নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ঈদ মোবারক || ঈদের খুশিতে একটা গান হয়ে যাক || নতুন গান || হঠাৎ তাকে দেখেছিলাম আমার বালক-বেলায়||

৩১ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

ঈদ মোবারক। ঈদের দিন আপনাদের জন্য আমার একটা নতুন গান শেয়ার করলাম। অনেকগুলো নতুন গানই ইতিমধ্যে আপলোড করা হয়েছে ইউ-টিউবে। ওগুলো ব্লগে শেয়ার করতে হলে প্রতিদিনই কয়েকটা পোস্ট দিতে হবে।



তবে, কেউ যদি গানগুলো শুনতে চান, কিংবা নিদেনপক্ষে আমার চ্যানেলটাকে দেখতে চান, তাদের জন্য এ পোস্টে সবার নীচে চ্যানেলের লিংক দেয়া হলো।

হঠাৎ তাকে দেখেছিলাম আমার বালক-বেলায়
আমার চোখে তাকিয়েছিল গভীর দুটি চোখে
কী যেন তার চোখে ছিল, এক-মুহূর্ত দেখায়
আমায় আজও ডাকে সে চোখ, দূর-অদৃশ্য থেকে

অনেক তাকে খুঁজেছিলাম, খুঁজছি আজও তাকে
জানি না তার নাম ঠিকানা, কোন দেশে সে থাকে
কোথায় গেলে পাব তাকে, বলবে কে আমাকে
শূন্য পথে আমার দু চোখ ধু-ধু চেয়ে থাকে

কেন সে চোখ আমার চোখে যন্ত্রণা দেয় আজও?
বুকের ভেতর উথাল পাথাল ঢেউ তোলে সে আজও?
কোথায় গেলে পাব তাকে বলবে কে আমাকে
শূন্য পথে আমার দু চোখ ধু-ধু চেয়ে থাকে

২৫ মার্চ ২০২৫

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু

১ম ভার্সন। গানের লিংকপ্লিজ এখানে ক্লিক করুন। হঠাৎ তাকে দেখেছিলাম আমার বালক-বেলায়। সোনারু। ভার্সন-১

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




২য় ভার্সন। গানের লিংকপ্লিজ এখানে ক্লিক করুন। হঠাৎ তাকে দেখেছিলাম আমার বালক-বেলায়। সোনারু। ভার্সন-২

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৩য় ভার্সন। গানের লিংকপ্লিজ এখানে ক্লিক করুন। হঠাৎ তাকে দেখেছিলাম আমার বালক-বেলায়। সোনারু। ভার্সন-৩

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



৩য় ভার্সনের প্রিমিয়ার হবে ০৪ এপ্রিলে।

আমার ইউটিউব চ্যানেলের লিংক। Sonabeej

সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন। দেশ ভালো থাকুন।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ৯:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইদ মোবারক

৩১ শে মার্চ, ২০২৫ রাত ৯:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদ মোবারক শঙ্খচিল ভাই।

২| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ৯:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৩য় ভার্সন দেখতে পারলাম না,
খোলে না ।

৩১ শে মার্চ, ২০২৫ রাত ৯:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৩য় ভার্সনটা ওপেন হবে ৪ এপ্রিল রাত পৌনে ১২টায়।

ধন্যবাদ কমেন্টের জন্য।

৩| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ১১:১১

জুল ভার্ন বলেছেন: বাহ খুব সুন্দর!

৩১ শে মার্চ, ২০২৫ রাত ১১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাই।

৪| ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ১২:৫১

অপ্‌সরা বলেছেন: বাহ!! সুন্দর ভাইয়া!

০১ লা এপ্রিল, ২০২৫ রাত ১:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.