নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবুই পাখি

Footprint of a village boy!

ফারজুল আরেফিন

আমার ভার্চুয়াল ঘর, যেমন ইচ্ছে তেমন সাঁজাই। অতিথিকে স্বাগতম।

ফারজুল আরেফিন › বিস্তারিত পোস্টঃ

মেঘে মেঘে উড়াউড়ি ঘুরাঘুরি - ছবিব্লগ।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৫





"ভাবতেই পারো ক্লান্ত কোন দুপুরে

ধুলো মেখে মেখে বেজে উঠা নুপুরে

সুর মেলে ডানা আকাশের ও পাড়ে

যাও যদি সুদূর পানে চেনা কোন অন্যখানে

ভালোবাসার মেঘে ঘেরা আসবে যে আমার মনে।



আজ তোমার মেঘে মেঘে রঙধনু,

আজ তোমার মেঘে মেঘে রঙ।



আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন

ভালোবাসা নিয়ে আসি আজ আমি মেঘে মেঘে সারাক্ষণ।



ভাবতেই পারো আলো শেষে সন্ধ্যা কেন মুচকি হেসে

সুদূরে যায় নিয়ে চলে তোমার কথা আমায় বলে

ভাবতেই পারো আমরা দূরে যেমন আছি বহু কাল ধরে

তবুও আজ মেঘের দেশে শুধুই আমায় মনে পরে।



আজ তোমার মেঘে মেঘে রঙধনু,

আজ তোমার মেঘে মেঘে রঙ।"



১।





২।





৩।





৪।





৫।





৬।





৭।





৮।





৯।





১০।





১১।





১২।





১৩।





১৪।





১৫।





১৬।





১৭।





১৮।





১৯।





২০।





২১।





২২।





২৩।





২৪।





২৫।





২৬।





২৭।





২৮।





২৯।





৩০।





৩১।





৩২।





৩৩।





৩৪।





৩৫।









মন্তব্য ৫৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৯

জেনারেশন সুপারস্টার বলেছেন: অসাধারণ!!!

প্রাণজুড়ানো নিশ্বাস নেওয়ার ইমো হবে ;)

২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২৬

ফারজুল আরেফিন বলেছেন: :) :)

অনেক ধন্যবাদ ভাই।

হ, অন্য পোস্টে মারামারি কইরা এই পোস্টে আইসা দম নিবেন। B-) ;)

২| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত একটা পোষ্ট!!! কবিতা এবং ছবি দুইটাই চমৎকার হয়েছে। +

যদিও প্লাস বাটন কাজ করছে না।

২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩১

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)

ঐটা একটা প্রিয় গান। শুধু ছবি দিলে খালি খালি লাগে, আবার কিছু লিখতেও মন চায়না। :(

প্লাস বাটন কাজ করছে না - এই শেষ রাইতে মডুর উপর ঠাডা পড়ুক। :P ;)

৩| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৩

ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। :)

৪| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩০

বোকামানুষ বলেছেন: দারুন +++++

২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৪০

ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ অশেষ....। :)

৫| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৪

শোশমিতা বলেছেন: আকাশ আমারে অনেক প্রিয়।ছবি গুলো অনেক সুন্দর হয়েছে।
কবিতা, ছবিতা দুইটাই অনেক সুন্দর !!

২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫২

ফারজুল আরেফিন বলেছেন: :) :)

অনেক দিন পর শোশমিতা আপুকে দেখে খুব ভালো লাগলো।

অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন....।

৬| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৪

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
প্রকৃতির রিয়েল ছবি আমাকে টানে। আনমনা করে দেয়। ছবি দেখে ঢুকলাম। ছবি না-থাকলে হয়তো ঢুকতাম না।

কবিতা পঁচা জিনিষ। অচল এ যুগে। অলস সময় নষ্ট করা আর কি! বিরক্তিকর। কবিও তাই। আনফিট। আনস্মার্ট।

এ যুগ হচ্ছে রিয়েলিটি শো'র, হিন্দি ফিল্ম ও পর্ণ ছবির।

এ যুগ রবী ঠাকুরের নয়, নজরুলেরও নয়। এ যুগ শাহরুখের আর সানি লিওনের। রবী-নজরুল পাঠ হবে না এ যুগে, পাঠ হবে মডেলদের খাওয়া দাওয়া, পছন্দ অপছন্দ ভাল লাগা মন্দ লাগা। হুমড়ি খেয়ে পড়বে তরুণ তরুণীরা।

