নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দরের পক্ষে

ফারুক১

ওমর ফারুক রাঃ এর নামে আমার মা নামার নাম দিয়েছিলেন।

ফারুক১ › বিস্তারিত পোস্টঃ

সরকার সময় মত সব কিছু খুলে দিবে বলেছে, অথচ কিছু পাব্লিকের যেন টেনশনের শেষ নাই!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

আরে ভাই কী খোলার বাকি আছে? আগে ধৈর্য ধরেন, একটু শুনেন তারপর তো কথা বলেন! আপনার যত তালিকা আছে আগে আমার হাতে দেন। এরপর খালি দেখেন, কেমনে খোলা হয়! সব খুলে দেয়া হবে। তবে তার আগে সময় তো দিতে হবে রে ভাই! একটু তো অপেক্ষা করতে হবে!!



-এই সরকার ব্যাংক ভল্ট খুলে দিয়েছে,
-সারা দেশের সব রাস্তাগুলো খুলে খুবলে দিয়েছে,
-ন্যায়-নীতির প্রশ্নই এখন আর উঠেনা; নীতির প্রশ্নে সব উন্মুক্ত,
-ভোট দিতে চাইলে স্থানীয় আ-লীগ অফিসে যোগাযোগ করেন; দেখা যাবে কত ভোট দিতে পারবেন!,
-সরকারী চাকুরেদের জন্য এখন শুধু ঘুষই না; এমনকি ভান্ডার পর্যন্ত খুলে দিয়েছে,
-ফাঁসির মঞ্চ খুলে রাখা আছে; ফাঁসি চান? শুধু বলেন কার ফাঁসি চান, আর কখন চান! তালিকা দিয়ে শাহবাগে বসে পড়েন।
-ঐ দিকে বঙ্গবন্ধুর হাসপাতাল ঘেঁষা ফাসিস্থান আপনার জন্যই সবসময় খোলা,
-রাস্তার উপর ফাঁসি-বিরানি ভোজের নিমন্ত্রণ সবার জন্য উন্মুক্ত,
-সন্ত্রাসীদের জন্য পথঘাট খোলা; কাজ শেষে বর্ডার খোলা,
-বিরোধী দলের নেতাকর্মীদের জন্য পরপারের দরজা অতীতের সবসময়ের চেয়ে এখন বেশি উন্মুক্ত,
-রাজনীতিক আর ট্রাইবুনাল স্বাক্ষীদের জন্য দাদাদের বর্ডার খোলা... টিভিতে চোখ রাখুন।
-বর্ডারে পাইকারী দরে হত্যাকান্ড একেবারেই ফ্রি! দাদারা আদর করে আপনাকে স্বাধীন ঠিকানায় পার্সেল করে দেবে। তাও বিনা খরচে।
-আরে ভাই!! গতকালই তো খোলা ম্যানহোলে পড়ে আরেকটা মরল!
-সংস্কৃতির দরজা একেবারে খোলা; সেই চোটে এখন তো নাস্তিক সংস্কৃতি অলারাও ভারত বিরোধী হয়ে উঠতেছে!

-যাক না ঐসব নাস্তিকেরা! আপনারা সরকারের ওপর আস্থা রাখুন! দেখবেন ঐসব নাস্তিকের জন্যও কেমনে ট্রাইবুনাল বসে!
'খুলে দেয়া বিরোধী অপরাধ ট্রাইবুনালে' সব গুলারে লটকানো হবে।

এরপরেও বলুন, আর কিছু খোলার বাকী আছে কি? নিচে কমেন্ট বক্স খোলা আছে, তালিকা রেখে যান। জামাত-বিএনপির ষড়যন্ত্রে পা দেবেন না খবরদার।

শুধু ফেসবুকের ব্যাপারে একটু ধৈর্য ধরেন। সেটা উন্মুক্ত করার ব্যবস্থা করতেই না সাময়িক বিলম্ব? এমন ভাবে খোলা হবে যে আপনার পোস্টের সাথে সাথেই আপনার অবস্থানে নিবেদিত প্রাণ উন্মুক্তকরন কর্মীরা পৌঁছে যাবে। আর আপনাকে আপনার যথাস্থানে পৌছে দেবে!

আপনি পাবেন এক উন্মুক্ত স্বাধীনতার স্বাদ।

ইনশাল্লাহ এ সরকারের আমলেই সকল সীমান্ত পুরোপুরি উন্মুক্ত করার ঘোষণাও আসছে... ওয়েট প্লিজ।। সময় দিতে হবে না?

সময়মত সব...

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

কল্লোল পথিক বলেছেন: সহমত

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

ফারুক১ বলেছেন: ধন্যবাদ খুলে দেয়া কমেন্ট বক্স ব্যবহার করার জন্য :)

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

অাব্দুল্লাহ তাহির বলেছেন: সবকিছুর উপড়ে আজরাইল আসার পথও তো খোলা, না কি ?

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

ফারুক১ বলেছেন: জ্বি ভাি!

আস্থা রাখুন! :)

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

ফারুক১ বলেছেন: আস্থা রাখুন

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬

শামিম ভাই বলেছেন: শাহাবাগে কাপড় খোলা, রাস্তায় মেনহোল খোলা! খোলার রাজত্বে বাংলাদেশ। তবে রাজাকারের ফাসির দড়ি খোলা হপেনা দাদা।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২

ফারুক১ বলেছেন: দড়িও তো খোলাই আছে। খালি তালিকা দেন ঢুকাইয়া দেয়া হবে।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯

কমরেড ফারুক ১ বলেছেন: সময় দিলাম। খোলার দায়িত্ব নিলাম।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

ফারুক১ বলেছেন: হে হে আপনিই ডিজিটাল হতে পেরেছেন। বাকশালী শুভেচ্ছা :)

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮

উচ্ছল বলেছেন: সব কিছু খোলা থাকলেও বেড়াতে গেলে কিন্তু ঘরের দরজা তালা দিয়ে যাবেন। এ ব্যাপারে কোন আপোষ নাই।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

ফারুক১ বলেছেন: তালা খোলার চাবিও দিয়ে দেয়া হবে! তেমন ব্যবস্থা করা হচ্ছে। চিন্তা কইরেন না। আবার ঘরও খালি করে দেয়া হতে পারে। যেন মনের সুখে তালা মারতে পারেন। এই তালা যেন উন্মুক্ততাকে লঙ্ঘন না করে!

সব চেয়ে বড় কথা আস্থা রাখুন!

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

অরন্য সামির বলেছেন: bastob sotto

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

ফারুক১ বলেছেন: অবশ্যই! আস্থা রাখুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.