নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সোনাবীজ

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৬


খড়কুটো, ধুলোর পৃথিবীতে প্রাণের মানুষও
রয়ে যাবে অগণিত;
এবং আমিও হয়ত-বা অনেক সহযাত্রীর সাথে
চতুর্দশ দিবসেই অন্তরীণে 'মৃত'।
তারপর ক্রান্তিকাল কেটে যাবে; ফসল বৃষ্টিতে,
বসন্তের সুষমায় আমি আর উঠবো না।
তোমাদের সমারোহে ঝলসাবে ফুলের প্রণোদনা
প্রিয়তমা বান্ধবী হে, পাথরে লিখে রাখো-
এ নামটিও সেদিন অতীত ও বিস্মৃত।

রাতভর গানে গানে হৃদয় ছুঁয়েছি। তুমি কি সেই গান
ভুলে যাবে? তোমার নামগুলো কাঁদবে কবিতার অক্ষরে,
তুমি জানবে না, কবিতারা নিভৃতে তোমাকে কাঁদাবে
একদিন ঘুঘুদের কান্নার মতো নিজ্‌ঝুম দুপুরে
আমার গান আর কবিতা তোমার বুক ফুঁড়ে
আছড়ে পড়বে বিষণ্ণ বাতাসে। তখন বাতাসের গা ছুঁয়ে দিও।
আমি রব গানে আর কবিতায় তোমার আঙিনা জুড়ে


এবার যদি বেঁচে উঠি, সহেলিয়া,
নতুন জন্মে আমি আর স্কুল পালাবো না
তোকে নিয়ে প্রতি ভোরে ফুল কুড়াবো,
ঘরে ঘরে বুনবো সোনা।

৯ এপ্রিল ২০২০

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৮

রাজীব নুর বলেছেন: চোখে ঘুম নেই।

এখন আপনার দেওয়া গান গুলো শুনবো।

০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘুমোতে হবে, যে-কোনো পরিস্থিতিতেই। নইলে শরীর দুর্বল হবে, ইমিয়্যুন সিস্টেমও দুর্বল হয়ে পড়বে।

নিয়মিত ইউটিউবে আপনাকে ভিজিট করতে দেখে ভালো লাগে।

২| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪২

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি সাহেব।

৩| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: বাহ!

০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সন্ধ্যা প্রদীপ।

৪| ০৯ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৪০

সোহানী বলেছেন: অসাধারন........

০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সোহানী আপু।

৫| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৯

সাইন বোর্ড বলেছেন: অনবদ্য !

০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাইনবোর্ড।

৬| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩২

মিরোরডডল বলেছেন: “ঘরতো খালি পরে রয়
ঘরের মানুষ
আমার ঘরের মানুষ ঘরে নাই”

বেস্ট ওয়ান

০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


দরজ-বেড়ায় রঙ লাগাইয়া
সাজাইলাম ঘর মন মজাইয়া
আমার সুজন মানুষ আসবে ঘরে
জনম গেল এই আশায়

৭| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

৮| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৩

মিরোরডডল বলেছেন: ধুলো কি জানে যে এখানে একটা গান দুবার এসেছে ‘চলে যেতে যেতে’ । ওটা কিন্তু ধুলোর আরেকটা জীবনমুখী গান দিয়ে রিপ্লেস করতে পারে যেটা প্রথম আমাকে দিয়েছিল ।

০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহে ডুলু, এটা ধুলো জেনে শুনেই দুবার দিয়েছে। একটা হলো পুরোনো ভার্সন, ২০১৭ সালে একটু ক্যাজুয়ালি গাওয়া, যখন সুরটা কেবল ধরা হচ্ছে। ধুলোর কাছে আগের টার সুইটনেস বেটার। পরেরটা হলো সাম্প্রতিক। গাওয়ার সময় একেকবার সুরের একটু একটু করে চেঞ্জ আনা হয়েছে। প্রতিটা চেঞ্জই ধুলোর কাছে ভালো লেগেছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করলে ভেরিয়েশনগুলো বোঝা যায়, যদিও ধুলো ছাড়া অন্য কেউ এই ভেরিয়েশনগুলো হয়ত ধরতে পারবেন না। যাই হোক, সুরগুলো ধরে রাখাই হলো মূল উদ্দেশ্য। আগের সুরগুলো রিফাইন করার চেষ্টা করছি। ভবিষ্যতে সময় পেলে মিউজিক যোগ করে রি-ক্রিয়েট করা হবে।

