নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার চিরে আনবো বিজয়

কোনো বাধাই আমাদের রুখতে পারবেনা

ফারুক মৃধা

আমি পেশায় ১ জন ছাত্র।

ফারুক মৃধা › বিস্তারিত পোস্টঃ

গনজাগরন মঞ্চের চাঁদাবাজির সংক্ষিপ্ত লিস্ট/ তালিকা :(( :((

০৮ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৪



১. এস পি মাহবুব থেকে ৪ লক্ষ টাকা বাপ্পাদিত্য বসুর সামনে লেনদেন



২. কানাডা থেকে জিয়াউল হক প্রবাসীদের ফান্ড লেনদেন বাপ্পাদিত্য বসুর পরিচিত।



৩. ইনসেপ্টা ৫ লক্ষ টাকা দিয়েছে নাছিরউদ্দিন ইউসূফ বাচ্চুর কাছে জানিয়েছেন ফরিদুর রেজা সাগর।



৪. বসুন্ধুরা গ্রুপ ২০ লক্ষ টাকা প্রদান করেছে ।



৫. রেনেটা ফার্মা (জামাতের) ৪ লক্ষ টাকা প্রদান করেছে।



৬. ল্যাবএইড ডা আর্সালনের মাধ্যমে ১০ লক্ষ টাকা প্রদান করেছে।



৭. ইস্পাহানি ১০ লক্ষ টাকা প্রদান করেছে।



৮. এফবিসিসিআই চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন হতে ৬০ লক্ষ টাকা।



৯. আবেদ খান ২.৫ লাখ টাকা ইমরান এইচ সরকারের হাতে প্রদান করেছে।



১০. হামীম গ্রুপ ২০ লক্ষ টাকা প্রদান করেছে।



১১. যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে থেকে আগত ফান্ড।



১২. হনিফ পরিবহন ১০ লক্ষ টাকা ইমরান এইচ সরকারকে ক্যাশ চেক।



১৩. অটবি ১০ লক্ষ টাকা এবং ফেব্রুয়ারী ৮ তারিখ পর্যন্ত খাবার প্রদান করেছে।



১৪. ৪.৬ লক্ষ টাকা প্রথম আলোর মাধ্যমে।



১৫. ফরিদুর রেজা সাগর ৬০ হাজার টাকা দিয়েছে সোমার মাধ্যমে ইমরানের কাছে ।



১৬. আওয়ামীলীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তোলা চাঁদা।



১৭. আওয়ামীলীগের অনেক এমপি-মন্ত্রী প্রচুর** টাকা দিয়েছে।







১৮. YPD এর মাধ্যমে প্রচুর টাকা সংগ্রহ করেছে কানিজ এ সুলতানা।



১৯. ৬ তারিখ গনজাগরন থেকে চাঁদা উঠেছে ৪৩ হাজার ।



২০. ৬ তারিখ কানিজ এ সুলতানার মাধ্যমে ১০ হাজার টাকা।



২১. দুইটি ল্যাপটপ দিয়েছে এক মেজর।



২২. বেস্টওয়ে গ্রুপ ৫ লক্ষ টাকা দিয়েছে।



২৩. ওয়াল্টন ইলিয়াস কাঞ্চনের মাধ্যমে ১০ লক্ষ টাকা প্রদান করেছে, রিসিভ করেছে নাছিরউদ্দিন ইউসূফ বাচ্চু।



২৪. সামিট গ্রুপ ২৫ লক্ষ টাকা ইমরান এইচ সরকারের কাছে প্রদান করেন সামিট গ্রপের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান

২৫. এ,টি,এন বাংলা থেকে জ ই মামুনের মাধ্যমে কানিজ এ সুলতানার হাতে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা।



