![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
হয়ত তুমি ভাবছো কিছু
হয়ত কিছু বলতে চাও
চোখ যে তোমার বলছে কথা
কেন অযথা আড়ালে লুকাও
আজ যতটুকু সময় হলো
তোমার অনেক কাছে আসার
এমন অনুপম বিকেল বেলায়
মনের কথাটি খুলে বলার
তুমি যদি চাও
এখনই তোমার হাতটি বাড়াও
অনেকটা দিনই আমি ভেবেছি
কীভাবে বোঝাবো মনের কথা
আমারও অনেক দ্বিধা ছিল
কেটে গেছে যেই কাছে এসেছি
তুমি যদি চাও
এখনই তোমার হাতটি বাড়াও
২৮ মার্চ ২০২৫
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - হয়ত তুমি ভাবছো কিছু - সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কামাল ভাই। তবে, এটা গান, ভিডিওর লিংক দেয়া আছে
২| ১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০৩
কামাল১৮ বলেছেন: সুন্দর প্রেমের কবিতা।