কেন যে এসব কবিতা টবিতা লেখেন বুঝিনা।

এখনও যা' একটু আছে কিন্তু অচিরেই শূন্যের কোটায় নেমে আসবে।
:P :P :P :P :P :P :P চুপি চুপি বলি। আমি কবিতা পছন্দ করি। তবে আগের মতো নয়।

কবিতা সুকুমার বৃত্তি, সুন্দরের মূর্তি, অন্তরের অন্তস্থলের আর্তি।

কিন্তু সেই বৃত্তি এখন নেই। এখন যা' আছে তা' বাইরের। স্কিনডীপ। অন্তরের সুকুমার বৃত্তির আকাঙ্খা আর নেই মানুষের মনে। এখন পূজা হয় বহিরঙ্গের। ফ্যাশন, রূপচর্চা, বিউটি পার্লার, ম্যাসাজ পার্লার এর প্লাবন।

কিছু মনে করবেন না। আজে বাজে অনেক কথা লিখলাম।

হ্যাঁ, আপনার কবিতাটি সুন্দর হয়েছে। এটি আমাকে কালিদাশের মেঘদূত এর কথা মনে করিয়ে দিয়েছে। পড়েছেন নিশ্চই।

এ ধরণের মেঘ আমি দেখেছি। ইউটিউবে। গুগলে। এমনকি এই সামুতেই আগের কিছু পোষ্টে। তবু আপনাকে ধন্যবাদ।

আবারো বলি - কিছু মনে করবেন না। প্লীজ। :D

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৩

ফারজুল আরেফিন বলেছেন: ইহা আমার কবিতা নহে, ইহা একটি গান।

এ ধরণের মেঘ বাস্তবে দেখেননি কেন? /:)

কিছু মনে করি নাই।
অনেক ধন্যবাদ, আবার আসবেন। :D :-B

৭| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৩

খেয়া ঘাট বলেছেন: কাব্য আর ছবি - অসাধারণ।
দারুন এক ভালোলাগায় আবেশীত হলাম।

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)

৮| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

সািহদা বলেছেন: অসাধারণ সুন্দর ।

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

৯| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০

ফারজুল আরেফিন বলেছেন: থ্যাংকস ব্রো :)

১০| ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪

মহামহোপাধ্যায় বলেছেন: মুগ্ধ হয়ে দেখছি। কত সুন্দর আকাশ !!!!


ভালো লাগা জানবেন। প্লাস দাবাতে পারছিনা :(

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:০১

ফারজুল আরেফিন বলেছেন: :) :)

অনেক ধন্যবাদ ভ্রাতা।

প্লাস জরুরী না!

১১| ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫০

বাগসবানি বলেছেন: ইস ! আমার আগেই মেঘব্লগ ছবি দিয়ে দিলেন । আমার কত ঘেম ছবি জমা হয়ে আছে । ঠিকমত গোছানোই হচ্ছে না । :(

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৪

ফারজুল আরেফিন বলেছেন: আগে জানলে দিতাম না!

তাড়াতাড়ি ছবি গুছিয়ে পোস্ট দিন, আপনার আকাশ দেখার অপেক্ষায় রইলাম। :)

অনেক ধন্যবাদ।

১২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: মুগ্ধতা আমাকে দেয়না অবসর !!


সত্যিই মুগ্ধ হয়ে গেলাম ।


কেমন আছেন ?

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৭

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

ভালো খারাপ মিলিয়ে আছি, দোয়া করো...।

ভালো থেকো।

১৩| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২

আমিনুর রহমান বলেছেন:




অসাধারণ +++
আকাশ আমাকে সবসময়ই মুগ্ধ করে যার ফলে আকাশের ছবি আমি অনেক তুলি :)

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:১২

ফারজুল আরেফিন বলেছেন: :) :)

আকাশ মানুষের মনকে খুব প্রভাবিত করে - রাতের আকাশ কিংবা দিনের রৌদ্রজ্জ্বল বা মেঘলা আকাশ।

অনেক ধন্যবাদ ভাই, পোস্ট দিয়েন।

১৪| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬

রোকন রাইয়ান বলেছেন: কবিতার বিশ্লেষণে ছবি..
সত্যিই ওসাম বস...

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৪

ফারজুল আরেফিন বলেছেন: কবিতা নয় গো কবি, ওটা একটা জনপ্রিয় গান। :D

অনেক ধন্যবাদ রোকন ভাই, মেলা দিন পর দেখলাম!