ডুলুকে ধন্যবাদ এটা খেয়াল করার জন্য। তবে, এখন প্রোডিউস করছি আরেকটা ভার্সন :)

৯| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: ঘুমের মিয়ম এলোমেলো হয়ে গেছে।

০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ঘুমের নিয়ম বহাল রেখেছি :) তবে, দিন, তারিখ তো মনে থাকে না। আজ মঙ্গল, নাকি বুধবার, এ নিয়ে কনফিউশনে ছিলাম। এখন শুনলাম আজ সারাদিনই বৃহস্পতিবার :)

১০| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৩

ফয়সাল রকি বলেছেন: সুন্দর ।

০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফয়সল রকি ভাই।

১১| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২৮

মিরোরডডল বলেছেন: ভুল করে যে দেয়নি, ইচ্ছে করেই যে দেয়া সেটা আমি জানি । কারণ মাটি গানটাও দুবার । কিন্তু দুইটা দুই ভার্সন । একটা শিষ দিয়ে শুরু হয় । তাই ওটার কথা বলিনি ।

‘চলে যেতে যেতে’ ডিফারেন্ট ভিডিও দেখেছিলাম কিন্তু সুরে ভিন্নতা বুঝিনি । তাই মেনশন করেছি ।
ভালো লাগলো ধুলো নিজের গানগুলো শেয়ার করেছে ।

০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ভেরিয়েশনগুলো খুবই সুক্ষ্ম, আমি ছাড়া অন্যের পক্ষে এটা ধরা ডিফিকাল্ট। তা ছাড়া, একই শিল্পী এক গান বার বার গাইলে, অন্তরা, সঞ্চারীতে এমনিতেও কিছু পার্থক্য চলে আসে। গান রিমিক্স কিংবা এডিট করতে গেলে এটা খুব স্পষ্টত বোঝা যায়।

তুমি চলে যেতে যেতে নিউ ভার্সনে দুটো ভার্সন করা হয়েছে। একটাতে অস্থায়ী বাদ দয়ে সঞ্চারী দিয়ে শুরু। অন্যটাতে রি-অ্যারেঞ্জ করে ফুল ফরম্যাটে করা। এগুলো নিজের জন্য করা। ডুলুর অসামান্য বদান্যতায় সেগুলো ধন্য হয়ে গেছে। ডুলুকে ধুলোর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানানো যাচ্ছে।

মাটি'র দুটো ভার্সনের সুর ভিন্ন, এটা স্পষ্ট। কিন্তু 'তুমি চলে যেতে যেতে' একই সুরের বিভিন্ন ভার্সন।

১২| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩২

বাকপ্রবাস বলেছেন: করোনা সংকটে বেজে উঠে করোনার সুর
অধরা হৃদয়ের দুরুত্ব বেড়ে গেছে অনেক দূর

০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার চমৎকার দু লাইন কবিতার বিপরীতে একটা হালকা কৌতুক বলি।
--

করোনায় বন্দি হইয়া ঘরে থাকতে থাকতে এক ব্যক্তির তার বউয়ের সাথে প্রেম হইয়া গেছে, অন্যদিকে বান্ধবীর সাথে ছাড়াছাড়ি। তছনছ অবস্থা।

---

এই কৌতুক থেকে কী মনে হয়? :) :) সেইফ ডিস্ট্যান্স মেইন্টেইন করার জন্য ফিজিক্যাল ডিস্ট্যান্স বাড়ছে, কিন্তু হৃদ্দিক দূরত্ব কমেছে, বিশেষ করে স্বামী-স্ত্রীদের মধ্যে :)

নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।

১৩| ০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২০

পদ্মপুকুর বলেছেন: বাপ্রে! গান না কবিতা এটা?
ঘর ঝাড়ু দেওয়া আর বাসনকোসন পরিস্কার করতে করতে গত কয়েকদিন ব্লগেই আসতে পারিনি। তারমধ্যে আজ আপনাকে মনে পড়লো, মানে আপনার একটা পোস্ট... ওই যে 'যদি ৩ মাস কোনো পোস্ট না দিই, তবে ধরে নেবেন......

