নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার চিরে আনবো বিজয়

কোনো বাধাই আমাদের রুখতে পারবেনা

ফারুক মৃধা

আমি পেশায় ১ জন ছাত্র।

ফারুক মৃধা › বিস্তারিত পোস্টঃ

এক্সক্লুসিভ:হেফাজতের উপর গণহত্যার পর সরকার লাশ গুম করে জুরাইনে দাফন করে X(

১৫ ই মে, ২০১৩ রাত ৩:৪১



গত ৬ ই মে হেফাজতের উপর গণহত্যায় সরকার লাশ গুম করেছে বলে সচিত্র ভিডিও দিয়ে এক্সক্লুসিভ রিপোর্ট করেছে আলজাজিরা ..রিপোর্টে বলা হয় নিরীহ হেফাজত কর্মীদের হত্যার পর সরকার লাশ গুম করেছে ..আর গুম হয়ে যাওয়া লাশ দাফন করা হয়েছে রাজধানীর জুরাইন কবরস্থানে ..একজন দাফনকারী নিজেই দাড়ি ওয়ালা গুলিবিদ্ব ১৪ জনের লাশ নিজ হাতে দাফন করেছেন ..



আপনারা হয়ত প্রত্যক্ষ করেছেন সাভারের রানা প্লাজায় শেষের দিকে লাশের সংখ্যা বেড়ে গিয়েছিল ..কিন্তু মূলত এগুলো ছিল নিরীহ হেফাজত কর্মীদের লাশ .........


আলজাজিরার সরাসরি লিঙ্ক

Video suggests higher Bangladesh protest toll



ফেসবুকে দেখতে পারেন হেফাজতের লাশ কোথায় গুম করা হয়েছে দেখুন আল জাজিরা

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ ভোর ৫:০১

যোগী বলেছেন:
হেফাজতিরা নিরীহ কেমনে?
তারাতো মারবো তানাহলে শহীদ হবো ঘোষনা দিয়েছিল

২| ১৫ ই মে, ২০১৩ ভোর ৫:২২

কলাবাগান১ বলেছেন: ১:৩৩ মিনিটের সময়কার ভিডিও টা পুরা মিথ্যা কথা। আল জাজিরা ভান করে পড়ে থাকা লোকজনদের কেও মৃত বলে চালিয়ে দিতে চেয়েছে অথচ সেইম ছবি অনেকবার দেখানো হয়েছে যে পুলিশ তাদের কে ডেকে তুলে পানি খাওয়াচ্ছিল

১৫ ই মে, ২০১৩ ভোর ৫:৪০

ফারুক মৃধা বলেছেন: না মরলে লাশ জুরাইন যায় কেমনে ? মারার আগে আহত করার অধিকার কে দিছে ?

৩| ১৫ ই মে, ২০১৩ ভোর ৫:৩২

একাকী বাংলাদেশি বলেছেন: যেই বেচারা দাফন করছে এইবার আল জাজিরা তার জান টাও খাইলো। বাবুর মত এইটাও মরলো।

৪| ১৫ ই মে, ২০১৩ ভোর ৬:৪৩

সাধারণ মুসলমান বলেছেন: বিচার করব আল্লায়, আর বিশ্লেষণ করবার চাইনা।

৫| ১৫ ই মে, ২০১৩ ভোর ৬:৪৮

সাধারণ মুসলমান বলেছেন: বিচার করব আল্লায়, আর বিশ্লেষণ করবার চাইনা।

৬| ১৫ ই মে, ২০১৩ সকাল ৭:০৭

আলুমিয়া বলেছেন: আল জাজিরা সিরিয়া নিয়া কথা বলে না কেন? ওদের বাবারা টাকা দিয়া যা বলায় তাই বলে। সিরিয়ার বিদ্রোহীরা মানুষের কলিজা খায় আর আলজাজিরা তার বাবাদের পা চাটে। এটাতে আমাগো জিহাদি মুসলমানদের অনুভুতিতেও লাগে না।

৭| ১৫ ই মে, ২০১৩ সকাল ৭:০৮

ইকবাল পারভেজ বলেছেন: এই একটা ভিডিও প্রমান দিয়েই হাসিনা সরকার, আগের দিন ম্যসাকারের হুমকি দাতা আশরাফ, মখা আলমগীর সহ আম্লীগের নেতাদের মানবতা বিরোধী আপরাধী হিসাবে সাঈদি-কামারুজ্জামানের সেলে পাঠিয়ে দেয়া সম্ভব| জাস্ট ওয়েট সেভেন মোর মান্থস|

