![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভার্চুয়াল ঘর, যেমন ইচ্ছে তেমন সাঁজাই। অতিথিকে স্বাগতম।
ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ঐ শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা॥
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
তোমার ’পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা॥
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা—
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে—
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা॥
----------- রবীন্দ্রনাথ ঠাকুর
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
"আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে—
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা॥"
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া এককথায় ++++++++++++++++++++++++++++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা অনেক অনেক......।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
মামুন হতভাগা বলেছেন: অনেক অনেক প্লাস
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই।
জয় বাংলা..........
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার ফটোগ্রাফি।
দেশ মাতৃকার প্রতিচ্ছবি।
খুব ভালো লাগলো।
তা আছেন কেমন?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয় ভাই।
ভালো আছি, আপনি কেমন আছেন?
শুভকামনা.....।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
একজন আরমান বলেছেন:
চমৎকার ছবি ব্লগ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
Sohelhossen বলেছেন: খুব সুন্দর হইছে ছবি গুলো ।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১:২২
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।।
৭| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা।
দারুন সব ছবির জন্য ++++++++++++++++++++++++++++++
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন সর্বদা.....
৮| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
সাজিদ ঢাকা বলেছেন: ফটু গুলান অস্থির হইসে , , অনেক দিন বক খাই না খেজুরের রস ও
পোষ্টে +++++++++
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৪
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
হরিণ খাবা?
আজ রবীন্দ্র কুঠি ও লালনের মাজার দেখে আসলাম, অনেক ছবি তুলেছি।
৯| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।
এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link
দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২
ফারজুল আরেফিন বলেছেন: থাপ্পড় চিনস?
১০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: লেখক বলেছেন: থাপ্পড় চিনস? (
ওরে হাসি! থামাতেই পারছি না।
পোস্ট মনকে প্রশান্ত করেছে। প্রায় আদিগন্ত বিস্তৃত করেছে... প্লাস।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫
ফারজুল আরেফিন বলেছেন: এই ধরণের পাব্লিকরে দুইবেলা নিয়মিত থাপড়ানো উচিত।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসময়......।
১১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭
এসএমফারুক৮৮ বলেছেন: গানটি আমার খুব প্রিয়, ছবিগুলোও চমৎকার।
ভাল থাকেন ফারজুল ভাই।
শুভকামনা সবসময়।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৪
ফারজুল আরেফিন বলেছেন: আমারও।
অনেক ধন্যবাদ ভাই।
আপনিও ভালো থাকবেন.....।
১২| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
আমি তুমি আমরা বলেছেন: গানটা রবীন্দ্রনাথের লেখা- জানা ছিল না। ছবিগুলোও ভাল লাগল
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭
ফারজুল আরেফিন বলেছেন:
সে সময়ে লেখা বুঝাই যায় না!
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৬
শ্রাবণ জল বলেছেন: সবগুলো ছবি সুন্দর
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১
ফারজুল আরেফিন বলেছেন: শ্রাবণ জলের চোখ সুন্দর, অসংখ্য ধন্যবাদ।
১৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার। ১৩, ১৪খুব পছন্দ হৈসে ||
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
১৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৬
রাফছান বলেছেন: সুন্দর
২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৭
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
আমিনুর রহমান বলেছেন: প্রথম ভালো লাগা রইল।
অনেক পছন্দের একটা গান আর ছবিগুলো অসাধারণ হয়েছে।