নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

চিরসবুজ মান্না দে - কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই!

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩



চিরসবুজ মান্না দে'র চিরসবুজ গান। ২০১৫ সালের দিকে অল্প কয়েকটি গান নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম; এরপর মান্না দে'র আরো কিছু গান যোগ করে আরেকটি পোস্ট দিয়েছিলাম। আজ আরো কয়েকটা গান যোগ করে এ পোস্টটি দিলাম।


ও কেন এত সুন্দরী হলো - ভার্সন-১




ও কেন এত সুন্দরী হলো - ফটোমিক্স (ভার্সন-২)




ও কেন এত সুন্দরী হলো - ভার্সন-৩




ও কেন এত সুন্দরী হলো - ভার্সন-৪





তুমি একজনই শুধু বন্ধু আমার




শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর- ভার্সন-১


শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর - (ভার্সন-২)




হয়ত তোমারই জন্য - ভার্সন-১





হয়ত তোমারই জন্য - ভার্সন-২

১০
কতদিন দেখি নি তোমায় - ফটোমিক্স



১১
সব তোমারই জন্য- ভার্সন-১

১২
সব তোমারই জন্য- ভার্সন-২

১৩
সুন্দরী গো দোহাই তোমার মান করো না

১৪
জীবনে কী পাব না

১৫
আমি ফুল না হয়ে মালা হয়েই বেশ ছিলাম

১৬
পউষের কাছাকাছি রোদমাখা সেই দিন - ভিডিও-ফটোমিক্স

১৭
মেনেছি গো হার মেনেছি


১৮
কতদিন দেখি নি তোমায় - ভিডিওমিক্স

১৯
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে - ভিডিওমিক্স

২০
এই কূলে আমি আর ঐ কূলে তুমি

২১
এই তো সেদিন তুমি আমারেই বোঝালে

২২
সবাই তো সুখী হতে চায়


২৩
জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই



২৪
তীরভাঙা ঢেউ আর নীরভাঙা ঝড়

২৫
তুমি নিজের মুখেই বললে যেদিন

২৬
যদি হিমালয় আল্পসের

২৭
দীপ ছিল শিখা ছিল

২৮
ক' ফোঁটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে

২৯
যদি কাগজে লিখো নাম

৩০
আবার হবে তো দেখা

৩১
তুমি আর ডেকো না - ভিডিওমিক্স

৩২
তুমি আর ডেকো না - ফটোমিক্স (ভার্সন-১)



৩৩
তুমি আর ডেকো না - ফটোমিক্স (ভার্সন-২)

৩৪
খুব জানতে ইচ্ছে করে

৩৫
বিশেষ আয়োজন – আমাদের ক্লাসমেটদের গেট-টুগেদারের নিয়ে করা এ ভিডিওটি
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই - ভিডিওমিক্স







মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

বলেছেন: বাহ

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিস্টার ল।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯

নষ্টজীবন® বলেছেন: প্রিয় গায়কের কিছু প্রিয় গানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, ভালো লাগলো খুব।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নষ্টজীবন®

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় শিল্পীর সাথে প্রিয় কিছু গানেরও দেখা পেয়ে গেলাম ভাই, ভালো লাগলো পোস্টি।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানের পোস্টটি ভালো লাগলো জেনে খুশি হলাম। ধন্যবাদ জাহাঙ্গীর নয়ন ভাই।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৫

রাফা বলেছেন: মান্না দে,হেমন্ত,ভুপেন,শ্যামল,কিশোর এদেরকে অতিক্রম করা যায়না।যুগের পর যুগ চিরসবুজই থাকবে।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাঁদের কথা বললেন তাঁরা প্রত্যেকেই একেক্টা নক্ষত্র, আপন আলোয় উজ্জ্বল। তাঁদের অতিক্রম করতে পারে, এমন কাউকে এখনো দেখা যাচ্ছে না।

ধন্যবাদ কমেন্টের জন্য।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩

রাজীব নুর বলেছেন: আহা !!!
সব গুলো মনের মতো গান।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কাজ করেছেন। ++
চির অমলিন, চির আবেদনময় গানগুলো শুনছি।

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চির অমলিন, চির আবেদনময় গানগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

হাবিব বলেছেন: মা্ন্না দের গান আমার খুব ভালো লাগে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মান্না দে'র গান ভালো না লেগে কি পারে? এগুলো শোনার জন্য ধন্যবাদ।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯

আখেনাটেন বলেছেন: কলেজ হোস্টেল। টেবিলের ক্যাসেট প্লেয়ারে মান্নাদের চিরসবুজ গান 'কতদিন দেখি নি তোমায়'। হাতে সেবার 'মাসুদ রানা' কিংবা হ্যাগার্ডের 'শী' কিংবা...। রাত-দিন সাবাড়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহা! দারুণ একটা পরিবেশের কথা বললেন! এমন একটা লাইভ সঙ্গীত জলসার ছবি চোখের সামনে ভেসে উঠছে ---

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো - অনেক অনেক স্মৃতী মনে করে দেয় এই গানের সাথে সাথে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেই স্মৃতিগুলো আশা করি একদিন শেয়ার করবেন।

আর গানটা খুব নস্টালজিয়ায় পরিপূর্ণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.