২৬. বায়ো ফার্মা ৫ লক্ষ টাকা প্রদান করেছে।



২৭. ইসলামী ব্যাংকের বর্ষপূর্তির অনুষ্ঠান পরিচালক আবদুন নূর তুষার ৭৫ হাজার টাকা।



২৮. এডভোকেট আনিসুল হক থেকে ১০ হাজার টাকা।



২৯. চট্টগ্রামের এক এমপির ছেলের কাছ থেকে নগদ অর্থ, হাজার লোকের খাবার, ট্রাক ভাড়া



৩০. ন্যাশনাল ব্যাংক একটি চেকে ৫০,০০০ টাকা। এটি ছাড়াও আরও দিয়েছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছে।



৩১. পিনাকী টাকা তুলেছে ডাক্তারদের কাছ থেকে যার সঠিক হিসাব পাওয়া যায়নি।



৩২. উত্তর আমেরিকার একটি এসসিয়েশন টাকা পাঠিয়েছিলো।



৩৩. পরমানু শক্তি কমিশনের সরকারি গাড়ি যা কানিজ ফাতেমার স্বামীর সেটা বেআইনিভাবে ব্যবহৃত হয়েছে।



৩৪ একটি সংগঠনের কাছ থেকে সেখানকার ব্লগারদের নাম করে জনপ্রতি ১ থেকে ৫ হাজার টাকা করে ইমরান নিয়েছে।



৩৫.নাইমুজ্জামান মুক্তার কাছে থেকে কবির বিন আনোয়ারের মাধমে টাকা নিয়েছে।



৩৬. লায়ন ফিডের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছে।



**আওয়ামী লীগের প্রায় ১৫০ এমপি, উপজেলা চেয়ারম্যান প্রত্যেকে গড়ে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত দিয়েছে।



এই সংক্রান্ত আরো একটি খবর এই নিউজটা কি সত্যি ? শাহবাগীদের কোটি টাকার হিসাব কোথায়?



উল্লেখ্য এই তালিকা করেছে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্টাটাস নিয়ে এবারের বইমেলায় প্রকাশিত বইয়ের প্রকাশক এবং পেইজটার অন্যতম এডমিন, দোয়েল লেপটপের নামে নিম্ন মানের ল্যাপটপ দিয়ে কোটি টাকা আত্মসাতকারী ,আওয়ামীব্লগ আমারব্লগ.কম এর এডমিন ও মূল উদ্যোক্তা, প্রাক্তন শাবিপ্রবি ছাত্রলীগ ক্যাডার, চটিপিয়ালের ছয়মাস আগেতক জিগরী দোস্ত সুশান্ত দাশ গুপ্ত

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:২৮

ফিলিংস বলেছেন: আপনার সকালের নাস্তার লিস্টা আগে দেন,,,,,,,,,,একটু চেক করে দেখি....,,,

০৮ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪৪

ফারুক মৃধা বলেছেন: এখন রাত। তবে ভাই লিস্টে বিরানি নাই

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৫৫

একাকী বাংলাদেশি বলেছেন: ভালো একটা পোষ্ট দিয়েছেন তো ভাই। চমৎকার।

০৮ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৬

ফারুক মৃধা বলেছেন: দেইখা লন চেত্না কেমনে আসতো

৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৩

উপপাদ্য বলেছেন: হলমার্ক, ডেস্টিনি ও সোনালী ব্যাংক কেলেঙ্কারীর হোতাদের ডোনেশন কিন্তু আ্যড করেন নি। একদিন বাংলাদেশ ঠিকই প্রত্যেকটা পয়সার হিসেব নিবে। হিসেব নিবে কিভাবে বড় বড় কেলেঙ্কারীর নায়করা ধরা ছোঁয়ার বাইরে থাকে।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৫

তাওিহদ অিদ্র বলেছেন: রতনে রতন চেনে ...!ভাই সবই আপনি জাইন্না গেলেন!! ওহি পাইছিলেন মনে হয়?

৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:০০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ব্লগার না হয়েও ইমরান নামের দালালটা সবাকে চুনা লাগাইয়া দিল

৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩২

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: কি হুনাইলেন আম্রে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.