নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
১
চাঁদে কলঙ্ক আছে যেমন - সুবীর নন্দী
২
পরাণে দিল এ কোন ভোমরা - ফেরদৌসী রহমান (সুতরাং)
৩
মন যদি ভেঙে যায় যাক যাক কিছু বলবো না - রুমানা ইসলাম (মূল- সাবিনা ইয়াসমিন। ছবি 'জোয়ার ভাটা)
৪
আমি কার জন্যে পথ চেয়ে রবো - ফেরদৌসী রহমান ও খন্দকার ফারুকা আহমেদ (অমর প্রেম)
৫
ভালোবাসি বলিব না আর - সাবিনা ইয়াসমিন (কসাই)
৬
আমার দুই চোখে দুই নদী - সামিনা চৌধুরী
৭
আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি - মাহমুদ-উন-নবী (আলো তুমি আলেয়া
৮
আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি - আবিদা সুলতানা
৯
রাগ করবার আরো যে কত সময় আছে যে পড়ে -আব্দুল জব্বার (এতটুকু আশা)
১০
নদীর কূল নাই কিনার নাই রে (বাংলা ও উর্দু) - ফেরদৌসী রহমান
১১
তুমি প্রথম তুমি শেষ - সিঁথি সাহা
কে এই সিঁথি সাহা?
১২
ভেবে ভেবে কেটে গেলো দিন আমার - সিঁথি সাহা
১৩
ভব নদীর কূল পাইলাম না - সিঁথি সাহা
১৪
বাবা বলে গেলো, আর কোনোদিন গান করো না - শামীমা ইয়াসমিন দীবা (জন্ম থেকে জ্বলছি)
১৫
একবার যদি কেউ ভালোবাসতো - সামিনা চৌধুরী (জন্ম থেকে জ্বলছি)
১৬
একবার যদি কেউ ভালোবাসতো - সামিনা চৌধুরী ও সৈয়দ আব্দুল হাদী (ওরিজিন্যাল ট্র্যাক/রেকর্ড)(জন্ম থেকে জ্বলছি)
১৭
আমি জায়গা কিনবো কিনবো করে - সামিনা চৌধুরী
১৮
চন্দ্র সূর্য সবই আছে আগের মতোই - সামিনা চৌধুরী
১৯
ভুলিতে পারি না তারে ভোলা যায় না - শাকিলা জাফর
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাঁর কণ্ঠ আরো অধিক মোহনীয়।
২| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪
আশফিকুর রহমান অণু বলেছেন:
স্যার চমৎকার হয়েছে
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আশফিকুর রহমান অণু।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫
ঝিগাতলা বলেছেন: Excellent work++
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঝিগাতলা।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৫
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার!
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯
রাজীব নুর বলেছেন: সুন্দর সুন্দর গান সাথে ছবি।
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৭
সোহানী বলেছেন: আপনার পছন্দের সাথে আমার পুরোপুরি মিল............
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কারো সাথে পছন্দের মিল হওয়াটা অনেক আনন্দের।
৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সিঁথি সাহার প্রতি আপনার এতো টান কেরে?
++++
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে কোনো ভালো গানের প্রতি সবারই একটু বেশি টান থাকে বৈকি।
৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯
কালীদাস বলেছেন: কয়েকটা গান নস্টালজিক করে তুলল, ছোটবেলায় কত শুনতাম! বাকিগুলো এখন শোনা শুরু করলাম।
সিঁথি সাহাটা কে? নামও শুনি নাই কখনও।
শাকিলা জাফর কি এখনও গান গায়? বাংলাদেশের পপ কালচারে একটা সময় ব্যাপক প্রভাবশালী ছিলেন।
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শাকিলা জাফরের গান একসময় বেশ শুনতাম। তাঁর প্রথম দিকের একটা দুটা ক্যাসেটও ছিল আমার সংগ্রহে। এরপর আর তেমন শোনা হয় নি। তবে আপনি ঠিকই বলেছেন, একসময় তিনি ব্যাপক প্রভাবশালী ছিলেন পপ কালচারে।
ইদানীং মিডিয়াতে তাঁকে আমার চোখে পড়ে নি। আর শিল্পীরা গান না গেয়ে থাকতে পারেন না- যখন যেভাবে যে অবস্থায়ই থাকুন না কেন, গান তাদের গাইতেই হবে। এটা একটা নেশা।
সিঁথি সাহা নতুনদের মধ্যে বেশ প্রতিভাময়ী। আমার ভালো লাগে তাঁর গান। উপরে একটা লিংক দেয়া আছে, ঘুরে আসতে পারেন।
ধন্যবাদ মহান কালীদাস।
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪
বোকামানুষ বলেছেন: অনেকগুলো পছন্দের গান আছে লিস্টে
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বোকামানুষ।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪
ডার্ক ম্যান বলেছেন: সিঁথি সাহার মোহনীয় ছবিটা পোষ্টের আকর্ষণ অনেকখানি বাড়িয়ে দিল