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা :) আমরা-স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ। আমি আগে অসুস্থ, পরে স্ত্রী। এর আগে আমি জন্মের অলস ছিলাম, চাকরি করা ছাড়া কদাচিৎ গৃহের কাজ করিতাম। কিন্তু, স্ত্রীর অসুখে পর সেই আলস্য ঝাটাইয়া তাড়াইতে হইছে। গত ৩ বছর ধরে নিয়মিতই ঘরের টুকটাক/বিগটাক কাজ করছি :)

আমি অবশ্য ব্লগে আছি, লম্বা অ্যাবসেন্স হয় নাই।

ফেইসবুকে স্ত্রীর জন্য একটা স্টেটাস দিতে চাইছিলাম। কিন্তু স্টেটাসটা খুব কঠিন হইয়া গেছে :( ইন ফ্যাক্ট স্টেটাস হয় নাই, কবিতা হইয়া গেছে। উদ্দেশ্য সফল হই নাই। প্রাঞ্জল ও সহজ ভাষায় এটার একটা স্টেটাস ভার্সন ফেইসবুকে দিব অতি শীঘ্র :) আশা করছি এখন বুঝতে পারছেন, এটা কবিতাও না, গানও না :)

ঘরে থাকুন, সুস্থ থাকুন।

১৪| ০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৭

মিরোরডডল বলেছেন: ১২নং কমেন্টের প্রতিমন্তব্যে জোকসটা নিশ্চয়ই ধুলোর বানানো :)

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না, ওটা আমাদের একটা পার্সোনাল গ্রুপে এক বন্ধু শেয়ার করেছিল। দু-একটা শব্দ যোগ-বিয়োগ করে আমি ফেইসবুকে জনস্বার্থে প্রচার করেছিলাম :)

১৫| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৭

মিরোরডডল বলেছেন: See
I Knew :)

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

১৬| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১৩

Rajibrpsoft বলেছেন: বেশ ভালো লাগলো .....

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ Rajibrpsoft
শুভেচ্ছা।

১৭| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবগুলো গানই সুন্দর।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন আপনাকে ব্লগে দেখি নাই। এখন কোথায় আছেন? সুস্থ এবং নিরাপদ আছেন তো?

১৮| ১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪২

ডঃ এম এ আলী বলেছেন:


ভাল লাগা জানিয়ে গিয়েছিলম পুর্বেই ।
হঠাত করে ব্যস্ত হয়ে পরায় কিছু লিখতে পারিনি তখন ।
হাতে প্রচন্ড ব্যাথা ফিল করছি , লিখতে কষ্ট হচ্ছে ।
কবিতাটি প্রিয়তে তুলে রাখলাম। মুল্যবান এই
কবিতাটিতে আবার আসব ফিরে । অনেক কথা
বলার আছে কবিতাটি নিয়ে ।

শুভেচ্ছা রইল ।

২৪ শে জুন, ২০২১ সকাল ১০:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় আলী ভাই,

কমেট দেখেছি যথাসময়েই, কিন্তু নানা কারণে যথাসময়ে রিপ্লাই দেয়া সম্ভব হয় নি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, পুরোনো পোস্টের লিংক পেয়েই এখানে চলে এসে কমেন্ট করার জন্য। আপনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, এটা ব্লগারগণ জেনেছিলেন। আপনাত জন্য আমাদের প্রার্থনা ছিল। আল্লাহকে ধন্যবাদ, আপনি সুস্থ হয়েছেন। দোয়া করি, সুস্থ, সবল ও নিরাপদ থাকুন।

১৯| ২০ শে জুন, ২০২১ বিকাল ৫:৩১

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল লাগা জানিয়ে প্রিয়তে তুলে নিয়েছিলাম পুর্বেই ।
এখন এসে কবিতার সাথে থাকা সবগুলি লিংক ফলো
করে গানগুলি শুনলাম মুগ্ধ হয়ে। একটি হতে আরেকটি
সরস, এক এক করে শুনলাম যথা ১) আজো এই হাতে
মেহেদির রংপড়ে.... ২)আমার মন দিলাম প্রাণ দিলাম
দিলাম সর্বস্ব .. ৩) পরজনমে যদি এ ধরায় আসি......
ক্ষনিক বসন্ত যেনো না ফুরায় ..৪) আমার ঘরের মানুষ
ঘরে নাই ...৫) মাটির দেহ মাটি হইব, মাটি হইব বিছানা....
৬) আমি রব গানে গানে ... ৭) তুমি চলে যেতে যেতে ‌‌‌‌‌‌‌‌‌‌‌.....।
অপুর্ব গানের সব কথা আর সুর সেযেন সাত সুরে বাঁধা ,
শুনেছি দুনিয়ার সকল গানের কথাই নাকি সাত সুরে বাঁধা,
এই সাত সুর দিয়েই নাকি গাওয়া যায় সকল কাব্যকথা,
তাই মনে হলো করোনার চতুর্দশ দিবস পার করে সুস্থ দেহে
করোনার বিষাদমাখা সুরের যে সৃজনশীলতা রেখে গেলেন ,
যে ফুল ফুটালেন সেগুলি হতে যে ফল, বীজ , অঙ্কুর গজিয়ে
শাখা প্রশাখা ডানা মেলবে তা দিয়ে ঘরে ঘরে ভরবে সোনা ,
এ সোনাতো সেসোনা নয়, এযে খাটি সোনা,এযে খাটি সোনা :)