৮| ১৫ ই মে, ২০১৩ সকাল ৭:১২

নেকড়ে বলেছেন: শেখের গুষ্টিই খারাপ

৯| ১৫ ই মে, ২০১৩ সকাল ৭:১৬

আলুমিয়া বলেছেন: আর আলজাজিরার ভিডিওতে নিয়া আইছে একজন কথা বলতে না পারা লোক। আহারে সাক্ষী। আর এই ভিডিওতেই দেখাইছে শুয়া মানুষগুলাকে ডেকে তুলতেছে। ১২/১৪ বছরের বাচ্চা পুলাপান ধইরা নিয়া আইছে হিফাজতিরা। এইখানে নতুন কি দেখাইলা জামাতের ছাগু হাগুরা।

১০| ১৫ ই মে, ২০১৩ সকাল ৭:১৮

আল্লামা ইকবাল বলেছেন: কোন প্রাণহানী নাকি হয় নাই ? মিথ্যা কথা বলার একটা সীমা থাকা উচিত । যারা অন্ধভাবে আওয়ামী লীগকে সমর্থন দিতেছে - বলছে হিফাজত কি নিরীহ ছিলো কিনা - তাদের মনুষ্যত্ববোধ তারা বিক্রি করে দিয়েছে দলীয় অন্ধ আনুগত্যের কাছে ।

সাধারণ মাদ্রাসার ছাত্ররা নিরীহ না - আওয়ামী লীগের মত সন্ত্রাসী- মিথ্যুকেরা হলো নিরীহ । তারাই কুরআন শরীফ পুড়িয়ে উল্টো হিফাজতের উপর দোষ চাপাচ্ছে ।

আলু মিয়া- সিরিয়া নিয়ে কথা বলেনা বলে - বাংলাদেশ নিয়ে কথা বলা যাবেনা ? সত্যকে স্বীকার করার সাহস না থাকলেই তা অস্বীকার করার জন্য অন্য অজুহাত বের করতে হয় ।

আল্লাহ অবশ্যই একদিন বিচার করবে এবং তা হবে স্হায়ী । ইনশাল্লাহ বেশী দিন অপেক্ষা করতে হবে না এজন্য ।

১১| ১৫ ই মে, ২০১৩ সকাল ৭:৩০

জাহাঙ্গীর জান বলেছেন: মুসলিম হয়ে এইসব মিথ্যা প্রচার করাটা অন্যায় ৬মে রাত্রে ঘটনা আমরা সবাই দেখেছি সেটা সেইটা প্রয়োজ ছিলো দেশের স্বার্থে সরকার ন্যায় করেছে না অন্যায় করেছে সেটা আমার আর তোমার মাথায় এখন ঢুকবেনা ।

১২| ১৫ ই মে, ২০১৩ সকাল ৭:৩৩

আলুমিয়া বলেছেন: @আল্লামা ইকবাল অবশ্যই বলা যাবে। এবং বললে আমরা জানতে পারব। আমাদের চোখ কান খুলবে। চোখ কান খুলবে - ইসলামের নামে জামাত হেফাজত, সবাই মিলে কি করে ব্যাবসা করছে।
কিন্তু কিছু কিছু মিডিয়ার মাতম দেখলে এদের একপেশে মনোভাব প্রকাশ না করে থাকা যায় না। আলজাজিরা - মধ্যপ্রাচ্যের ডিক্টেটরদের নিয়ে কিছু বলে না আসে বাংলাদেশে ছবক দিতে। সিরিয়ায় আমেরিকা, সৌদি সবাই মিলে বিদ্রোহীদের তেল পানি দেয় আর বিদ্রোহীরা সৈন্যদের কলিজা খায়। আলজাজিরা সেইটা দেখায় না।

১৩| ১৫ ই মে, ২০১৩ সকাল ৮:৩৪

দূর আকাশের নীল তারা বলেছেন: ৫ মে ঢাকা অবরোধের সময় গুলিতে নিহত বলে প্রচারিত মাদ্রাসাছাত্র মো. সোহেল এখন ক্লাস করছেন ... আবারও প্রমাণিত হল, হেফজতী-জামাতীদের মিথ্যাচার!
Click This Link

