নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সুন্দরীদের কবিতা

০২ রা মে, ২০২৩ রাত ১০:৩৬

সুন্দরীরা কবিতা পড়েন না, কবিতা ভালোবাসেন না,
তাঁরা কবিতা লিখতেও জানেন না; তাঁরা ব্লগ বা ফেইসবুকে দু-চার পঙ্‌ক্তি
যাচ্ছেতাই ছেড়ে দিয়ে আড়ালে দাঁড়িয়ে দেখেন আর
হেসে কুটি-কুটি হোন- কীভাবে ঋষভেরা ঝাঁকে ঝাঁকে ছুটে এসে
ঝাঁপিয়ে পড়ে কে-কার আগে ‘অসাধারণ কবিতা ম্যাম, এমন
কবিতা এর আগে অন্য কোনো কবিই লিখতে পারেন নি’, ইত্যাকার
মন্তব্যমাল্য ছুঁড়ে দিয়ে দিগ্বিজয়ের হাসি হাসে।

তুমি বললে, ‘অত হিংসা করো না। সুন্দরীরাও কবিতা পড়েন;
শুধু পড়েনই না, লেখেনও অনবদ্য।’

যেদিন সুন্দরীরাও কবিতা লিখবেন, সেদিন গোলাপ ঝরে যাবে
সুন্দরীদের দুঃখে। রাজপথের পিচগলা বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়বে
সমগ্র নগরে। হায়, কী এমন দুঃখ পুণ্যবতী ললনাগণের, তাঁদেরও
কেন সোনার পালঙ্কে শুয়ে কবিতা লিখতে হলো?

হে সুন্দরী, প্রিয় উর্বশিনীগণ, তোমরা কবিতা লেখো না; তোমাদের পাষাণ হৃদয়ে
দুঃখ দেবে এমন সাধ্য কি বিধাতারও ছিল?

২৯ নভেম্বর ২০১২

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২৩ রাত ১২:০১

শায়মা বলেছেন: হা হা তার মানে বান্দরীরা কবিতা লেখে।

আর বান্দরেরাও ........ :P

০৬ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

২| ০৩ রা মে, ২০২৩ সকাল ৭:৩৮

সোহানী বলেছেন: হাহাহাহা..... সুন্দরীরা এত্তো পাষাণ কেনো কেনো কেনো!!!! :P

০৬ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবি-মনের বিরাট প্রশ্নটি আপনি ধরে ফেলেছেন আপু। অভিনন্দন :)

৩| ০৩ রা মে, ২০২৩ দুপুর ১২:১২

শাওন আহমাদ বলেছেন: বাহ! ;)

০৬ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

৪| ০৩ রা মে, ২০২৩ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: একটা সুন্দরী মেয়ের ছবি দেখান। তাহলে বুঝবো আপনি কাকে ও কি ধরনের মেয়েদের সুন্দর বলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.