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৪ শে জুন, ২০২১ সকাল ১০:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: করোনা মহামারি পুরোটা পৃথিবী গ্রাস করে ফেলেছে। এই খড়কুটোর পৃথিবীতে তবুও মানুষ বেঁচে থাকবে। এবং আরো অনেকের মতো আমিও হয়ত করোনায় আক্রান্ত হবো, আমাকে ১৪দিনের কোয়ারেন্টাইনে নেয়া হবে, এবং কে জানে, হয়ত-বা ঐ ১৪দিন কোয়ারেন্টাইনের (অন্তরীণ) ভেতরে আমিও আরো অনেকের মতোই এ পৃথিবী থেকে বিদায় নিব। কিন্তু, আমি নিশ্চিত, এ ক্রান্তিকাল একদিন কেটে যাবেই। এ পৃথিবী আবার ফুলেফলে, শস্যে ভরে উঠবে। কিন্তু, সেই আনন্দ-উচ্ছলতায়, হয়ত আমার প্রিয়তমা প্রেমিকা আমার নামটিও ভুলে যাবে। কিন্তু, তুমি কি সত্যিই এতখানি নিষ্ঠুর হতে পারবে? তোমার সাথে যে দীর্ঘ জীবন আমি কাটিয়েছি, কত গান, কত কবিতা, ওগুলোর কথা কি একবারও মনে পড়বে না তোমার? আমি জানি, ভুলেভাট্টে হলেও, একদিন তুমি আমার গান শুনবে, আমার কবিতা পড়বে, সেদিন দেখো, দুপুরের নির্জন বৃক্ষশাখায় ক্রন্দনরত বিরহী ঘুঘুর মতো তোমারও বুক ফুঁড়ে হাহাকার, কান্না বেরিয়ে পড়বে। তখন বাতাস জড়িয়ে ধরো। আমি থাকবো গানে আর কবিতায় তোমাকে নিয়েই, তোমার চারপাশে।

--

আমি খুবই মুগ্ধ ও অনুপ্রাণিত হয়েছি যে, আপনি গানগুলো শুনেছেন এবং প্রতিটি গানই তার আগের গানটির চেয়ে যে ভালো হয়েছে, সেটা জেনে আরো ভালো লেগেছে। অনেক অনুপ্রাণিত।


অপুর্ব গানের সব কথা আর সুর সেযেন সাত সুরে বাঁধা ,
শুনেছি দুনিয়ার সকল গানের কথাই নাকি সাত সুরে বাঁধা,
এই সাত সুর দিয়েই নাকি গাওয়া যায় সকল কাব্যকথা,
তাই মনে হলো করোনার চতুর্দশ দিবস পার করে সুস্থ দেহে
করোনার বিষাদমাখা সুরের যে সৃজনশীলতা রেখে গেলেন ,
যে ফুল ফুটালেন সেগুলি হতে যে ফল, বীজ , অঙ্কুর গজিয়ে
শাখা প্রশাখা ডানা মেলবে তা দিয়ে ঘরে ঘরে ভরবে সোনা ,
এ সোনাতো সেসোনা নয়, এযে খাটি সোনা,এযে খাটি সোনা।


আপনার একেকটা পোস্টের মতো কমেন্টগুলোও খুব সুচিন্তিত, প্রেরণাদায়ক, এবং মনের ভেতর গেঁথে যায়। অনেক ভালো লাগে।

আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আলী ভাই এ পোস্টে এসে এত সুন্দর কমেন্টটি রেখে যাওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.