![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পশ্চিমবঙ্গের বিকাস সাধন। আমার দীর্ঘদিনের বন্ধু! স্বাধীনতা প্রশ্নে উনাকে একটু পরামর্শ দিতেই উনি ছ্যাত করে উঠল! আমি বললাম আমরা এক জাতি! আমাদের জাতির পিতা এক, আমাদের ভাষা এক, আমাদের অঞ্চল এক! আমাদের ঐক্যবদ্ধ স্বাধীনতার ডাক দিতে হবে।
কিন্তু আমার সাথে সে এ বিষয়ে মোটেই একমত নয়। আমি বলি মুজিব বাঙ্গালী জাতির পিতা, কিন্তু সে তো সেইটা বলে না! শুধু তাই নয়। তীব্র ক্ষোভের সাথে বিকাশ কোন 'ম্লেচ্ছারে' নিজের বাপ ডাকতে রাজিনা বলে জানিয়ে দেয়!! তার বাপ নাকি ৪৭ এর বঙ্গভঙ্গ সৈনিক ছিলো। বাংলা ভাঙছে, মুসলিম বাংলা আর হিন্দু বাংলা হইছে! এখন আর বাংলা এক হইতে পারেনা!!
নতুন করে মুজিবকে সর্বজন স্বীকৃত বাঙ্গালী জাতির পিতা বলে উল্লেখ করলে বিকাশ স্পষ্ট করে বলল,
- পাগলের সুখ নাকি মনে মনে!
আজ আমার কিছুই ভালো লাগছে না!
ছোট্ট বেলায় আবৃত্তি করা আমার প্রথম ছড়া ছিলো 'স্বাধীনতা'।
আমার আম্মু নিজে লিখে দিয়েছিলো কিন্ডার গার্টেনে প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য।
স্বাধীনতা স্বাধীনতা!
বল তুমি কার?
বলছি শোন শোন,
আমি মুক্ত সবার!
মাত্র চার লাইনে মুক্ত করা হল স্বাধীনতাকে।
অথচ বাস্তবে স্বাধীনতাকে পরাধীন বানিয়ে একে হিন্দু মুসলিমে ভাগ করে ফেলা হল কেন?
আমরা ডাকি দাদা এসো, তারা আসছেনা!
বাঙ্গালী জাতি কি সত্যিই ১৯৭১ এ স্বাধীন হয়েছে?
সত্যিই কি মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির মুক্তিযুদ্ধ?
কি করে বিকাশকেও বাঙ্গালী জাতির চেতনা প্রশ্নে একমত করব?
প্লিজ, পরামর্শ দিন সহব্লগার ভাই-বোনেরা!
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭
ফারুক১ বলেছেন: তাহলে আমরাই তো পরাজিত হয়ে গেলাম! আমরা সবাই জানি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। অর্ধেক সদস্য তা অস্বীকার করে বসলে তা কি করে জাতির বিষয় হতে পারে? তাছাড়া মুক্তিযুদ্ধ, বাংলাভাষা আন্দোলন সব কিছু বীরত্বেই আমরা বাঙ্গালী জাতিকে ভাগ দেই। অর্ধেক ভাগ তাঁদের কাছে যায়!
এভাবে আমরা কী আমাদের নিজেদেরই অপমান করছি না?
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩০
কল্লোল পথিক বলেছেন: জবাবটা বিদ্রোহী ভূগু ভাই দিয়েছে
আমি তার সাথে শতভাগ সহমত।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮
ফারুক১ বলেছেন: তাহলে আমরাই তো পরাজিত হয়ে গেলাম! আমরা সবাই জানি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। অর্ধেক সদস্য তা অস্বীকার করে বসলে তা কি করে জাতির বিষয় হতে পারে? তাছাড়া মুক্তিযুদ্ধ, বাংলাভাষা আন্দোলন সব কিছু বীরত্বেই আমরা বাঙ্গালী জাতিকে ভাগ দেই। অর্ধেক ভাগ তাঁদের কাছে যায়!
এভাবে আমরা কী আমাদের নিজেদেরই অপমান করছি না?
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩
উচ্ছল বলেছেন: দাদাদের কথা আর বলবেন না...
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮
ফারুক১ বলেছেন: তারা কী বাঙ্গালী জাতির অংশ নয় ভাই?
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫
উচ্ছল বলেছেন: তারা তো মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে ভারত-পাকিস্তান যুদ্ধ। মুজিব নয় ইন্দিরা গান্ধীই এ যুদ্ধের সর্বাধিনেতা।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫
ফারুক১ বলেছেন: এ কারনে আমাদের চেতনা কতটুকু আঘাত পায়?
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩
রাজীব বলেছেন: ভাই কি লাভ রিভার্স খেলে? মানির মান যায় না জুতা দিয়ে পিটাইলে।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬
ফারুক১ বলেছেন: আর বলবেন না। জুতা কেন যত কিছু আছে সব কিছুই তারা ব্যবহার করছে। আর আমরাও মাশাল্লাহ মানধারী। বাঙ্গালী জাতি বলে চিল্লাইতেছি। বাঙ্গালী জাতীয়তাবাদের চাষ করছি।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭
ফারুক১ বলেছেন: 'পাগলের সুখ মনে মনে'- এটা কি জুতার চেয়ে কম হল? তবুও আমরাই মানী লোক! :/
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভৃগু ভাইয়ের মন্তব্যের সাথে একমত।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দাদারা কোনদিনই আসবে না!
শুধূ ইলিশ খাবে, পান্তা খাবে, কলাটা মূলোটা নেবে! দেবার বেলায় দাদা খেয়ে এয়েচেন তো?!
সাহিত্যের বই বিক্রির জন্য ক'জনা খুব গালভরা কথা বলবে- আখেরে নতুন উপন্যাসের খরচাটাতো উঠাতে হবে???
সংস্কৃতির দু'একজন এসে মঞ্চে ফাটিয়ে দেবে- কারণ এত বেশি পেমেন্ট ভারতের অন্য কোন অঙ্গ রাজ্যেও যে পায়না- দুটো কথা যদি তার শোধ হয়! আর আসছে বার আবার নেমতন্ন পেতে হবে না!!!!!????
এই তাদের আসল!
সেই বঙ্গভঙ্গের মায়া কান্নায়, কাক কুকুর আর মুছলমানের দেশ বলে গালি দেয়া, ঢাকা ইউনিভার্সিটি হবার বিরোধীতা সব কিছূ্তেই তারা আগের মানসিকতায় শুধু ডিজিটাল খোলসটা বদলেচে উপস্থাপনার!!!!
তাই পন্ড শ্রম ছেড়ে দিন ভায়া!
তারা জীবনেও দিল্লির জিঞ্জির ছেড়ার হিম্মত রাখে না!