১৪| ১৫ ই মে, ২০১৩ সকাল ৮:৫৫

হাসিব০৭ বলেছেন: হিটলার ৩৩ লক্ষ ইহুদি মারলেও কিছু ইহুদি পৃথিবীতে বাচিয়ে রেখেছিলেন যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে ইহুদি জাতি কতটা খারাপ হতে পারে এবং পারত বিশ্ববাসীর জন্য। ঠিক তেমনি শেখ মুজিবের পরিবারের হত্যাকারীরা শেখ হাসিনা, শেখ রেহানা এবং শেখ সেলিমকে বাচিয়ে রেখেছিলেন যাতে বাংলাদেশের মানুষ বুঝতে পারে শেখ পরিবার কি জিনিষ। মহিলা হইয়াই এত ........ না জানি পুরুষ হইলে কি করত?



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫| ১৫ ই মে, ২০১৩ সকাল ৯:১৭

হ্যারিয়ার টু বলেছেন: vuya

১৬| ১৫ ই মে, ২০১৩ সকাল ৯:৫৯

নদ বলেছেন: দেশের কোন চ্যানেল জানলো না । আল জাজিরা এসে শাপলা চত্বরে বসে ছিল। আর কতো মিথ্যা বলবেন ? এখনও সময় আছে সংশোধন হোন।

১৭| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:২১

কাঙ্গাল মুরশিদ বলেছেন: সব মিথ্যা, সব ভুয়া, সব বানোয়াট - শুধুমাত্র তাই সত্য যা আমাদের নেত্রী শেখ হাসিনা আর তার সরকারের লোকেরা বলে! কারন সে হইল শেখের বেটী।

'৭৪ এ শ্লোগান ছিল:

এক নেতার এক দেশ
বঙ্গবন্ধুর বাংলাদেশ

'৭৫ এ এই শ্লোগান একটু বদলে গিয়েছিল:

এক নেতার একদেশ
নেতা নাই সব শেষ

আজকে সেই শেখের বেটী হাসিনা আবার প্রথম শ্লোগান ফিরিয়ে এনেছে

এক নেত্রীর এক দেশ
শেখ হাসিনার বাংলাদেশ

আমরা অপেক্ষায় আছি এই শ্লোগানটি কবে কখন কিভাবে বদলে যায় তা দেখার জন্য।

১৮| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:১৩

akash3269 বলেছেন: হয় আল-হিজড়ার রিপোর্টে পুলকিত এবং টাস্কিত হইলাম, সাভারে ২৫০০০ বেওয়ারিশ লাশ পাওয়া গিয়েছিল এবং তাদের জুরাইন, তারপর সাতকানিয়া , কানসাট, সাতক্ষীরায় কবর দেওয়া হয় নাইলে রজনীকান্ত আইসা তার বিশাল রোবট বাহিনীর সাহায্যে বঙ্গোপসাগরে ফেলে দেয় তারপর সফি হুজুরের বদদোয়ায় সেখান থেকে সৃষ্টি হয় নাস্তিক ঝড় মহাসেনের ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

মিয়া পাবলিকরে আর কত ভং-চং বুঝাবেন ?????

১৯| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:২৪

ফারুক আহমেদ মজুমদার বলেছেন: জামাতের টাকায় কথা কয়। পুরাই আস্তা একটা জোকস্। এক বোবারে স্বাক্ষী বানাইছে। ১০ টাকা দিয়া এই বোবারে দিয়াই স্বীকার করানো যাবে যে, খালেদা নিজে গোরস্তানে দাড়াইয়া ৫০ জন লোককে হত্যা করছে।

উপরে কতগুলা বলদ এইটা দেইখা নাচানাচি করতাছে।

ও আরেকটা কথা হিসাব তো মিলতাছে না। লাশ ছিল ৩০০০ হাজার আল জাজিরা হিসাব দিল ১৪ টার। বাকী ২৯৮৪ টা লাশ কই গেলো?

আল জাজিরা যে কার মদদপুষ্ট সেটা দুনিয়ার মানুষ ভালো করেই জানে।

২০| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:২৯

ম্যাংগো পিপল বলেছেন: গুম সরকার আর তাদের হাগুম সমর্থক X( X( X(

২১| ১৫ ই মে, ২০১৩ দুপুর ২:৫২

স্বপ্ন বাংলা বলেছেন: হাহাহাহা ভাই এইরকম ভিডিও আমি অনেক বানিয়ে দিতে পারব। মজা পাইলাম ব্যপককককককককক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.