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

করুণাধারা বলেছেন: কুইজের উত্তর দিতে পারলাম না, কিন্তু সুচিত্রা সেনকে দেখে ভালো লাগলো।

ফেরদৌসী রহমানের অনেকগুলো গানের লিংক দিয়েছেন, সময় করে শুনবো। অনেক ধন্যবাদ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

সুচিত্রা সেনের আরেকটা ছবি দিলাম।

ফেরদৌসী রহমানের প্রথম দিককার গাওয়া গান এগুলো। সুমিষ্ট ও সুরেলা কণ্ঠ। আশা করি ভালো লাগবে।

ব্লগে নিয়মিত নই, তাই দেখাসাক্ষাৎও হয় অনেকদিন পর পর :(

ভালো থাকবেন।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ বেশ....

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সোজা প্রিয়তে নিলাম। এমন সোনার খনি হাতছাড়া করা যাবে না। অনেক ধন্যবাদ খলীল ভাই।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মোস্তফা কামাল ভাই, এগুলো আপনার ভালো লাগছে বলে। ভালো থাকবেন।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৩

আরোহী আশা বলেছেন: অনেক ভালো লেগেছে

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আরোহী আশা।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১

জগতারন বলেছেন:

সুভেচ্ছা !
প্রিয়'তে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভেচ্ছা আপনাকেও। প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১

জগতারন বলেছেন:

সুভেচ্ছা !
প্রিয়'তে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভেচ্ছা আপনাকেও। প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

নজসু বলেছেন:




আব্বাস উদ্দীনের যোগ্য কণ্যা ফেরদৌসী রহমান।
ছোটবেলায় বিটিভিতে এসো গান শিখি অনুষ্ঠানটা কখনও মিস করতাম না।
মিঠু মন্টির সাথে সাথে ডাকা এই খালামনি ছিলেন খুব খুব প্রিয়।
এই প্রিয় মানুষটির কন্ঠ যেন অমৃত।

ওকি গাড়িয়াল ভাই গানটিতে ওকি গাড়িয়াল ভাই বলে যখন টান দেন তখন কি যে ভালো লাগে।

রুনা লায়লার সুন্দর কণ্ঠের জন্য তার গানও অসম্ভব ভালো লাগে।
এছাড়া অন্যান্য শিল্পীর যে গানগুলো দিয়েছেন সেগুলোও চমৎকার।

খুব সুন্দর একটা পোষ্ট দিয়েছেন প্রিয় খলিল ভাই।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মতো গানের সমঝদারকে পাশে বসিয়ে দিনভর গান শুনতে ভালো লাগে।

গান মাঝে মাঝে এমন ভাবে আঁকড়ে ধরে- মনে হয় ভুলে যাই দিনদুনিয়া, শুধু গানের ভেতর ডুবে যাই, গানের মধ্যেই মরে যাই।

আপনার উপস্থিতি খুব ভালো লাগছে।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪

জাহিদ হাসান বলেছেন: আমি এই গান গুলো সংগ্রহ করতেছি। পোসটের জন্য ধন্যবাদ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই রত্নতুল্য গানগুলো একদিন হারিয়ে যাবে। এগুলো জাতীয়ভাবে আর্কাইভ ভুক্ত করা উচিত।

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: সব গুলো গানই আমার খুব পছন্দের।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আনন্দিত যে আমার পছন্দের গানগুলো আপনারও খুব পছন্দের।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'সুন্দর+'এর জন্য ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: গানগুলো শুনলাম। ভাল লেগেছে। + +

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল স্যার। ভালো থাকবেন।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

গরল বলেছেন: চমৎকার সব গান, নষ্টালজিক হয়ে গেলাম।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গড়ল।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭

কালীদাস বলেছেন: বেশ কয়েকটা গান চিনতে পারলাম না, পরে ট্রাই করব।
আহ, ছোটবেলার ফেরদৌসি খালামনির গান শেখানোর অনুষ্ঠানটার কথা মনে পড়ে গেল। এত আন্তরিকতা এখন আর আছে কি?

আছেন কেমন? :)

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মহান কালীদাসকে এতদিন পর দেখে আপ্লুত ও নস্টালজিক হলাম। আশা করি ভালো আছেন এবং ব্যস্ত আছেন।

আমি ভালো আছি আল্লাহর রহমতে।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.