ভালো থাকবেন।

১৫| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

এসএমফারুক৮৮ বলেছেন: সার্ভার ব্যস্ত দেখাচ্ছিল, অনেকবার ট্রাই করেও আপনার ব্লগে যেতে পারছিলাম না। অবশেষে....

ছবিগুলো অসাধারন ! আর কবিতা ভাল লাগল। অনেকগুলো প্লাস ।

++++++++++++++++++

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৭

ফারজুল আরেফিন বলেছেন: এ কারণে উত্তর দিতেও দেরি হয়ে গেলো আমার। :(

ব্লগে সরব আছেন দেখে ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ ভাই।

শুভকামনা জানবেন......। :)

১৬| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৪

না পারভীন বলেছেন: মেঘে মেঘে ঘুরাঘুরি , খুব সুন্দর । :)

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪০

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ডাক্তার আপা।
আমার ব্লগ বাড়িতে স্বাগতম। :)

শুভকামনা.....।

১৭| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৫

বাগসবানি বলেছেন: না না আপনাকে নিরুৎসাহিত করছি না । আমি আসলে মেঘ খুবই পছন্দ করি । আর আপনার আকাশ আর আমার আকাশের মাঝে অনেক পার্থক্য আছে B-))

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ফারজুল আরেফিন বলেছেন: পার্থক্যটা দেখলেনা বুঝবো। ;)

কবে দেখাবেন আপনার আকাশ? B-) 8-|

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৫

বাগসবানি বলেছেন: অলরেডি পুরান একটা দিছিলাম - মেঘের রাজ্যে একদিন
তবে ছবি এবং আইডিয়া আমার ফ্রেন্ডের :P

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২

ফারজুল আরেফিন বলেছেন: দেখে এসেছি; অনেক সুন্দর হয়েছে।

শুভকামনা....।

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

রাতুল_শাহ বলেছেন: কথা ও ছবি দুটোই সুন্দর।

অন্তর থেকে ভাল লাগা রইলো ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৪

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দুর্দান্ত!!!!!!!!!


+++++++++++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৫

ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। :)

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

শাহেদ খান বলেছেন:

আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন

একসময়ের অনেক প্রিয় গান মনে করিয়ে দিলেন, ফারজুল ভাই !

ছবিগুলো চমৎকার এসেছে। মাঝে মাঝে চমকে যাওয়ার মত সুন্দর কিছু ছবি ! প্রকৃতি'র স্বচ্ছ্বতায় বিলীন একটা পোস্ট !

অনেক ভাল লাগা জানবেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

ফারজুল আরেফিন বলেছেন: প্রিয় গানটা অনেকেই কবিতা ভেবে ভুল করেছেন! :(

ভালোলাগায় কৃতজ্ঞতা জানবেন। :)

অনেক ধন্যবাদ ভাই।

২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

শ্রাবণ জল বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো।
প্রথম ছবিটা দেখে মনে হচ্ছে মেঘের অনেক উপর থেকে তোলা ছবিটা। সুন্দর!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ শ্রাবণ জল। :)

মন তখন মেঘের অনেক উপরেই ছিলো!

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

শাপলা নেফারতিথী বলেছেন: ছবিগুলা অনেক সুন্দর|
ভালো লাগছে খুব..

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। :)

ভালো থাকবেন.......।

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

সুমন কর বলেছেন: চমৎকার!!!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুভকামনা। :)

২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


প্রথমটা প্লেন থেকে তোলা তাই না! :)

কি সুন্দর!! কি সুন্দর!!!
সাদা সাদা মেঘ ...
আর ১৯ - ২০ নং ...টা ... উফ!!! দম বন্ধ হয়ে আসে এতো সুন্দর কিছু দেখলে!!

অনেক অনেক ভালোলাগা পোস্ট এ ...
হলুদ তারা :)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

ফারজুল আরেফিন বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে। :)

সবগুলো ছবিই মেঘের অনেক দূর থেকে তোলা....!

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

চাঙ্কু বলেছেন: ছবিডি সুন্দর আছে :D

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। :D

২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪

বাঘ মামা বলেছেন: ঈদ মোবারক আরেফিন :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮

ফারজুল আরেফিন বলেছেন: ঈদ মোবারক বাঘ মামা; দেরি হয়ে গেলো উত্তর দিতে!

ভালো আছেন নিশ্চয়ই?

শুভকামানা.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.