| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরবতা আর নিস্তব্ধতার মাঝে পার্থক্য কি জান?
নিরব হয়ে থাকতে হয়,নিস্তব্ধ হয়ে যেতে হয়।
জানি না তোমার স্থান কোথায়?
যে যেখানেই থাক, জীবনটাকে থমকে দিও না।
জীবন সে তো অভিজ্ঞতার ঝুলি-
এই সুখ, এই দুঃখ তাতে কি!
জীবন তার আপন গতিতেই যাবে...
কেউ তার পথকে থমকে দিতে পারে না।
আমি- তুমি পারি শুধু সাথে তাল মিলাতে,
কয়জনে বা পারে? যে পারে সেই জয়ী,জীবন যুদ্ধে।
কয়দিনের এই জীবন?তবে কেন এই হতাশা, কেন আশা!
আশায় বুক বেঁধে নিরাশাগ্রস্থ হওয়ার চেয়ে বাঁচ, বাঁচার মত করে ।
সময় আছে আবার নেইও , নিজেকে থামিয়ে দিও না নিজ লক্ষ্য হতে।
ভাগ্য আর সাধনার মাঝেই জীবনের সফলতা- বিফলতা নিহিত ।।
©somewhere in net ltd.